Header Ads Widget

সাহারা খাতুনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সকল সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন।

শেখ হাসিনা আরো বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারালো। আমি হারালাম এক পরীক্ষিত ও বিশ্বস্ত সহযোদ্ধাকে।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাহারা খাতুন ব্যাংকক বামুনগ্রাড হাসপাতালে স্থানীয় সময় ১২টা ২৬ মিনিটে ইন্তেকাল করেন। 

নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English







PM mourns Sahara Khatun's death

Prime Minister Sheikh Hasina has expressed deep grief over the death of Bangladesh Awami League presidium member and former minister Advocate Sahara Khatun MP.
In a condolence message, the Prime Minister said Sahara Khatun, as a soldier of Bangabandhu's ideology, has worked all her life in the struggle for restoration of democracy and realization of human rights.

Sheikh Hasina further said that in her death, the country and the nation lost a skilled woman leader and an honest public leader. I lost a tried and trusted comrade.

The Prime Minister prayed for the forgiveness of the soul of the deceased and conveyed his deepest condolences to the bereaved family members.

Sahara Khatun died at Bamungrad Hospital in Bangkok at 12:27 local time.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ