বিনোদন ডেস্ক: করোনাকালীন সময়ে নানা কারণে মানসিক অবসাদে ভুগছেন অসংখ্য মানুষ। এ তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজও।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে ইলিয়ানা জানিয়েছেন, এক সময় তিনিও হতাশ হয়েছেন বলে জানিয়েছেন।
ইলিয়ানা ডি ক্রুজ বলেন, তখন আমি খুব হতাশ থাকতাম। মানসিক অবসাদে ভুগছিলাম। টেরই পাইনি আমার এই হতাশা মানসিক অবসাদে বদলে গিয়েছে। শরীরে ডিসঅর্ডারটা ঠিক কী, কিছুই জানতাম না। তবে এটুকু জানতাম, আমি আর বাঁচতে চাই না। সব শেষ করে ফেলতে চেয়েছিলাম।
যোগ করে এই অভিনেত্রী জানান, তবে সব স্পষ্ট হয়ে নিজের কাছে ধরা দেয়ার পর মানসিক অবসাদ নিয়ে এক সময় লড়াই শুরু করেন তিনি।
তার মতে, কোনো সমস্যায় পড়লে চুপচাপ বসে থাকা উচিত না। আমাদের সবার সঙ্গে কথা বলা উচিত। নিজেকে গুটিয়ে রাখলেই মানসিক অবসাদ আরো বাড়তে থাকবে। বরং সাহায্যের হাত বাড়াতে থাকো। কেউ না কেউ ঠিক এগিয়ে আসবেই।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে ইলিয়ানা জানিয়েছেন, এক সময় তিনিও হতাশ হয়েছেন বলে জানিয়েছেন।
ইলিয়ানা ডি ক্রুজ বলেন, তখন আমি খুব হতাশ থাকতাম। মানসিক অবসাদে ভুগছিলাম। টেরই পাইনি আমার এই হতাশা মানসিক অবসাদে বদলে গিয়েছে। শরীরে ডিসঅর্ডারটা ঠিক কী, কিছুই জানতাম না। তবে এটুকু জানতাম, আমি আর বাঁচতে চাই না। সব শেষ করে ফেলতে চেয়েছিলাম।
যোগ করে এই অভিনেত্রী জানান, তবে সব স্পষ্ট হয়ে নিজের কাছে ধরা দেয়ার পর মানসিক অবসাদ নিয়ে এক সময় লড়াই শুরু করেন তিনি।
তার মতে, কোনো সমস্যায় পড়লে চুপচাপ বসে থাকা উচিত না। আমাদের সবার সঙ্গে কথা বলা উচিত। নিজেকে গুটিয়ে রাখলেই মানসিক অবসাদ আরো বাড়তে থাকবে। বরং সাহায্যের হাত বাড়াতে থাকো। কেউ না কেউ ঠিক এগিয়ে আসবেই।
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
[Translate English]
[Translate English]
Ileana wanted to commit suicide!
Entertainment Desk: Many people are suffering from mental depression due to various reasons. The list also included Bollywood actress Ileana de Cruz.
Ileana recently told the media that at one point she too was disappointed.
“I was very disappointed then,” said Ileana de Cruz. I was suffering from mental depression. Little did I know that my frustration had turned into depression. I didn't know exactly what the disorder was in my body. But I knew that I did not want to live. I wanted to finish it all.
The actress added, but after all became clear to her, she started fighting for a while with mental exhaustion.
According to him, one should not sit quietly in case of any problem. We should all talk. If you keep yourself wrapped up, mental exhaustion will continue to increase. Instead, extend a helping hand. Someone must come forward.
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ