Header Ads Widget

৩টি ইটছলিং রাস্তা ও বিশুদ্ধ খাবার পানির পাম্পের উদ্বোধন


সাইদ সাজু, তানোর প্রতিনিধি : তানোরে কামারগাঁ ইউনিয়ন এলাকায় নতুন নির্মানকৃত ৩টি ইটছলিং (হেড়িং বন্ড) রাস্তা ও বিশুদ্ধ খাবার পানির ১টি সাবমার্সেবুল পাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ই জুলাই)  ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পৃথক পৃথক স্থানে নতুন নির্মানকৃত এসব ইটছলিং (হেড়িংবন্ড) রাস্তা ও বিশুদ্ধ খাবার পানির পাম্পের উদ্বোধন করেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। 

কামারগাঁ ইউপি’র ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রিপন সরকার, তানোর উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক রামকমল শাহা, কামারগাঁ ইউনিয়ন আ’লীগ সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, গোদাগাড়ী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শফিকুল, তানোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল ইসলাম রন্জু প্রমুখ।

এসময় কামারগাঁ ইউনিয়ন ১ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক রঞ্জিৎ কুমার, মালশিরা সারদীয় মন্দির কমিটির সভাপতি অসিৎ কামার ও সাধারণ সম্পাদক উজ্জল কুমার, কামারগাঁ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নির্মল কুমার, কামারগাঁ ইউনিয়ণ কৃষকলগি সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কামারগাঁ ইউনিয়ন সৈনিকলীগ সাধারণ সম্পাদক হায়দার আলী, কামারগাঁ ইউনিয়ন ১ নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক ইয়াদ আলী, কামারগাঁ ইউনিয়ন ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলম হোসেনসহ গ্রামের নারী পুরুষরা উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর বিশেষ বরাদ্ধ থেকে মালশিরা সারদীয় মন্দির প্রাঙ্গনে স্থাপনকৃত বিশুদ্ধ খাবার পানির জন্য ১টি সাবমার্সেবুল পাম্পের উদ্বোধন এবং এডিপি প্রকল্প থেকে ২ লাখ টাকা ব্যায়ে মির্জাপুর বৈরাগী পাড়ায় নির্মানকৃত ২শ’ ৮৫ ফিট এইচবিবি ইটছলিং (হেড়িংবন্ড) রাস্তা, মালশিরা গ্রামের মধ্যে এডিপি প্রকল্প থেকে ২ লাখ টাকা ব্যায়ে ২শ’ ৮৫ ফিট এইচবিবি ইটছলিং (হেড়িংবন্ড) ও ধানুরা গ্রামের মধ্যে ২লাখ টাকা ব্যায়ে ২শ’ ৮৫ ফিট এইচবিবি  ইটছলিং (হেড়িংবন্ড) নির্মানকৃত নতুন রাস্তার উদ্বোধন করা হয়।








নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English

 

 

 



Inauguration of 3 Itchling Road and Pure Drinking Water Pump

Saeed Saju, Tanore Correspondent:
3 newly constructed itchling (herring bond) roads and 1 submersible pump of pure drinking water have been inaugurated in Kamargaon Union area in Tanore. Tanore Upazila Chairman Lutfar Haider Rashid Maina inaugurated the newly constructed itchling (herringbond) roads and pure drinking water pumps at different places from 11am to 4pm on Sunday (July 5).


Tanor Upazila Parishad Nari Vice Chairman Sonia Sardar, Tanore Upazila Engineering Department Deputy Assistant Engineer Ripon Sarkar, Tanore Upazila A'League Joint General were present as special guests at the inaugural function presided over by Kamargaon UP's 1st Ward A'League President and UP Member Alauddin. Secretary Ramkamal Shah, Kamargaon Union A'League President Fazle Rabbi Farhad, Godagari Upazila Juba League former President Shafiqul, Tanore Press Club Founder President Ashraful Islam Ranju and others.

Meanwhile, Kamargaon Union 1st Ward A'League General Secretary Ranjit Kumar, Malshira Sardiya Mandir Committee President Asit Kamar and General Secretary Ujjal Kumar, Kamargaon Union Juba League General Secretary Nirmal Kumar, Kamargaon Union Krishkalgi General Secretary Mojibur Rahman, Kamargaon Union Sainik League General Secretary , Kamargaon Union 1st Ward Krishka League General Secretary Iyad Ali, Kamargaon Union 1st Ward Chhatra League General Secretary Alam Hossain and other men and women of the village were present.

According to the concerned authorities and locals, local MP Alhaj Omar Farooq Chowdhury has inaugurated a submersible pump for pure drinking water at the premises of Malshira Sardiya Mandir with special allocation and a 265 ft hb (eb. ) Road, from ADP project in Malshira villageA new road of 265 feet HBB Itchling (herringbond) was constructed at a cost of Rs.









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ