Header Ads Widget

দারচিনি ও মধুর উপকারিতা


স্বাস্থ্য ডেস্ক: দারচিনি আর মধুর পেস্টর উপকার অনেক কঠিন রোগ নিরাময় করে তার মধ্যে অন্যতম ধমনীতে কোলেস্টেরল জমতে দেয় না দারচিনি আর মধুর পেস্ট নিয়মত নিলে হার্টের রোগ হবার সম্ভাবনা অনেকটা কমে যায়। যারা হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হয়েছেন তাঁরা নিয়মিত এটি খেলে ভবিষ্যতে আবার অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে৷

যারা কোলেস্টেরল কন্ট্রোল করতে চেষ্টা করছেন তারা দু চামচ মধুর সঙ্গে তিন চামচ দারচিনি আধ লিটার উষ্ণ গরম জলে মিশিয়ে খেলে ২ ঘণ্টার মধ্যে প্রায় ১০% কোলেস্টেরল লেভেল নিচে নামতে সাহায্য করে । সারাদিনে ৩ বার যদি কেউ খেতে পারেন যাদের কোলেস্টেরল লেভেল অনেক বেশি সেই লেভেল কমে যেতে সাহায্য করে৷

ক্যান্সারের মতো মারণ রোগেও এই দারচিনি অনেকটা উপকার করে, ক্যান্সার রোগীদের বড় চামচের এক চামচ মধু এবং দারচিনি এক গ্লাস গরম জলে মিশিয়ে এক মাস খাওয়ালে আরাম পেতে পারেন৷

এক চামচ দারচিনি গুঁড়ো মধুর সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে দাঁতে ২ -৩ বার লাগালে দাঁতের ব্যথা থেকে আরাম পেতে পারেন এই মিশ্রণ নিয়মিত সেবনে আমাদের স্মৃতিশক্তি বাড়তে সাহায্য করে এছাড়া হাঁপানির রোগে এই মিশ্রণ অনেক উপকারী৷

মধু এবং দারচিনি পর্যাপ্ত পরিমাণে মিশিয়ে এক চামচ সকালে ও রাত্রে খেলে আমাদের শ্রবণ শক্তি বাড়ে। যারা কানে কম শুনতে পান তাদের কানে দারচিনির তেল দিলে আরাম পাবেন৷











নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

                       [Translate English]    








Benefits of cinnamon and honey

Benefits of Cinnamon and Honey Pastor Cure many difficult diseases. Cholesterol does not accumulate in one of the arteries. Cinnamon and honey paste regularly reduces the risk of heart disease. People who have had a heart attack can reduce the risk of recurrence in the future by playing it regularly.


Those who are trying to control cholesterol can mix two teaspoons of honey with three teaspoons of cinnamon in half a liter of warm hot water to help lower the cholesterol level by about 10% in 2 hours. If you can eat 3 times a day for someone whose cholesterol level is very high, it helps to lower that level.

Cinnamon is also very useful in killing diseases like cancer. Cancer patients can get relief by mixing one tablespoon of honey and one glass of cinnamon in a glass of hot water for a month.

Make a paste by mixing one teaspoon of cinnamon powder with honey and apply it on the teeth 2-3 times. You can get relief from toothache. This mixture helps in improving our memory in regular consumption. It is also very useful in asthma.

Mixing adequate amount of honey and cinnamon and eating one teaspoon in the morning and at night increases our hearing. Cinnamon oil in the ears of those who hear less in the ears will get relief


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ