Header Ads Widget

কিছুতেই আগ্রাসন থামাচ্ছে না চীন


আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই আগ্রাসন থামাচ্ছে না চীন। ক্রমে আরও আগ্রাসী হয়ে উঠছে দেশটি। তবে ভুটানের অংশ নিজের বলে দাবি করা ও ভারতীয় ভূখণ্ডে আগ্রাসন চালানো, বেইজিংয়ের পরিকল্পনার অংশমাত্র। এই পদক্ষেপগুলির আসল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মঞ্চের প্রতিক্রিয়া যাচাই করা বা সকলের ধৈর্যের পরীক্ষা নেওয়া। মার্কিন সেনেটে দাঁড়িয়ে এমনটাই তোপ দাগলেন সে দেশের বিদেশসচিব মাইক পম্পেও।


বৃহস্পতিবার সেনেটে পম্পেও সাফ বলেন, “আগ্রাসন চালিয়ে চীন দেখে নিতে চাইছে ভুক্তভোগী দেশগুলি ও অন্যরা কী প্রতিক্রিয়া দেয়। এমনটাই ১৯৮৯ সাল থেকেই চলে আসছে। তবে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে দেশটি। গোটা বিশ্বে সমাজতন্ত্রের চিনা সংস্করণ ছড়িয়ে দিতে চাইছে বেজিং।” 

বেইজিংকে তুলোধোনা করে তিনি আরও বলেন, “ক্ষমতা বিস্তার ও গোটা বিশ্বকে নিজেদের নাগালের মধ্যে আনাই চিনের লক্ষ্য। এখন আবার ভুটানের এলাকাকেও নিজেরে এলাকা বলে দাবি করছে। ভারতেও অনুপ্রবেশ ঘটিয়েছে। তারা জানতে চাইছে, আমর সবকিছু মুখ বন্ধ করে নেব, না প্রতিবাদ করব। এক বছর আগেও যতটা না নিশ্চিত ছিলাম, এ ব্যাপারে এখন তার চেয়ে ঢের বেশি আত্মবিশ্বাসী আমি। জানি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত গোটা বিশ্ব। সমসত আসিয়ান দেশগুলি একমত যে দক্ষিণ চীন সাগর নিয়ে চলা বিবাদের সমাধান আন্তর্জাতিক আইন মেনেই হওয়া উচিত। চীনা কমিউনিস্ট পার্টির থেকে উৎপন্ন হওয়া বিপদ কাটিয়ে উঠব আমরা।”






নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

   [Translate English]






China is not stopping the aggression at all


International Desk: China is not stopping aggression at all. The country is becoming more and more aggressive. However, claiming Bhutan as its own and invading Indian territory is part of Beijing's plan. The real purpose of these measures is to verify the response of the international arena or to test everyone's patience. Mike Pompeo, the country's foreign secretary, fired the same cannon while standing in the US Senate.


In the Senate on Thursday, Pompeo Saf said, "China wants to see how the affected countries and others respond by continuing the aggression. This has been going on since 1989. But since Xi Jinping came to power, the country has become more aggressive. Beijing wants to spread the Chinese version of socialism around the world. ”


"China's goal is to expand its power and bring the whole world within its reach," he said, referring to Beijing. Now it is again claiming the territory of Bhutan as its own territory. It has also infiltrated India. They want to know if we will shut up or protest. I am much more confident now than I was a year ago.
I know the whole world is ready to stand against them. All ASEAN countries agree that disputes over the South China Sea must be resolved in accordance with international law. We will overcome the danger posed by the Chinese Communist Party. ”





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ