Header Ads Widget

রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্ত সিং রাজপুত এর বাবা


রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুশান্ত সিং রাজপুত এর বাবা কে কে সিং। আর তারপরই জিয়ার বিরুদ্ধে তোপ দাগেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্ত এর মৃত্যুর পর বলিউডে নেপোটিজম এর বিরুদ্ধে সরব হয়েছিলেন কঙ্গনা।
তাঁর দাবি ছিল এই নেপোটিজম এর জন্যই অবসাদগ্রস্ত হয়ে এমন পদক্ষেপ করেছেন সুশান্ত। কিন্তু সুশান্তের বাবা সম্প্রতি রাজীব নগর থানায় অভিযোগ করেছেন রিয়াই নাকি সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন এবং প্রতারণা করেছেন। এর সঙ্গেও নানা অভিযোগ এনেছেন তিনি।

কিন্তু কঙ্গনা মনে করছেন আসল মুভি মাফিয়াদের দিক থেকে নজর ঘোরানোর জন্য রিয়াকে বলির পাঁঠা করা হচ্ছে না তো? কারণ রিয়ার একমাত্র নির্ভর করার মতন জায়গা ছিল সুশান্ত। কঙ্গনা রানাউতের টিম একটি টুইট করে বলছে, “রিয়া যে অর্থলোভী তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু তার অর্থের একমাত্র উৎস ছিলেন সুশান্ত।

সুশান্তকে খুনের পর রিয়া সোজা আক্তার দের বাড়ি গেল। কেন? সুশান্তকে খুন করার পিছনে কি ওর যথেষ্ট কারণ রয়েছে? নাকি মাফিয়ারা ওকে ব্যবহার করেছে মাত্র? সুইসাইড গ্যাং ওকে বলিরপাঠা করছে না তো?”


মঙ্গলবার রাজীব নগর থানায় সুশান্তের বাবা রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা যাচ্ছে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় তিনি অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন পুলিশ আধিকারিক সঞ্জয় কুমার সিং।


পুলিশ আধিকারিক জানাচ্ছেন, “ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২ ৩৮০, ৪২০, ৩০৬ এবং ১২০ (বি) ধারায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের ইন্দ্রজিৎ চক্রবর্তী সন্ধ্যা চক্রবর্তী, শ্রুতি মোদী, শৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন।

তাঁর অভিযোগ, রিয়া সুশান্তকে তাঁর পরিবার থেকে দূরে করে রেখেছিলেন এবং সম্পূর্ণ নিজের অধীনে রাখতে চেয়েছিলেন। রিয়া সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সামলাতেন। এমনকী অভিযোগ, সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে।”

রাজীব নগর থানারই এক পুলিশ কর্মী জানাচ্ছেন, সুশান্তের মৃত্যুর পর থেকেই খুব চিন্তায় রয়েছেন কেকে সিং। পটনায় এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করে তিনি সমস্ত ঘটনা জানিয়েছেন। তিনি মুম্বই পুলিশকে বিশ্বাস করেন না।






নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

   [Translate English]







Sushant Singh Rajput's father has lodged an FIR against Riya Chakraborty and her family

Sushant Singh Rajput's father KK Singh has filed an FIR against Riya Chakraborty and her family. And then actress Kangana Ranaut fired at Zia. After Sushant's death, Kangana became vocal against nepotism in Bollywood.

He claimed that Sushant had taken such a step because he was exhausted because of this nepotism. But Sushant's father recently lodged a complaint with the Rajiv Nagar police stationRiya or Sushant has incited suicide and cheated. He also brought various allegations.


But Kangana thinks that Riya is not being sacrificed to divert attention from the real movie mafia? Because the only place to rely on the rear was Sushant. Kangana Ranaut's team tweeted, "Riya is undoubtedly greedy. But Sushant was the only source of his money.
After killing Sushant, Riya went straight to Akter's house. Why? Is there enough reason behind killing Sushant? Or did the mafia just use him? Isn't the suicide gang sacrificing him? ”



On Tuesday, Rajiv lodged a complaint against Sushant's father Riya and his family at the Nagar police station. It is learned that he has lodged a complaint under several sections of the Indian Penal Code. Police officer Sanjay Kumar Singh said.


"Riya Chakraborty and her family members Indrajith Chakraborty have filed charges against Sandhya Chakraborty, Shruti Modi and Shauvik Chakraborty under sections 341, 342, 380, 420, 306 and 120 (b) of the Indian Penal Code," the police official said. Sushant's father has made very important allegations against Riya.


He alleged that Riya kept Sushant away from his family and wanted to keep him completely under her control. Riya also handled Sushant's bank account. It has even been alleged that crores of rupees have been withdrawn from Sushant's account. ”


According to a police officer of Rajiv Nagar police station, Keke Singh has been very worried since Sushant's death. He met a high-ranking official in Patna and told them all about the incident. He does not trust the Mumbai police.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ