Header Ads Widget

ফুলবাড়ীতে দলিত ও আদিবাসীদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মুরগির বাচ্চাসহ খাবার বিতরণ


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : করোনার প্রভাবে দিনাজপুরের ফুলবাড়ীতে অস্বচ্ছল হয়ে পড়া দলিত ও আদিবাসীদেরকে আর্থিকভাবে স্বচ্ছলতা আনতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিনামূল্যে মুরগির বাচ্চাসহ মুরগির খাবার বিতরণ বিতরণ করা হয়েছে।



সুইজারল্যান্ডের দাতা সংস্থা হেকস্/ইপার এর সহযোগিতায় এবং গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্প ফুলবাড়ীর উদ্যোগে সংস্থার কার্যালয়ে আয়োজিত দলিত ও আদিবাসীদের মাঝে মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিবিকে আলো প্রকল্পের ফুলবাড়ী এলাকা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর গ্লোরিয়া মুর্মু, তানজিদুর রহমান, গোলা রায় প্রমুখ।



জিবিকে আলো প্রকল্পের ফুলবাড়ী এলাকা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান বলেন, করোনায় কর্মহীন হয়ে আর্থিকভাবে লোকসানে পড়া ২৭ জন দলিত ও আদিবাসীর মাঝে বিনামূল্যে জনপ্রতি ১০০ টি করে দেশি মুরগির বাচ্চাসহ এক  মাসের মুরগির বাচ্চাদের জন্য খাবার বিতরণ করা হয়েছে। এগুলো লালন-পালন করে কিছুটা হলেও তারা আর্থিকভাবে স্বচ্ছলতা আনতে পারবেন।
 

 

 

 

 

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ