Header Ads Widget

কোয়ারেন্টাইনে ডব্লিউএইচও প্রধান


করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। এক টুইট বার্তায় কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্বাস্থ্য সংস্থার পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। 



ডব্লিউএইচও জানিয়েছেন যে, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তার দেহে এখনও করোনার কোনো লক্ষণ দেখা যায়নি বলেও উল্লেখ করেছেন তিনি।



তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি বাড়িতে থেকেই নিজের সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বকে বার বার সতর্ক করে আসছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা।



ডব্লিউএইচও’র পরিচালক বলেন, স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ সংক্রমণ, ভাইরাসের বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে পারব।



করোনা মহামারি শুরুর পর থেকেই এই ভাইরাস নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশের সরকার এবং বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন টেড্রোস আধানম।



তবে শুরু থেকেই তার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, করোনা মহামারি শুরুর পর প্রথমেই এ বিষয়ে সতর্ক হয়নি চীন। তাদের কারণেই পুরো বিশ্বকে করোনা মহামারির বিপর্যয় ভোগ করতে হচ্ছে। আর এক্ষেত্রে চীনের প্রতি কঠোর হতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



যদিও এ ধরনের বরাবরই অস্বীকার করে আসছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। করোনা মহামারি মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তেদ্রোস আধানম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

 

 

 

 

 

 

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ