পবিত্র ঈদুল আজহায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের। তিনি বলেন, ঈদুল আজহার তিন দিন আগে থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ
থাকবে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জরুরী সার্ভিসের গাড়ি, পচনশীন দ্রব্যাদি বহনকারি যান, পশুবাহী যান, গার্মেন্ট পণ্য বাহী যান চলাচল করবে।
তবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ভারী পরিবহন ঈদের তিন দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সেবাসহ কয়েক ধরনের পণ্যবাহী যান চলবে। এসব বিষয়ে বিআরটিএ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে।
এর আগে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। রেল মন্ত্রণালয় জানিয়েছে, সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই তারা অনুসরণ করবে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জরুরী সার্ভিসের গাড়ি, পচনশীন দ্রব্যাদি বহনকারি যান, পশুবাহী যান, গার্মেন্ট পণ্য বাহী যান চলাচল করবে।
তবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, ভারী পরিবহন ঈদের তিন দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সেবাসহ কয়েক ধরনের পণ্যবাহী যান চলবে। এসব বিষয়ে বিআরটিএ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে।
এর আগে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। রেল মন্ত্রণালয় জানিয়েছে, সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই তারা অনুসরণ করবে।
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
[Translate English]
[Translate English]
Public transport will run this Eid
Road Transport and Bridges Minister Obaidul Quader has said that public transport will run on Eid-ul-Azha. He said heavy traffic would be stopped from three days before Eid-ul-Azha.
He made the remarks in a video message from his official residence on Thursday (July 15th).
Obaidul Quader said, "Emergency service vehicles, vehicles carrying perishable goods, vehicles carrying livestock and vehicles carrying garments will move."
Obaidul Quader said, "Emergency service vehicles, vehicles carrying perishable goods, vehicles carrying livestock and vehicles carrying garments will be moving."
However, the road transport minister said heavy transport would be closed for three days before Eid. Among these, several types of goods vehicles including emergency services will run. BRTA will inform about these with a notification.
Earlier on Wednesday, the Ministry of Shipping decided that launches and ferries would remain normal in accordance with hygiene rules. The railway ministry said it would follow the government's decision.
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ