দলের ভেতরে বর্ণচোরা সেজে যারা অর্থসম্পদ বৃদ্ধির চেষ্টা করে দলের
ভাবমূর্তি বিনষ্ট করবে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী
লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে, আওয়ামী লীগে আশ্রয়ী, লোভী, ষড়যন্ত্রকারীদের দলে আর সুযোগ নেই।’ সোমবার (১৩ জুলাই) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, জনগণের বুকের গভীরে রয়েছে এর শেকড়। দলে এসে দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেয়া যাবে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, এ বিষয়ে শেখ হাসিনা সরকার স্ব-প্রণোদিত হয়ে দুর্নীতি উদঘাটন করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে। ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রম,স্বাস্থ্যখাতসহ যেখানেই অনিয়ম দুর্নীতি, সেখানেই কঠোর অবস্থানে সরকার।’
সড়কমন্ত্রী বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে জনগণকে বাঁচানোর লক্ষ্যে সর্বাত্বক কাজ করছে সরকার ও আওয়ামী লীগ। ইতোমধ্যে সকল রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে ক্ষেত্রবিশেষ সীমিত করে জনগণের দুর্দশা কমানো, সংক্রমণ রোধ এবং জীবিকার নিরাপত্তা বিধানকে রাজনীতি হিসেবে নিয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে রাজনৈতিক বিচ্ছিন্নতাকাল উদযাপন করছে, তারা জনগণের দুর্দশা, অসহায়ত্ব চোখে দেখে না। বিএনপি সার্কাসের হাতির মতো নেতিবাচকতার বৃত্তে ঘুরপাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচারকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে।’
তিনি বলেন, ‘জনগণ এখন আর তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হয় না,বিএনপির মরিচা ধরা কৌশল আজ অকৌশলে রুপ নিয়ে বুমেরাং হচ্ছে। দেশের মানুষ এখন দোষারোপের রাজনীতি পছন্দ করে না, অথচ বিএনপি এমন মিথ্যাচার করে যে তার জবাব না দিয়েও পারা যায় না। এখন রাজনীতি হতে হবে মানুষকে বাঁচানো ও বৈশ্বিক সংকট করোনার সংক্রমণ রোধ।’
তিনি বলেন, ‘দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে, আওয়ামী লীগে আশ্রয়ী, লোভী, ষড়যন্ত্রকারীদের দলে আর সুযোগ নেই।’ সোমবার (১৩ জুলাই) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, জনগণের বুকের গভীরে রয়েছে এর শেকড়। দলে এসে দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেয়া যাবে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, এ বিষয়ে শেখ হাসিনা সরকার স্ব-প্রণোদিত হয়ে দুর্নীতি উদঘাটন করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে। ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রম,স্বাস্থ্যখাতসহ যেখানেই অনিয়ম দুর্নীতি, সেখানেই কঠোর অবস্থানে সরকার।’
সড়কমন্ত্রী বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে জনগণকে বাঁচানোর লক্ষ্যে সর্বাত্বক কাজ করছে সরকার ও আওয়ামী লীগ। ইতোমধ্যে সকল রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে ক্ষেত্রবিশেষ সীমিত করে জনগণের দুর্দশা কমানো, সংক্রমণ রোধ এবং জীবিকার নিরাপত্তা বিধানকে রাজনীতি হিসেবে নিয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে রাজনৈতিক বিচ্ছিন্নতাকাল উদযাপন করছে, তারা জনগণের দুর্দশা, অসহায়ত্ব চোখে দেখে না। বিএনপি সার্কাসের হাতির মতো নেতিবাচকতার বৃত্তে ঘুরপাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচারকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে।’
তিনি বলেন, ‘জনগণ এখন আর তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হয় না,বিএনপির মরিচা ধরা কৌশল আজ অকৌশলে রুপ নিয়ে বুমেরাং হচ্ছে। দেশের মানুষ এখন দোষারোপের রাজনীতি পছন্দ করে না, অথচ বিএনপি এমন মিথ্যাচার করে যে তার জবাব না দিয়েও পারা যায় না। এখন রাজনীতি হতে হবে মানুষকে বাঁচানো ও বৈশ্বিক সংকট করোনার সংক্রমণ রোধ।’
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
[Translate English]
There is no exemption for the 'color thieves' who destroy the image of the party: Quader
Awami League general secretary Obaidul Quader has warned that those who try to increase their wealth by tarnishing the image of the party will not be spared.
He said, "Leaving behind the party's tested workers in difficult times, there is no more opportunity in the Awami League for a group of asylum seekers, greedy and conspirators."
Obaidul Quader said, "Awami League is the organization of the soil and the people of this country. It has its roots deep in the hearts of the people." No one can be allowed to change the fate of the team by taking the shelter of irregularities by breaking the name of the team. '
The bridge minister said, "The government's stance against irregular corruption is very strict. In this regard, the Sheikh Hasina government has been exposing corruption on its own initiative and has been taking legal action." From anti-casino campaigns to relief operations, wherever there is irregular corruption, including in the health sector, the government is in a tough position. '
The Roads Minister said, "The government and the Awami League are working hard to save the people in this situation in Corona." In the meantime, all political programs have been excluded and limited to certain areas to alleviate the suffering of the people, prevent infection and ensure livelihood security as politics.
Obaidul Quader said, "BNP is not standing by the side of helpless people and is celebrating the period of political separatism in the name of criticism. They do not see the misery and helplessness of the people." The BNP has taken the circus-like circle of negativity and traditional lies as a political strategy.
He said, "People are no longer confused by their lies. The rusty strategy of the BNP is boomeranging today." The people of the country do not like the politics of blaming now, while the BNP lies in such a way that it cannot be done without answering it. Now politics must be about saving people and preventing the spread of the global crisis. '
[Translate English]
There is no exemption for the 'color thieves' who destroy the image of the party: Quader
Awami League general secretary Obaidul Quader has warned that those who try to increase their wealth by tarnishing the image of the party will not be spared.
He said, "Leaving behind the party's tested workers in difficult times, there is no more opportunity in the Awami League for a group of asylum seekers, greedy and conspirators."
Obaidul Quader said, "Awami League is the organization of the soil and the people of this country. It has its roots deep in the hearts of the people." No one can be allowed to change the fate of the team by taking the shelter of irregularities by breaking the name of the team. '
The bridge minister said, "The government's stance against irregular corruption is very strict. In this regard, the Sheikh Hasina government has been exposing corruption on its own initiative and has been taking legal action." From anti-casino campaigns to relief operations, wherever there is irregular corruption, including in the health sector, the government is in a tough position. '
The Roads Minister said, "The government and the Awami League are working hard to save the people in this situation in Corona." In the meantime, all political programs have been excluded and limited to certain areas to alleviate the suffering of the people, prevent infection and ensure livelihood security as politics.
Obaidul Quader said, "BNP is not standing by the side of helpless people and is celebrating the period of political separatism in the name of criticism. They do not see the misery and helplessness of the people." The BNP has taken the circus-like circle of negativity and traditional lies as a political strategy.
He said, "People are no longer confused by their lies. The rusty strategy of the BNP is boomeranging today." The people of the country do not like the politics of blaming now, while the BNP lies in such a way that it cannot be done without answering it. Now politics must be about saving people and preventing the spread of the global crisis. '
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ