Header Ads Widget

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সান ডিয়াগো নৌবাহিনীর ঘাঁটিতে একটি যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন আহত হয়েছেন বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী বলেছে, “আহত ১৭ জন নাবিক ও চার জন বেসামরিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের জখমে প্রাণ সংশয়ের হুমকি নেই।”

সান ডিয়াগো ফায়ার-রেসক্যু বিভাগ তাদের প্রতিবেদনে জানায়, রবিবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকে যুদ্ধজাহাজটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে আগুন ছড়িয়ে পড়ে একটি বিস্ফোরণও ঘটে। পরে স্থানীয় সময় বিকাল ৩টা থেকে নির্গত ধোঁয়ার পরিমাণ কমে আসতে শুরু করে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

জ্বলন্ত জাহাজটির কাছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী দুটি ডেস্ট্রয়ার, ইউএসএস ফিটজেরাল্ড ও ইউএসএস রাসেল, নোঙর করা ছিল। যদিও এই দুটি যুদ্ধজাহাজকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

রবিবার সকালে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার প্যাট্রিশিয়া কোয়েজবার্গার মার্কিন সংবাদমাধ্যম সিনএএনকে জানিয়েছেন, যুদ্ধজাহাজ ইউএসএস বনহোম রিচার্ডের নাবিকরা আগুনে ‘সামান্য আহত’ হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় রিয়ার অ্যাডমিরাল ফিলিপ সোবেক সাংবাদিকদের জানান, আহত সৈন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিনে বিকালেই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ন্যাভাল সার্ফেস ফোর্সেস এক টুইটে জানায়, সব ক্রু যুদ্ধজাহাজটি থেকে নেমে গেছেন এবং কেউ নিখোঁজ নেই। জাহাজটিতে প্রায় ১৬০ জনের মতো লোক ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটিকে বন্দরে রাখা হয়েছিল। ৮৪৪ ফুট লম্বা জাহাজটির অধিকাংশ অংশ কয়েক ঘণ্টা ধরে ঘন কালো ও কটু গন্ধে ভরা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। আর কয়েক মাইল দূর থেকেও ধোঁয়া দেখা যাচ্ছিল বলে জানিয়েছে রয়টার্স। এ সময় দমকলের ছয়টি অগ্নিনির্বাপক জাহাজ থেকে যুদ্ধজাহাজটিতে পানি ছিটানো হচ্ছিল।

সান ডিয়াগোভিত্তিক নৌবাহিনীর মুখপাত্র মাইক রেইনি জানান, আগুনের উৎস ও কারণ তখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি। তাৎক্ষণিকভাবে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। রক্ষণাবেক্ষণের জন্য আনার সময় বন্দরে ঢোকার আগেই পূর্ব সতর্কতা হিসেবে যুদ্ধজাহাজ থেকে সব যুদ্ধোপকরণ সরিয়ে নেওয়া হয় বলে রয়টার্সকে জানান তিনি।

রয়টার্সকে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন বেসামরিক ঠিকাদার জানান, জাহাজটির পানির লাইনের নিচে আগুনের সূত্রপাত হওয়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছিল, এই সময়ে আগুন সম্ভবত জাহাজটির জ্বালানি সরবরাহ লাইনেও ছড়িয়ে পড়েছিল বলে ঘটনাস্থল থেকে ।

১৯৯৮ সালে মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে যুক্ত হয় ইউএসএস বনহোম রিচার্ড। মার্কিন মেরিন কোরের সমর হেলিকপ্টার ও স্থল সৈন্যদের যুদ্ধক্ষেত্রে বহন করে নিয়ে যাওয়ার জন্য এই জাহাজটি তৈরি করা হয়।

 

 

 

 

 নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

                                                                      [Translate English]    

 

 



Explosion on a US Navy warship, 21 injured

At least 21 people have been injured in a bomb blast and a fire at a naval base in San Diego, California, military officials say. The U.S. Navy said in a statement that "17 injured sailors and four civilians are being treated at a local hospital." There is no threat of death in their injuries. ”


The San Diego Fire and Rescue Department said in a report that a fire broke out on the warship around 8:30 a.m. local time on Sunday, followed by an explosion. The U.S. Navy said in a statement that the amount of smoke emitted from the area began at 3 p.m. local time.

Two controlled missile destroyers, the USS Fitzgerald and the USS Russell, were anchored near the burning ship. Although these two warships were quickly removed.

On Sunday morning, Navy officer Lieutenant Commander Patricia Koesberger told CNN that the sailors of the warship USS Bonhom Richard were "slightly injured" in the fire and were hospitalized.

Rear Admiral Philip Sobek told reporters on Sunday evening that the condition of the wounded soldiers was stable. This afternoon in the United States Pacific OceanThe Navy's Naval Surface Forces said in a tweet that all crew had disembarked and no one was missing. There were about 160 people on board.

The news agency Reuters reported that the ship was kept in port for regular maintenance. Most of the 744-foot-long ship was engulfed in thick black and pungent smoke for hours. Smoke could be seen from a few miles away, Reuters reported. At the time, water was being sprinkled on the warship from six firefighters.San Diego-based Navy spokesman Mike Rainey said the source and cause of the fire had not yet been determined. He said no evidence of sabotage was found immediately. He told Reuters that all munitions were removed from the warship as a precaution before entering the port to be brought in for maintenance.

A civilian contractor, who spoke on condition of anonymity because he was not authorized to speak on condition of anonymity because he was not authorized to speak on condition of anonymity, said the ship was on fire.

In 1998, USS Bonhom Richard joined the US Navy's Pacific Fleet. The ship was built to carry U.S. Marine Corps combat helicopters and ground troops to the battlefield.



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ