Header Ads Widget

সাংবাদিক কল্যাণ তহবিল এর ২ সহসম্পাদকের রোগ মুক্তির জন্য নাচোল গোমস্তাপুর ও ভোলাহাটের বিভিন্ন মসজিদে দোয়া প্রার্থনা

অলিউল হক ডলারঃ চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক কল্যাণ তহবিল(গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) এর ২সহ-সম্পাদকের রোগ মুক্তির জন্য নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ ও সাধারণ সম্পাদক অলিউল হক ডলার। গত বৃহস্প্রতিবার স্বস্ব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উভয়ে কেরোনা ভাইস পজেটিভ শনাক্ত হয়েছেন বলে জানতে পারেন। 

শফিকুল ইসলাম রহনপুর নিজ বাড়ীতে ও বিএম রুবেল আহম্মেদ ভোলাহাটের নিজ বাড়ীতে আইসুলেশনে আছেন। শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার সর্দি-কাশি এবং মাঝে মধ্যে জ্বর আসছে। তিনি প্রায় ১৬দিন যাবৎ তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, বিএম রুবেল আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সুস্থ্য আছেন। করোনার কোন ধরনের উপসর্গ তার মাঝে নাই। উভয়েই সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। এবিষয়ে কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ জানান, এই দুঃসংবাদ পেয়ে আমার দুই সহকর্মীর খোঁজ খবর নিয়েছি। সাংবাদিক কল্যাণ তহবিলের পক্ষ থেকে আজ শুক্রবার তিন উপজেলার জুম্মার মসজিদের তাদের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। 

সেই সাথে তিন উপজেলার প্রেসক্লাব সমূহে তাদের রোগ মুক্তির জন্য দোয়ার করার জন্য অনুরোধ করা হয়। সাংবাদিক কল্যান তহবিলের সাধারণ সম্পাদক জানান, কল্যান তহবিলের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।







 নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English
 




Prayers at various mosques in Nachol Gomstapur and Bholahat for the recovery of 2 joint editors of the Journalist Welfare Fund

Oliul Haque Dollar: Two co-editors of Chapainawabganj Journalist Welfare Fund (Gomstapur-Nachol-Bholahat) have prayed for relief in various mosques of Nachol, Gomstapur and Bholahat upazilas, said Asadullah Ahmed, President of Journalist Welfare Fund and General Secretary Oliul. You can know that both of them were identified as Kerona Vice Positive from Swaswa Upazila Health Complex last Thursday.


Shafiqul Islam is in isolation at his home in Rahanpur and BM Rubel Ahmed at his home in Bholahat. When Shafiqul Islam was contacted, he said that he had a cold, cough and occasional fever. He has been undergoing treatment at his home for about 18 days.

On the other hand, when BM Rubel Ahmed was contacted, he said he was healthy. There are no symptoms of corona. Both of them have asked for blessings from all sections of the society. In this regard, the President of the Welfare Fund Asadullah Ahmed said, after receiving this bad news, I have inquired about my two colleagues. On behalf of the Journalist Welfare Fund, prayers were offered at the Jumma Mosque in the three upazilas on Friday.

At the same time, the press clubs of the three upazilas were requested to pray for their recovery. The general secretary of the Journalist Welfare Fund said that they are being contacted by the Welfare Fund. All kinds of measures including their treatment will be taken.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ