Header Ads Widget

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৮৯ জন আক্রান্ত


জাতীয় ডেস্ক: দেশে মহামারি নভেল করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন। এইসময়ে মধ্যে সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ২৭ জন এবং মৃত্যু হয়েছিল ৫৫ জনের। ফলে আজ আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা কমলেও আক্রান্ত বেড়েছে।

এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৮ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৭৪১ জন এবং নারী ৪৫৬। মোট মৃত্যুর শতাংশ হিসেবে ৭৯ দশমিক ২৪ পুরুষ এবং ২০ দশমিক ৭৬ শতাংশ নারী।

বুধবার (০৮ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৮৮৩টি। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৭২টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি নমুনা।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৯৬ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন রয়েছেন।’

বয়স বিভাজনে শতকরা মৃত্যুর হার শূণ্য থেকে ১০ বছরের মধ্যে দশমিক ৫৯ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ১৪ শতাংশ, ২১ থেকে ৩০ বছরে ৩ দশমিক ৩২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরে ৭ দশমিক ১৫ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরে ১৪ দশমিক ৭৫ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরে ২৯ দশমিক ০৯ শতাংশ এবং ষাটোর্ধ্ব ৪৩ দশমিক ৯৭ শতাংশ।

ডা. সুলতানা বলেন, ‘যে ৪৬ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে ৮ জন।

এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর শতকরা হার- ঢাকা বিভাগে ৫০ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৫ দশমিক ৯৯ শতাংশ, রাজশাহী বিভাগে ৫ দশমিক ০১ শতাংশ, খুলনা বিভাগে ৪ দশমিক ৮২ শতাংশ, বরিশাল বিভাগে ৩ দশমিক ৬৯ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৩২ শতাংশ, রংপুর ৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ৩৭ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৯২ জন, ছাড় পেয়েছেন ৮০৯ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ৩৩ হাজার ১৪৩ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৬ হাজার ২৮৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৫৬ জন।

ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২ হাজার ৬৯১ জন। এ পর্যন্ত মোট ৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ১৩৪ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ লাখ ২১ হাজার ৩০১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬২ হাজার ৯৯৮ জন। 









নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English







In the last 24 hours, another 3,469 people were newly infected

National Desk: In the last 24 hours, 3,489 people have been infected with the epidemic novel corona virus in the country. In the meantime, 47 more people have died of Kovid-19 in the country. The previous day, the number of victims was 3,026 and 55 people died. As a result, the number of deaths has decreased but the number of infected people has increased.


Now the total number of infected has increased to 1 lakh 82 thousand 134 people and the total number of deaths has increased to 2 thousand 198 people.

Considering the total number of tests in the last 24 hours, the detection rate was 22.28 percent and the death rate during this period was 1.26 percent.

Of those who died in 24 hours, 36 were men and 8 were women. So far, 1,641 males and 458 females have died of covidosis. The percentage of total deaths is 79.24 males and 20.6 percent females.

Additional Director General (Administration) of the Department of Health, Prof. Dr. Krishna Kumar, said this in a regular bulletin on Wednesday (July 8) through a video conference of the National Institute of Pathology, Disease Control and Research (IEDCR). Nasima Sultana.

Dr. Sultana said, "15,083 samples have been collected in the last 24 hours. 15 thousand 72 have been tested. So far 6 lakh 89 thousand 152 samples have been tested.

He said, "Of the Kovid-19 victims, 2,636 have recovered in the last 24 hours." So far, a total of 60,736 people have recovered. The recovery rate is 47.96 percent.

He added, "In the last 24 hours, the age-based analysis of deaths has been 2 for 21 to 30 year olds, 2 for 31 to 40 year olds, 1 for 41 to 50 year olds, 15 for 51 to 60 year olds and 16 for 61 to 60 year olds." There are 6 people between the ages of 61 and 60, 3 people between the ages of 61 and 90 and 1 person between the ages of 91 and 100. '

Percentage mortality rate in age division is zero to 59 percent in 10 years, 1.14 percent in 11 to 20 years, 3.32 percent in 21 to 30 years, 6.15 percent in 31 to 40 years, 14.75 percent in 41 to 50 years. , 29.09 percent in 51 to 60 years and 43.98 percent in sixty years.

Dr. Sultana said, "Among the 48 people who have died in the last 24 hours, 12 are in Dhaka division, 14 in Chittagong division, 3 in Rajshahi division, 9 in Khulna division, 3 in Barisal division, 4 in Sylhet division and 1 in Rangpur division."Of them, 38 died at the hospital and 6 at home.

So far, the death rate by division is 50.60 percent in Dhaka division, 25.99 percent in Chittagong division, 5.01 percent in Rajshahi division, 4.62 percent in Khulna division, 3.69 percent in Barisal division, 4.32 percent in Sylhet division and Rangpur. 3 percent and 2.36 percent in Mymensingh division.

He added that in the last 24 hours, 692 people have come for isolation and 709 people have received discounts. So far, a total of 33,143 people have gone into isolation.So far, 18,026 people have been released from isolation. At present there are 16 thousand 758 people in isolation.

Dr. Sultana said 2,891 people have been added to the quarantine in the last 24 hours. So far a total of 3 lakh 64 thousand 299 people. 3 thousand 134 people got discount in 24 hours. So far 3 lakh 21 thousand 301 people have received discounts. At present there are 72,998 people in quarantine.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ