Header Ads Widget

বিল গেটস, ওবামা -সহ বহু প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক !


আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারের তথ্য নিরাপত্তায় বড়সড় গলদ। একরাতে হ্যাক হয়ে গেল একঝাঁক প্রভাবশালী ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট। তালিকায় নাম রয়েছে বিল গেটস, বারাক ওবামা, জো বিডেন, জেফ বেজোস, এলন মাস্ক, মাইক ব্লুমবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের।

প্রত্যেকের অ্যাকাউন্ট থেকেই একইরকম টুইট করেছে হ্যাকাররা। যা কিনা বড়সড় প্রতারণার ফাঁদ।

বুধবার রাতে বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজোসদের মতো প্রথম সারির ব্যক্তিত্বদের টুইটার হ্যান্ডেল থেকে একইরকম ‘প্রতারণামূলক’ টুইট করে হ্যাকাররা। যাতে বলা হয়,” আপনারা আমাকে অনেককিছু দিয়েছেন। তাই করোনা পরিস্থিতির কথা ভেবে আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ ১ হাজার ডলার পাঠায়, তাহলে আমি তাকে ২ হাজার ডলার দেব।”

এই টুইটগুলির সঙ্গে একটি করে লিংকও দেওয়াছিল। এলন মাস্ক-সহ অন্যান্য সেলিব্রিটিদের টুইটার অ্যাকাউন্ট থেকেও একইরকম টুইট করা হয়। যা দেখে রীতিমতো বিভ্রান্ত হয়ে যান তাদের ফলোয়াররা।

পরে জানা যায়, একসঙ্গে বহু প্রভাশালীর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। টুইটার কর্তৃপক্ষও নিরাপত্তার খামতির ব্যাপারটা স্বীকার করে নেয়। তারা দ্রুত এই টুইটগুলি ডিলিট করে দিলেও, অ্যাকাউন্টগুলি এখনও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি।

কারণ, এলন মাস্কের অ্যাকাউন্ট থেকে এই প্রতারণামূলক টুইট ডিলিট করার পরও আবার একইরকম টুইট করতে সক্ষম হয় হ্যাকাররা। এখানেই প্রশ্ন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী, আমাজন কর্তা, মাইক্রোসফট কর্তার মতো প্রভাবশালী ব্যক্তিদের ভেরিফায়েড অ্যাকাউন্ট যদি হ্যাক হতে পারে, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের তথ্য নিরাপত্তা কোথায়?









নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

   [Translate English]  









Many influential Twitter accounts including Bill Gates and Obama have been hacked!

International Desk: The social networking site Twitter has made a big mistake in data security. The Twitter account of a group of influential personalities was hacked overnight. The list includes world famous personalities like Bill Gates, Barack Obama, Joe Biden, Jeff Bezos, Elon Musk, Mike Bloomberg.

The hackers tweeted the same thing from everyone's account. Which is a big deception trap.

On Wednesday night, hackers made similar ‘deceptive’ tweets from the Twitter handles of first-line personalities like Barack Obama, Bill Gates, Jeff Bezos. So that is to say, "You have given me a lot. So don't think about the situation, I also want to give you something back. If anyone sends ড 1,000 to my account in the next half hour, I'll give them 2,000. ”

There was also a link to each of these tweets. Similar tweets were made from the Twitter accounts of other celebrities, including Elon Musk. Seeing this, their followers became confused.

Later it was found out that the accounts of many luminaries have been hacked simultaneously. Twitter authorities also acknowledged the lack of security. Although they quickly deleted these tweets, the accounts are still not completely safe.

Because, even after deleting this fraudulent tweet from Elon Musk's account, the hackers were able to do the same tweet again. The question here is, if the verified accounts of influential people like former US President, US presidential candidate, Amazon executives, Microsoft executives can be hacked, then where is the information security of ordinary people like me?







 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ