Header Ads Widget

৩১ হাজার খামারীরা দু:শ্চিন্তায় দিনাতিপাত করছেন


রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি: কোরবানির জন্য লালন-পালন করা প্রায় ২ লাখ ৭২ হাজার গবাদি পশু নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন নওগাঁর প্রায় ৩১ হাজার খামারিরা। দিন যেতেই ঘনিয়ে আসছে ঈদুল আজহা। মুসলিম র্ধমাম্বলীদের আরেকটি বড় উৎসব এই ঈদুল আজহা মূলত এটি কোরবানীর ঈদ নামেই বেশি পরিচিত আমাদের কাছে। ঈদ যত ঘনিয়ে আসছে পশু খামারিদের দু:চিন্তা ততই বেড়ে চলেছে।

প্রতিবছর রোজার ঈদের পরপরই  কোরবানীর জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু ক্রয় করে নিয়ে যান। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানীসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এখনও কেউ যোগাযোগ করেনি খামারিদের সাথে। ফলে শুধু কাঙ্খিত দাম নয় বরং লোকশানের শঙ্কায় রয়েছেন খামারিরা।

নওগাঁর বেশ কয়েকটি খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত কোরবানীর ঈদকে সামনে রেখে তারা সারা বছর গরু, ছাগল লালন-পালনে লাখ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন। করোনার কারনে এবার পশু গুলো সঠিক মূল্যে বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকশানের মুখে পড়বেন। এবার করোনার কারনে কিছুতেই দু:চিন্তা মুক্ত হতে পারছেনা তারা।    

জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, নওগাঁ জেলায় এবার ২ লাখ ৭২ হাজার ৫৩টি কোরবানীর পশু প্রস্তুত করা হয়েছে। যা প্রতি বছরের ন্যায় জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, পার্শ্ববর্তী রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবেনা বলে আশাবাদী প্রাণি সম্পদ বিভাগ।

নওগাঁর দুবলহাটি গ্রামের খামারি বেনজির আহম্মেদ পলাশ এবারে ২৫টি ষাঁড় গরু প্রস্তুত করেছেন কোরবানীর জন্য।  যার বাজার মূল্য ধরা হয়েছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে গরু মোটাতাজা করণের খামার করছেন। অন্যান্য বছর রোজার ঈদের পরেই দেশের বিভিন্ন স্থানের পাইকাররা তার খামার থেকে গরু নিয়ে যান। কিন্তু এবছর করোনার কারনে তার সাথে যোগাযোগ করেনি কেউ। ফলে কিছুটা শঙ্কাগ্রস্থ হয়ে পড়েছেন তিনি।
একই গ্রামের আরেক খামারি রবিউল ইসলাম বাবুল বলেন, করোনার কারনে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনার কারনে বাজারে ক্রেতা মিলবে কিনা বা সঠিক দাম পাবে কিনা তা নিয়ে চিন্তিত তিনি।

সদরের মাতাসাগর গ্রামরে খামারি আব্দুল মজিদ এবছর কুরবানীর জন্য লালন-পালন করা ২৭টি গরু নিয়ে হতাশায় ভুগছেন। কুরবানীর  হাটে ঠিকমত গরুগুলো নিতে পারবেন কিনা? ক্রেতা মিলবে কিনা বা নায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে চিন্তিত তিনি। সারা বছর গরু লালন-পালন করতে যে পরিমানে ব্যয় করেছেন তার খরচ টুকু পাবেন কিনা এ নিয়ে চরম হতাশায় রয়েছেন। ফলে শুধু কাঙ্খিত দাম নয় বরং লোকসানের শঙ্কায় রয়েছেন বলে জানান তিনি।

জেলা প্রাণি সম্পদের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা: মো: হেলাল উদ্দীন খান বলেন, করোনা পরিস্থিতিতে খামারিদের মাঝে কিছুটা হলেও ভিতু সরের সৃষ্টি হয়েছে। তবে খামারিরা যাতে পশু বিক্রয়ের জন্য সঠিক ভাবে পরিবহন করতে পারে, যাতে কেও হয়রানির স্বীকার না হয় এ জন্য আমরা প্রশাসনের সাথে সম্মিলিত চেষ্টা করছি। করোনার জন্য আমারা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করব। জেলার প্রতিটা পশুর হাটে এবার সমাজিক দুরত্ব বজায় রেখে পশু ক্রয় বিক্রয়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

তবে যেখানে রাস্তা ঘাট, গন পরিবহন ও শপিং মল গুলোতেই মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি সেখানে পশুর হাটে কি করে সামাজিক দুরত্ব বজায় থাকবে এমন প্রশ্ন সচেতন মহলের?

এ নিয়ে সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাডঃ ডিএম আবদুল বারী বলেন, কুরবানীর ঈদ উপলক্ষে পশুর হাট নয় বরং সেটি “করোনার হাট” বসবে। যদি পশুর প্রকার ভেদে আলাদা আলাদা ভাবে হাট বসানো হয় এবং মিনিমাম ৬ফিট দুরত্ব বজায় রাখা হয় তাহলে হয়ত কিছুটা স্বস্তি মিলবে। তবে প্রশাসন যদি কড়া নজরদারী না করে আর হাট ইজারাদাররা সচেতন না হয় এবং হাটে যদি স্বাস্থ্য বিধি না মানা হয় তবে করোনা আরো মহামারি আকার ধারন করবে  বলে মন্তব্য করেন তিনি।

বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ কমছেনা কিছুতেই বরং বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে করোনার প্রকোপ। করোনার কারনে পশুর হাট বসবে কিনা? হাট বসলেও ক্রেতা মিলবেন কিনা, ক্রেতা মিললেও দাম সঠিক মিলবে কিনা? এমন হাজারো প্রশ্ন নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে খামারিদের মধ্যে। যার ফলে লোকশান আতঙ্কে রয়েছেন খামারিরা।







নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English
 








31,000 farmers are living in misery

Raihan Alam, Naogaon Correspondent: About 31,000 farmers in Naogaon are worried about 262,000 cattle raised for sacrifice. Eid-ul-Azha is approaching day by day. Eid-ul-Azha is another big festival of the Muslim community. It is basically known as Eid-ul-Adha. As Eid approaches, the worries of livestock farmers are increasing.

Every year after Eid-ul-Fitr, traders from different parts of the country, including the capital, buy cattle for sacrifice. But this time the picture is completely opposite. Even though Eid-ul-Adha is approaching, traders in different parts of the country, including the capital, have not yet contacted the farmers due to Corona. As a result, farmers are not only worried about the desired price but also about the loss.

Speaking to several farms in Naogaon, it is learned that they have been investing lakhs of rupees in raising cows and goats throughout the year ahead of Eid-ul-Adha. If you can't sell the animals at the right price this time because of Corona, you will face a big loss. This time they can't get rid of any worries because of Corona.

According to the District Animal Resources Department, 2 lakh 82 thousand 53 sacrificial animals have been prepared in Naogaon district this time. Which is exported to different parts of the country including Dhaka, Chittagong, neighboring Rajshahi by meeting the demand of the district like every year. The Animal Resources Department is hopeful that he will not be an exception again.

Benazir Ahmed Palash, a farmer from Dubalhati village in Naogaon, has prepared 25 bulls for sacrifice this time. The market value of which is estimated at 80 thousand to 1 lakh rupees. He has been farming cattle for 18 years. In other years, after Eid-ul-Fitr, wholesalers from different parts of the country take cows from his farm. But this year no one contacted him because of Corona.

As a result, he has become a bit apprehensive.
Rabiul Islam Babul, another farmer from the same village, said people were upset because of the corona. He is worried about whether the buyer will get the right price in the market because of Corona.

Farmer Abdul Majid in Sadar's Matasagar village is suffering from depression with 26 cows reared for sacrifice this year. Can you take the cows to the market properly? He is worried about whether the buyer will match or get a fair price. He is extremely frustrated with the amount of money he has spent on raising cows throughout the year. As a result, not only the desired price but also the fear of loss, he said.

District Animal Resources (Acting) Officer Dr. Md. Helal Uddin Khan said that in the Corona situation, there was a bit of panic among the farmers. However, we are working with the administration to ensure that farmers can transport animals for sale properly so that no one is harassed. We will take all necessary measures for Corona. This time we are working to buy and sell animals at every animal market in the district while maintaining social distance.

However, where the road ghats, public transport and shopping malls do not follow the hygiene rules, the question of how to maintain social distance in the animal market is a conscious community?

Regarding this, the president of the social organization Ekushey Parishad, Adv. DM Abdul Bari, said that on the occasion of Eid-ul-Adha, it will not be an animal market but a "coroner's market". If the hat is set up differently depending on the type of animal and a minimum distance of 6 feet is maintained, then there may be some relief. However, he said that if the administration does not keep a close watch and the haat lessees are not aware and if the haat health rules are not followed, the corona will become more epidemic.

The incidence of global epidemic corona is not decreasing at all but the incidence of corona is increasing day by day in Bangladesh. Will the animal market sit because of the corona? Whether the buyer will match even if the market is sitting, whether the price will match even if the buyer matches? Extreme fear has arisen among the farmers with thousands of such questions. As a result, the farmers are terrified of the loss.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ