স্পোর্টস ডেস্ক: শনিবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে নতুন নিয়মের তিন দলের
অদ্ভুত ক্রিকেট, থ্রি টিম ক্রিকেট বা 'থ্রিটিসি'। যা গত মাসের শেষের দিকে
শুরু হবার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ওই সময় টুর্র্নামেন্টটি
আয়োজনের অনুমতি দেয়নি দক্ষিণ আফ্রিকা সরকার। তবে অবশেষে মাঠে গড়াচ্ছে
অদ্ভুত ধরনের প্রথম আসরটি।
মাসেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাওয়া তিন দলের নাম ঘোষণা করা হয়।
দলগুলো হলো কাইটস, কিংফিশারস এবং ঈগলস। এ তিন দলের মধ্যে কিংফিশারসের
অধিনায়কত্বে ছিলেন জাতীয় দলের ডানহাতি পেসার কাগিসো রাবাদা। কিন্তু এক
নিকটাত্মীয় মারা যাওয়ায় টুর্নামেন্টে খেলতে পারবেন না রাবাদা।
রাবাদার সাথে খেলতে পারবেন না আরেক পেসার সিসান্দা মাগালা এবং অলরাউন্ডার
ক্রিস মরিসও। মাগালারও আত্মীয় মারা গেছে। আর মরিস ব্যক্তিগত কারণে সরে
গেছেন। এই তিন খেলোয়াড়ের পরিবর্তে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন দক্ষিণ
আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনির ছেলে ২০ বছর বয়সী পেসার থান্ডো
এনটিনি। কিংফিশারসের হয়ে খেলবেন থান্ডো। অন্য দুজন হলে জর্ন ফরটুইন এবং
জেরাল্ড কোয়েৎজে। কোয়েৎজে খেলবেন থান্ডোর দল কিংফিশারসে। আর ফরটুইন খেলবেন
ঈগলসে।
রাবাদার পরিবর্তে কিংফিশারসের নেতৃত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান
হেনরিখ ক্লাসেন। অন্য দু’টি দলের নেতৃত্ব দিবেন কুইন্টন ডি কক ও এবি ডি
ভিলিয়ার্স। টুর্নামেন্টে তিনটি দল একে অপরের মুখোমুখি হবে। ৩৬ ওভারের খেলা
হবে। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় থাকবে। প্রতি দল ১২ ওভার করে ব্যাটিং
করবে, প্রতি ইনিংস হবে ছয় ওভারে। এছাড়াও, সপ্তম উইকেট পতনের পর অপরাজিত
ব্যাটসম্যানকে একাই ব্যাটিং করতে হবে। টুর্নামেন্টের সব ম্যাচই হবে
দর্শকশূন্য স্টেডিয়ামে।
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
[Translate English]
'Thirty' cricket tournament
Sports Desk: Strange cricket, three team cricket or 'Thirty' is going to start in South Africa from next Saturday under the new rules. Which was supposed to start late last month. But due to the corona virus, the South African government did not allow the tournament to be held at that time. But finally the first event of a strange kind is taking place on the field. Last month, the names of the three teams participating in the tournament were announced. The teams are the Kites, Kingfishers and Eagles. Among the three teams, Kingfishers were captained by national team right-arm pacer Kagiso Rabada. But Rabada will not be able to play in the tournament due to the death of a close relative.
Another fast bowler Sisanda Magala and all-rounder Chris Morris will also miss the match. Magala's relatives also died. And Morris has moved on for personal reasons. Instead of the three players, 20-year-old pacer Thando Ntini, son of former South African pacer Makhaya Ntini, has been selected to play in the tournament. Thando will play for Kingfishers. The other two are Jorn Fortune and Gerald Quetze. Thando will play for Kingfishers in Quetz. And Fortune will play in Eagles.
Wicketkeeper-batsman Heinrich Klaassen has replaced Rabada with the Kingfishers. The other two teams will be led by Quinton de Kock and AB de Villiers. The three teams will face each other in the tournament. The game will be played in 36 overs. Each team will have eight players. Each team will bat in 12 overs, each innings will be in six overs. Also, the undefeated batsman will have to bat alone after the seventh wicket falls. All matches of the tournament will be played in a stadium without spectators.
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ