Header Ads Widget

অবাক হইনি করোনায় আক্রান্ত হয়ে - ব্রাজিল প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াতে অবাক হননি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘করোনা ভাইরাস বৃষ্টির মতো, এতে সবাই ভিজবে’। এরপরই বলসোনারো বলেন, তার যেসব উপসর্গ, তার সবই মৃদু এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

ব্রাজিলের ডানপন্থী এই প্রেসিডেন্ট মঙ্গলবার (৭ জুলাই) নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। এর আগে বলসেনারো করোনা নিয়ে ঠাট্টা করেন এবং তিনি বলেন এটা গুরুতর কিছু না।

প্রথম থেকেই করোনা নিয়ে উদাসীন ছিলেন বলসোনারো। করোনাকে একটি ছোট ফ্লু বলেও আখ্যা দিয়ে করোনার প্রকোপ ঠেকাতে আরোপিত লকডাউনের ঘোর বিরোধি ছিলেন। পাশাপাশি করোনাকালে মাস্ক পরা নিয়েও অনীহা ছিলো। এমনকি তিনি করোনাবিরোধি মিছিলেও যোগদান করেন।

এছাড়া করোনা মহামারি পরিস্থিতির মধ্যে বলসোনারোর সঙ্গে মত বিরোধের কারণে ব্রাজিলের দুই জন স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। সবশেষ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের পর ৫০ দিনেরও বেশি পার হয়ে গেছে। এখনও দেশটিতে স্বাস্থ্যমন্ত্রীর পদ ফাঁকা।

দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৭ লাখ মানুষ। বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।


 
 
 
 
 
 
 
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English








Not surprisingly, Corona was attacked - the president of Brazil

International Desk:
Brazilian President Zaire Bolsonaro said he was not surprised to be infected with the deadly corona virus. "Corona virus is like rain, it will get everyone wet," he said. Bolsonaro then said that all his symptoms were mild and that he was now completely healthy.


The Brazilian right-wing president confirmed on Tuesday (July 6th) that he had contracted the corona virus. Earlier, Bolsenaro joked about Corona and said it was not serious.

Bolsonaro was indifferent to Corona from the beginning. Calling the corona a small flu, he was strongly opposed to the lockdown imposed to prevent the outbreak of the corona. Besides, there was reluctance to wear a mask during coronation. He even joined the anti-Corona procession.

In addition, two Brazilian health ministers have already resigned over disagreements with Bolsonaro over the Corona epidemic. More than 50 days have passed since the last health minister resigned. The post of health minister is still vacant in the country.

About 67,000 people have died in Corona so far in the country. 17 lakh people have been affected. Brazil has the second highest number of victims in the world. The number of victims and deaths in the country is constantly increasing.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ