Header Ads Widget

বড় সংগ্রহের পথে বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম ভালো শুরু করেন। তবে ভালো শুরু এনে দিয়ে বিদায় নিয়েছেন লিটন। ষষ্ঠ ওভারে তাঁকে বিদায় করেছেন লাহিরু কুমারা। ১৬ বলে দুই বাউন্ডারিতে ১৬ রান করেন তিনি। ফিরেছেন সাকিব আল হাসানও (১০)। এই দুজন ফিরলেও রানের চাকা সচল রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

মুশফিকুর রহিম ও মোহাম্মদ নাঈম দুজনে মিলে দলকে বড় সংগ্রহের পথ দেখান। দুজনেই খেলছেন হাতখুলে। হাঁকিয়েছেন চার-ছক্কা। এরই মধ্যে ৬২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন নাঈম। তবুও বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

অবশ্য টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। উইকেট কিছুটা স্লো। প্রথম ওভারে বাংলাদেশি ওপেনাররা নিতে পেরেছেন কেবল দুই রান। প্রথম বাউন্ডারি আসে দ্বিতীয় ওভারে, লিটন দাসের ব্যাট থেকে। এরপর থেকে হাতখুলে খেলেন বাংলাদেশের ব্যাটাররা।

দুদলের প্রথম লড়াই হচ্ছে শারজাহতে। সেখানকার উইকেট কিছুটা মন্থর হওয়ায় একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে স্পিন শক্তি বাড়িয়েছেন মাহমুদউল্লাহ। ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। চলতি বিশ্বকাপে এটাই তাঁর প্রথম ম্যাচ।

নাসুম ফেরায় বাদ পড়তে হয়েছে পেসার তাসকিন আহমেদকে। মূলত উইকেটের সুবিধা কাজে লাগাতেই এই পরিবর্তন এনেছে লাল-সবুজের দল। বাংলাদেশ একাদশে এই একটিই পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে মাহিশ থিকশানাকে ছাড়াই বাংলাদেশের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। চোটের কারণে এই রহস্য স্পিনারকে খেলাতে পারেনি তারা। তার জায়গায় শ্রীলঙ্কার এনেছে বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দোকে।

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ