১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিনকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে
ঘোষণায় সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া দেশের সব জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর
ম্যুরাল নির্মাণের বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রিসভায় প্রস্তাব
দিয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সোমবার (১৩ জুলাই) সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বিস্তারিত আলোচনার পর মন্ত্রিসভা ৭ মার্চকে বিশেষ দিবস হিসেবে ঘোষণার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নতুন করে প্রস্তাব আনতে বলেছে।
আনোয়ারুল বলেন, ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করা এবং মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিতে অন্তুর্ভুক্তকরণের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয় করেছিল।
হাইকোর্ট বছরের শুরুতে এক আদেশে ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে প্রতি উপজেলায় জাতির জনকের মুর্যাল নির্মাণের আদেশও দিয়েছিল।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এগুলো সভায় আলোচনা হয়েছে। ৭ মার্চ একটি ঐতিহাসিক দিবস এবং বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেছে। এসব বিষয়ে আলোচনার পর ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করার বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
আনোয়ারুল বলেন, ৭ মার্চ, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সরকার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে। তাই মন্ত্রিসভা আলাদাভাবে বঙ্গবন্ধুর কোনো মুর্যাল করার প্রয়োজন নেই বলে মনে করে। কারণ ওই প্রোগ্রামের মধ্যেই অনেক কিছু আছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সোমবার (১৩ জুলাই) সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বিস্তারিত আলোচনার পর মন্ত্রিসভা ৭ মার্চকে বিশেষ দিবস হিসেবে ঘোষণার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নতুন করে প্রস্তাব আনতে বলেছে।
আনোয়ারুল বলেন, ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করা এবং মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিতে অন্তুর্ভুক্তকরণের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয় করেছিল।
হাইকোর্ট বছরের শুরুতে এক আদেশে ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে প্রতি উপজেলায় জাতির জনকের মুর্যাল নির্মাণের আদেশও দিয়েছিল।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এগুলো সভায় আলোচনা হয়েছে। ৭ মার্চ একটি ঐতিহাসিক দিবস এবং বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেছে। এসব বিষয়ে আলোচনার পর ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করার বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।
আনোয়ারুল বলেন, ৭ মার্চ, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সরকার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে। তাই মন্ত্রিসভা আলাদাভাবে বঙ্গবন্ধুর কোনো মুর্যাল করার প্রয়োজন নেই বলে মনে করে। কারণ ওই প্রোগ্রামের মধ্যেই অনেক কিছু আছে।
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
[Translate English]
[Translate English]
The Cabinet agreed to declare the day of Bangabandhu Sheikh Mujibur Rahman's speech at Suhrawardy Udyan (then Racecourse Maidan) on March 7, 1971 as 'National Historic Day'. Besides, the Ministry of Culture has proposed to the cabinet to build murals of Bangabandhu in all districts and upazilas of the country.Confirming the matter to the media, Cabinet Secretary Khandaker Anwarul Islam said after the meeting on Monday (July 13th) that after detailed discussions, the cabinet had asked the Ministry of Culture to come up with a new proposal to declare March 8th as a special day.
Anwarul said the Ministry of Culture had proposed declaring March 8 as National Historic Day and including it in the 'A' category of the Cabinet Circular.
The High Court had earlier in the year declared March 8 as 'National Historic Day' and directed the gazette to be published within a month. At the same time, he also ordered the construction of Mural of the Father of the Nation in every upazila.
The cabinet secretary said these were discussed at the meeting. March 7 is a historic day and Bangabandhu's speech has been included in UNESCO's Memory of the World Register. After discussing these issues, the cabinet agreed to declare March 8 as National Day.
Anwarul said the government has undertaken many developmental activities on the occasion of Independence Day on March 7. Therefore, the cabinet thinks that there is no need to do any mural of Bangabandhu separately. Because there is a lot in that program.
Anwarul said the Ministry of Culture had proposed declaring March 8 as National Historic Day and including it in the 'A' category of the Cabinet Circular.
The High Court had earlier in the year declared March 8 as 'National Historic Day' and directed the gazette to be published within a month. At the same time, he also ordered the construction of Mural of the Father of the Nation in every upazila.
The cabinet secretary said these were discussed at the meeting. March 7 is a historic day and Bangabandhu's speech has been included in UNESCO's Memory of the World Register. After discussing these issues, the cabinet agreed to declare March 8 as National Day.
Anwarul said the government has undertaken many developmental activities on the occasion of Independence Day on March 7. Therefore, the cabinet thinks that there is no need to do any mural of Bangabandhu separately. Because there is a lot in that program.
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ