Header Ads Widget

সর্দি থেকে , পেটের সমস্যা থেকে হাজারও সমস্যার সমাধান


স্বাস্থ্য ডেস্ক: বানরের দল এই গাছ দেখলে এলাকা ছেড়ে পালায়। আর সেই বানর থেকেই যে জীব ভদ্র হয়ে নিজেদের মানুষ বলে পরিচয় দিচ্ছে তাঁদের কাছে ব্যাপক উপকারী এই গাছ। সর্দি থেকে , পেটের সমস্যা থেকে হাজারও সমস্যার সমাধান এই গুল্ম জাতীয় গাছ। আলকুশি।

আলকুশি একটি ধরণের গুল্ম জাতীয় গাছ। শিম পরিবারের এই উদ্ভিদ। ফল অনেকটা শিমের মতো, ৪ থেকে ৬টি বীজ থাকে। শুকনো ১০০টি বীজের ওজন হচ্ছে ৫৫-৮৫ গ্রাম। এবং বীজগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে যা সহজেই পৃথক হয়ে যায়। এগুলি ত্বকের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি সৃষ্টি করে। বানরের সঙ্গে এদের সম্পর্ক হল, যখন আলকুশি ফল পুষ্ট হতে থাকে তখন চুলকানির ভয়ে বানরের দল ঐ এলাকা ছেড়ে চলে যায়, কারণ এর হুল বাতাসেও ছড়িয়ে পড়ে। বানরেরা ফিরে আসে যখন মাটিতে ফল পড়ে যায়। সেগুলো তারা খায় বিশেষ দৈহিক কারণে।

আলকুশী একটি ওষুধী গাছ। এর রয়েছে অনেক গুণ। এ গাছ ব্যবহার করে নানাবিধ অসুখ থেকে আরোগ্য লাভ করার সুয়োগ রয়েছে।

১) কোন পোকামাকড়ের কামড়ে বা বিছের দংশনে আলকুশীর বীজের গুড়া লাগালে অনেকাংশ যন্ত্রণা কমে যায়।
২) এর শিকড়ের রস এক চামচ করে একমাস খেলে আমাশয় রোগ সারে।
৩) আলকুশীর পাতার রস ফোঁড়ায় দিলে অচিরেই সেটি ফেটে যায়।
৪) এর বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়, শারীরিক দুর্বলতা দূর হয়, শুক্র বৃদ্ধি গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর করে।
৫) এর শিকড়ের রসে জ্বর, সর্দি-কাশি ভালো করে।
৬) আলকুশীর শিকড়ের মণ্ডু মূত্রবর্ধক ও মূত্রযন্ত্রের রোগ নিরাময়ে বেশ উপকার।
৭) এর কাণ্ডের রস চোখের রোগের ক্ষেত্রেও ফলপ্রসূ।
৮) শিকড়ের রস জীবজন্তুর গায়ের ঘায়ে লাগালে ক্ষত দ্রুত সরে যায়।

আলকুশির বৈজ্ঞানিক নাম: মুকুনা পুরিয়েন্স। ইংরেজিতে এর নাম Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। এটি ফ্যাবাসি পরিবারের একটি উদ্ভিদ। বোটানিক্যাল নামের পুরিয়েন্স শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার অর্থ চুলকানির অণুভূতি। ফলের খোসা ও পাতায় আছে- সেরাটোনিন, যার কারণে চুলকানির উদ্রেক হয়। মধ্য আমেরিকায় আলকুশির বীচি আগুনে ভেজে চূর্ণ করা হয় কফির বিকল্প হিসেবে। এ কারণে ব্রাজিলসহ অন্যান্য দেশে এর প্রচলিত নাম হচ্ছে নেস ক্যাফে। গুয়েতেমালায় কেচি সম্প্রদায়ের মানুষ এখনও খাদ্যশস্য হিসেবে এটি আবাদ করে। সবজি হিসেবে রান্না হয়।







নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English






From the cold, solve the wall from the abdominal code

Health Desk: A group of monkeys saw this tree and fled the area. And this tree is very useful for the monkeys who are politely identifying themselves as human beings. This herb is the solution to thousands of problems from colds and stomach problems. Alkushi.


Alkushi is a kind of shrub. This plant of the bean family. The fruit is much like a bean, with 4 to 6 seeds. The weight of 100 dried seeds is 55-65 grams. And the seeds are covered by tiny hairs that separate easily. These cause severe itching when in contact with the skin. Their relationship with the monkeys is that when the alkushi fruit begins to grow, the herd of monkeys leave the area for fear of itching, because its sting also spreads in the air.

The monkeys come back when the fruit falls to the ground. They eat them for special physical reasons.

Alkushi is a medicinal plant. It has many qualities. There is an opportunity to cure various diseases by using this tree.



1) Applying Alkushi seed powder on the bite of an insect or the sting of a scorpion reduces most of the pain.

2) One teaspoon of the juice of its roots is taken for one month to cure diarrhea.
3) If the juice of Alkushi leaves is boiled, it will burst soon.
4) Its seeds are boiled with sugar and milk to cure rheumatism, physical weakness is removed, sperm growth is darkened and nervous weakness is eliminated.

5) The juice of its roots cures fever, cold and cough.
7) Alkushi root mandu diuretic and urinary tract diseases are very useful.
8) The juice of its stem is also effective in eye diseases.
9) When the juice of the roots is applied on the wounds of the animal, the wound is removed quickly.

Scientific name of Alkushi: Mukuna Purience. In English its name is Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean. It is a plant of the Fabaceae family. The word Purience, from the botanical name, comes from Latin, meaning itchy sensation.

Fruit peels and leaves contain serotonin, which causes itching. In Central America, alkushi beans are fried and crushed as an alternative to coffee. For this reason, its common name in Brazil and other countries is Ness Cafe. The people of the Kechi community in Guatemala still cultivate it as a food grain. Is cooked as a vegetable.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ