Header Ads Widget

সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ শোক প্রকাশ করেছেন


আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনীতিক৷ অ্যালার্জি জনিত সমস্যা নিয়ে গেলো ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা তাকে৷ তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েকদফা আইসিইউ'তে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রজীবন থেকেই রাজনীতি সম্পৃক্ত সাহারা খাতুন সবশেষ নির্বাচনেও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ছিলেন৷ এ আসনে পরপর তিনবার নির্বাচিত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্বও পালন করেন অ্যাডভোকেট সাহারা খাতুন।






নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English
 
 
 
 
 

 President Abdul Hamid has expressed grief over the death of Sahara Khatun

Awami League presidium member and former minister Advocate Sahara Khatun MP has expressed deep grief and sorrow over the death of the President. Abdul Hamid.

In a condolence message, the President sought forgiveness of the soul of the deceased and conveyed his deepest condolences to the bereaved family members.

According to family sources, the 7-year-old woman politician has been suffering from various complications due to old age for a long time. He was admitted to a hospital in the capital on June 2 with allergy problems Since then his condition has deteriorated. He was admitted to Bamrungrad Hospital in Bangkok in an air ambulance on July 8 at one stage after undergoing treatment in the ICU several times.

Sahara Khatun, who has been involved in politics since her student days, was also a Member of Parliament for Dhaka-17 constituency in the last election. He was elected to this seat three times in a row. When the Awami League came to power in 2009, he actually became the Home Minister. Later, Advocate Sahara Khatun also served as the Minister of Posts and Telecommunications.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ