Header Ads Widget

সিএ্যান্ডএফ এজেন্টদের মতবিনিময়, ১ মাসের মধ্যে নির্বাচনের দাবি

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা সংক্রমণের পরিস্থিতিতে ব্যবসা-বানিজ্যে গতি ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে সি.এ্যান্ড.এফ এজেন্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস চত্বরে পণ্য আমদানী-রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতারা।
সভায় তত্বাবধায়ক বা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে ১ মাসের মধ্যে নিয়মমাফিকভাবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের দাবিতে হাত তুলে মৌখিকভাবে সম্মতি দিয়ে ঐক্যমত হন সি.এ্যান্ড.এফ এজেন্টগণ। সিএ্যান্ডএফ এজেন্ট আব্দুল গফুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আহ্বায়ক জিএম বাবুল চৌধুরী, সিএ্যান্ডএফ এজেন্ট রুহুল আমিন, আব্দুস সবুর, জাহাঙ্গীর আলম প্রমূখ। 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিএ্যান্ডএফ এজেন্ট শফিকুল ইসলাম টানু, হারুনুর রশীদ, আব্দুল আওয়াল, সেলিম আহমেদ, মো. লাকিসহ অন্যান্যরা। সভায় বক্তব্যে সোনামসজিদ স্থলবন্দরে বিভিন্ন দুর্নীতি-অনিয়মের বিপক্ষে কথা বলেন সিএ্যান্ডএফ এজেন্টরা। 
আব্দুর সবুর বলেন, গত ১২ বছরের বিভিন্ন সময়ে এখানে দায়িত্বপ্রাপ্তরা লুটপাট করেছে। তথ্য আছে, কর্মচারীদের ১ লক্ষ ৫৭ হাজার টাকা বেতন বন্ধ রয়েছে। এসময় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।



নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English
 
 
 
 
 
 
C&F agents exchange views, demanding elections within 1 month

Faisal Azam Apu, Special Correspondent: An exchange meeting was held with C&F agents at the second largest Sonamasjid land port in Shibganj upazila of Chapainawabganj to revive trade and commerce in the event of a deadly corona infection. Leaders of the C&F Agents Association discussed various aspects of import-export of goods at the Sonamasjid Land Port Customs premises on Wednesday afternoon.


At the meeting, the C&F agents agreed to form a supervisory or convening committee and verbally agree to the demand for regular democratic elections within a month. Convener GM Babul Chowdhury, C&F agents Ruhul Amin, Abdus Sabur, Jahangir Alam and others spoke at the meeting chaired by C&F agent Abdul Gafur.

C&F agents Shafiqul Islam Tanu, Harunur Rashid, Abdul Awal, Selim Ahmed, Md. Were present at the meeting. Lucky and others. Speaking at the meeting, the C&F agents spoke against various corruptions and irregularities at the Sonamasjid land port.

Abdur Sabur said that the people in charge have looted here at different times in the last 12 years. There is information that the salary of the employees is stopped at 1 lakh 57 thousand rupees. He urged everyone to be vocal at this time.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ