Header Ads Widget

সাংবাদিক তবিবুর রহমান মাসুম এর মৃত্যুতে পুলিশ কমিশনারের শোক

 
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ বেতার রাজশাহীর প্রতিনিধি, রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য তবিবুর রহমান মাসুম এর মৃত্যুতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে পুলিশ কমিশনার বলেন, আমাদের সাংবাদিকতা ও সাংস্কৃতিক জগতে তবিবুর রহমান মাসুম ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র ও অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি করোনা সংক্রমণ রোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন। সাংবাদিক মাসুম ক্রীড়া লেখক হিসেবে রাজশাহীতে বেশ পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে সাফ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসও কাভার করতে বিভিন্ন দেশ সফর করেন। রাজশাহীর ক্রীড়া লেখক পরিষদের সভাপতি এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বেতারেও নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করতেন। তবিবুর রহমান মাসুম এর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা জগতে গভীর শূন্যতার সৃষ্টি হল। রাজশাহীবাসী হারালো একজন আদর্শবান, মেধাবী ও গুণী মানুষ।

পুলিশ কমিশনার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।       




Translate English.



Police Commissioner mourns the death of journalist Tabibur Rahman Masum

Press Release: Hon'ble Commissioner of Police of Rajshahi Metropolitan Police Mr. Md. Humayun Kabir, BPM, PPM has expressed deep grief and sorrow over the death of Tabibur Rahman Masum, Correspondent of Bangladesh Betar Rajshahi, Chief Correspondent of Rajshahi Local Daily Sonali Sangbad and Senior Member of Rajshahi Journalists Union.


In a condolence message, the Commissioner of Police said, "In our world of journalism and culture, Tabibur Rahman Masum was a shining star and one of the foremost personalities." He is working as a frontrunner to prevent corona infection. Journalist Masum was well known in Rajshahi as a sports writer. He also traveled to different countries to cover the SAF Games, Asian Games and Olympic Games as a sports journalist.He was the President of the Sports Writers 'Council of Rajshahi and the Treasurer of the Rajshahi Journalists' Union. He also used to conduct regular programs on Bangladesh Betar. The death of Tabibur Rahman Masum created a deep void in the world of journalism in Rajshahi. The people of Rajshahi lost an ideal, talented and talented man.

The Commissioner of Police sought forgiveness of the soul of the deceased and conveyed deep sympathy to the bereaved family members.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ