Header Ads Widget

বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়’-শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত

 
প্রেস বিজ্ঞপ্তি:  বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে করোনা ভাইরাসের কারণে ‘বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়’-শীর্ষক অনলাইন সেমিনার (৬ জুলাই, ২০২০) সোমবার সকাল ১১টা অনুষ্ঠিত হচ্ছে। 

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির মাননীয় সভাপতি এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক এর সভাপতিত্বে অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষা মন্ত্রী ড. দীপু মণি। 

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সম্পাদক শামসুন নাহার চাঁপা-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্তণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল, দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত। 

এছাড়া সারাদেশের ন্যায় রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অনলাইন সেমিনারে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্, রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কাশেম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম প্রমুখ।







নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English

 

 



An online seminar on what we can do in times of global crisis is being held on Monday

Press Release:
An online seminar titled 'What we should do about education in the current global crisis' is being held at 11 am on Monday at the initiative of Bangladesh Awami League's sub-committee on education and human resources.



Honorable President of the Sub-Committee on Education and Human Resources of Bangladesh Awami League and Vice Chancellor of North Bengal International University Prof. Dr. Hon'ble Minister of Education will be present as the chief guest in the online seminar chaired by Abdul Khaleq. Dipu Mani.

Honorable Minister of Posts, Telecommunications and Information Technology Mostafa Jabbar, President of Bangla Academy Prof. Shamsuzzaman Khan, Vice Chancellor of National University Prof. Harun-Ar Rashid, former vice chancellor of Bangabandhu Sheikh Mujib Medical University. Kamrul Islam, Islamic University Vice-Chancellor Prof. Shahinur Rahman,Dhaka University Vice-Chancellor (Education) Professor. Maqsood Kamal, journalist Shyamal Dutta, editor of the daily Bhorer Kagoj.

Besides, former vice-chancellor of Rajshahi University Professor Muhammad Nurullah, general secretary of Rajshahi district Bangabandhu Parishad Prof Dr. Abul Kashem, Bangabandhu Cultural Alliance Rajshahi University Branch President Prof. P.M. Shafiqul Islam etc.





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ