Header Ads Widget

এশিয়া কাপ বাতিল হয়ে গেলো !


স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হচ্ছে। প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশই পড়েছে এর প্রকোপে। তবু সবার আশা ছিল অন্তত বহুজাতিক টুর্নামেন্টগুলো হবে সময়মতো, যার মধ্য দিয়ে ক্রিকেটের স্বাদ নিতে পারবে সবাই। এর মধ্যে চলতি বছরে রয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি জানালেন আশ্চর্য্য করা এক তথ্য। তার মতে, আগামী সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপও বাতিল হয়ে গেছে ইতোমধ্যে। এখন শুধু বাকি আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা। তবে আইপিএলের ব্যাপারে এখনও আশাবাদী তারা।

গাঙ্গুলির ৪৮তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার। যেখানে গাঙ্গুলি বলেছেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। এবারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে।’

তিনি আরও যোগ করেন, ‘তারপরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

এসময় ভারতের ক্রিকেট শুরুর ব্যাপারে আশাবাদী মন্তব্যই করেছেন গাঙ্গুলি। তাদের ভাবনায় যে বেশ জোরালভাবেই রয়েছে আইপিএল আয়োজনের বিষয়টি, তা স্পষ্টই বোঝা গেল বিসিসিআই প্রেসিডেন্টের কথায়। তবে সবার আগে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার দিকেই জোর দিচ্ছেন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি আইপিএল করার। তবে নানা বিষয়ের উপরে তা নির্ভর করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হয় কি না, দেখার। দুটো বড় টুর্নামেন্ট এই কঠিন পরিস্থিতিতে, এত অল্প সময়ের মধ্যে জায়গা করানো কঠিন হবে। তার চেয়েও বড় কথা, করোনা নিয়ে পরিস্থিতি কী দাঁড়ায়, সেটা দেখতে হবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা। তার সঙ্গে আপস করে কোনও কিছু করা হবে না। জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। খেলার অনেক সময় রয়েছে।’







নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English








Asia Cup was canceled!

Sports Desk:
One bilateral series after another is being canceled due to corona virus. Almost all the cricketing countries have fallen victim to this. Yet everyone hoped that at least the multinational tournaments would be on time, through which everyone could enjoy cricket. This year includes Asia Cup and T20 World Cup.


But Board of Control for Cricket in India (BCCI) chief Sourav Ganguly said it was "surprising". According to him, the Asia Cup to be held next September has already been canceled. Now only the official announcement of the rest of the ICC. However, they are still optimistic about the IPL.

Anandabazar has published a special interview on the occasion of Ganguly's 46th birthday. Where Ganguly said, ‘Asia Cup has been canceled. This time it is not happening anymore. We are waiting for the decision of the ICC. Let's see when they make the final announcement. '


He added, "Then we will decide on the IPL. We are keeping in mind that the IPL can be done if the situation improves in October-November. I don't see the possibility of cricket starting before then. '

Ganguly has made optimistic remarks about the start of Indian cricket at this time. The BCCI president's words made it clear that the IPL was in their minds. But first of all, Ganguly is emphasizing on human health and safety.

"We are trying to make it to the IPL," he said. But it will depend on many things. Let's see if there is a T20 World Cup. Two big tournaments In this difficult situation, it will be difficult to make a place in such a short time. Bigger than that, we have to see what the situation is with Corona. The most important thing at the moment is the safety and security of the people. Nothing will be done by compromising with him. Nothing is more important than life. There is a lot of time to play. '

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ