Header Ads Widget

তৃণমূলে ছড়িয়ে যাবে স্বাস্থ্যখাতের শুদ্ধি অভিযান -কাদের


স্বাস্থ্যখাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা পর্যায়ক্রমে তৃণমূলে ছড়িয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ( ১৫ জুলাই) সরকারি বাসভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অভিযান চলবে অনিয়মের আবর্তে থাকা অন্যান্য খাতেও। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। দলীয় পরিচয় দিয়ে অনিয়ম ঢাকা যাবে না। শেখ হাসিনা জনগণের মনের ভাষা বুঝেন। তার কাছে কোন অপরাধীর ছাড় নেই।

যার যার বিবেকের কাছে নিজেকে পরিশুদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অসহায় মানুষের হক নষ্ট না করে তাদের পাশে থাকতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, ২০০৭ সালের এদিনে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জনগণের অধিকার আদায়ের কন্ঠস্বরকে অবরুদ্ধ করে দীর্ঘ ১১ মাস। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিকূলতার স্রোত মাড়ানো আন্দোলনের মধ্য দিয়ে ২০০৮ সালের ১০ই জুন কারামুক্ত হন বাঙালির আশার বাতিঘর। সমৃদ্ধ বাংলাদেশের রুপকার শেখ হাসিনা।

তিনি বলেন, পিতা মুজিবের পথ অনুসরণ করে দেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত মানুষের আশার প্রদীপ শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেদিন শেখ হাসিনাকে বন্দী করে যারা রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলো, রাজনীতির হাত থেকে জনমানুষের মুক্তির লড়াইকে রুদ্ধ করতে চেয়েছিলো তারা ১১ মাসে বুঝেছে মুক্ত শেখ হাসিনার চেয়ে বন্দী শেখ হাসিনা অনেক শক্তিশালী। দেশ ও জাতির যে কোনো সংকটে শেখ হাসিনার মানবিক নেতৃত্ব ও দক্ষতার উপর জনগণের দৃঢ় আস্থা রয়েছে।

সড়কমন্ত্রী বলেন, করোনার এ সংকটের আঁধার মাড়িয়ে দঢ় মনোবল নিয়ে বীরের জাতি হিসেবে বাঙালি আবার ঘুরে দাঁড়াবে। সংকটকে সম্ভাবনায় রুপ দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে আবারও গতি সঞ্চার হবে শেখ হাসিনার নেতৃত্বে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুস সবুর, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।









নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

   [Translate English]   








The cleansing campaign of the health sector will spread to the grassroots

Awami League General Secretary and Bridges Minister Obaidul Quader has said that the cleansing campaign launched in the health sector will gradually spread to the grassroots. He made the remarks while addressing a video conference of Awami League President and Prime Minister Sheikh Hasina at the Government House on Thursday (July 15).


Obaidul Quader said, the operation will continue in other sectors which are in the cycle of irregularities. No one is above accountability. Irregularities cannot be covered by party identity.

Sheikh Hasina understands the language of the minds of the people. He has no criminal exemption.

Calling on everyone to keep themselves pure to their conscience, the general secretary of Awami League said, they should be by the side of helpless people without violating their rights. Only then will the golden Bengal of Bangabandhu's dream and the prosperous Bangladesh of Sheikh Hasina be established.

Obaidul Quader said that on this day in 2007, the caretaker government backed by the army blocked the voice of the people for realizing their rights for 11 months. The lighthouse of hope of the Bengalis was released on June 10, 2006 through the movement of the leaders and workers of the Awami League. Sheikh Hasina is the architect of prosperous Bangladesh.

He said Sheikh Hasina is a beacon of hope for the people of the country who are ready to accept any sacrifice by following the path of father Mujib.

The Awami League general secretary said that on the day of capturing Sheikh Hasina, those who wanted to dethrone from politics, to stop the struggle for the liberation of the people from politics, realized in 11 months that captive Sheikh Hasina is much stronger than free Sheikh Hasina. The people have strong confidence in the humanitarian leadership and efficiency of Sheikh Hasina in any crisis of the country and the nation.

The Roads Minister said, "Bengalis will turn around again as a nation of heroes with strong morale by overcoming the darkness of this crisis in Corona." Under the leadership of Sheikh Hasina, Bangladesh will once again gain momentum by turning the crisis into a possibility.

Awami League presidium members Begum Matia Chowdhury, Jahangir Kabir Nanak and Abdur Rahman, joint general secretaries Dr Hasan Mahmud and AFM Bahauddin Nasim, organizing secretary Ahmed Hossain, BM Mozammel Haque, Mirza Azam, SM Kamal Hossain Relief and Social Welfare were present. Secretary Sujit Roy Nandi, Science and Technology Affairs Secretary Engineer Abdus Sabur, Office Secretary Barrister Biplob Barua and other central leaders.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ