Header Ads Widget

আইপিএলের আগে ভারতীয় দলের প্রস্তুতি শিবির সম্ভবত হচ্ছে না


সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের আগে ভারতীয় দলের প্রস্তুতি শিবির সম্ভবত হচ্ছে না। দেশে করোনা সংক্রমণ প্রতিদিন বেড়ে যাওয়ায় এমনই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই৷ এই মুহূর্তে আহমেদাবাদে প্রস্তুতি শিবির করাটাও ঝুঁকিপূর্ণ মনে করছে বোর্ড। তাই বিরাটদের প্রস্তুতি শিবির বাতিল করতে চলেছে বিসিসিআই৷


করোনাভাইরাস মহামারীর কারণে মার্চ থেকে ক্রিকেট বন্ধ রয়েছে সারা দেশে৷ ইংল্যান্ডের মাটিতে চলতি মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট চালু হলেও ভারতের মাটিতে তা এখনও অসম্ভব৷ যে কারণে বোর্ডে চলতি বছর আইপিএল বিদেশের মাটিতে অর্থাৎ আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু তার আগে চার মাস ঘর বন্দি থাকা ক্রিকেটারের জন্য প্রস্তুতি শিবিরের কথা ভেবেছিল সৌরভ অ্যান্ড কোং৷ কিন্তু তাও বাতিল হতে চলেছে৷ সম্ভবত রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেই তা ঠিক হয়ে যাবে৷

এই প্রস্ততি শিবির হওয়ার কথা ছিল গুজরাতের নবনির্মিত মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে৷ কিন্তু গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনে তরফে জানা গিয়েছে বোর্ডের কাছ থেকে তারা এখনও কোনও নির্দেশ পায়নি৷ যদিও বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল এর আগে কন্ডিশনিং ক্যাম্পের জন্য মোতেরা স্টেডিয়ামে শূন্য করেছিল।

পিটিআই-কে নাম প্রকাশ না করার শর্তে একজন জিসিএ কর্মকর্তা জানিয়েছেন, যে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে ১৮ অগস্ট থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা৷ যা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত৷ তবে বিসিসিআই থেকে এখনও পর্যন্ত জিসিএ কোনও আনুষ্ঠানিক তথ্য পায়নি। বায়ো-সিকিওর পরিবেশে একটা সপ্তাহ দু’য়েকের প্রস্তুতি শিবির করবেন বিরাটরা। তারপর সেখান থেকে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে উড়ে যাবেন আমিরশাহী। মাল্টি-সিটি ভ্রমণকারী খেলোয়াড়রা এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে৷ তাই এই মুহূর্তে শিবিরটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷



সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ২০২০ হওয়ার কথা ঘোষণা করেছে বোর্ড৷ বিসিসিআই-এর থেকে আইপিএল আয়োজনের চিঠি পাওয়ার কথা জানিয়ে দিয়েছে ইমিরেটস ক্রিকেট বোর্ড৷ সোমবার ইসিবি (ইমিরেটস ক্রিকেট বোর্ড) ২০২০ আইপিএল আয়োজের কথা সরকারিভাবে জানিয়ে এক বিবৃতিতে বলেছে যে, তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটি অফিসিয়াল “লেটার অফ ইনটেন্ট” পেয়েছে। তবে ভারত সরকারের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা।


আবু ধাবি, শারজা এবং দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচগুলি হওয়ার কথা৷ করোনা সর্তকতায় একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে বোর্ড৷ যা নিয়ে রবিবারের বৈঠকে আলোচনা না৷ এগুলি হল, ম্যাচগুলি হবে দর্শক শূন্য স্টেডিয়ামে৷ অন্তত শুরুর দিকে স্টেডিয়ামের ভিতরে কোনও ক্রিকেট ফ্যানের ঢোকার অনুমতি দেওয়া হবে না৷ ডাগ-আউটে বেশি ভিড় করা যাবে না৷ ড্রেসিংরুমে ১৫ জনের বেশি খেলোয়াড় থাকতে পারবে না৷ সামাজিক দূরত্বের নিয়মগুলি অনুসরণ করে হবে ম্যাচ পরবর্তী পুরষ্কার অনুষ্ঠান৷ কমেন্টটেটর স্টুডিওতে ছ’ ফুট দূরত্বে বসার জন্য ঘর৷ এছাড়া সব ক্রিকেটারদেরই দু’ সপ্তাহের মধ্যে চারবার কোভিড-১৯ টেস্ট হবে৷






 নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

   [Translate English]






The preparation camp of the Indian team before the IPL is probably not happening

The preparation camp of the Indian team before the IPL in the United Arab Emirates in September is probably not happening. BCCI is going to take such a decision as the number of corona infections is increasing day by day in the country At the moment, the board also thinks it is risky to hold a preparatory camp in Ahmedabad. So BCCI 6 is going to cancel the preparation camp of the giants.

Cricket has been closed across the country since March due to the coronavirus epidemic Although international cricket has been launched on English soil since this month, it is still impossible on Indian soil That is why the board has decided to hold the IPL on foreign soil this year, i.e. in the United Arab Emirates But before that, Sourav & Co. had thought of a training camp for the cricketer who had been under house arrest for four months. But it is also going to be canceled Probably, it will be fixed at the meeting of IPL Governing Council on Sunday.


The preparation camp was to be held at the newly constructed Motera Cricket Stadium in Gujarat But the Gujarat Cricket Association said it had not yet received any instructions from the board. Although the BCCI Apex Council had earlier vacated Motera Stadium for the conditioning camp.

A GCA official told PTI on condition of anonymity that media reports said the camp was scheduled to start on August 18. Which will continue till 4th September However, the GCA has not yet received any official information from the BCCI. The giants will conduct a week or two preparation camp in a bio-secure environment. From there, Amirshahi will fly to play for their respective franchises. Multi-city traveling players present thisThe situation may increase the likelihood of facing more health risks So at this moment it may be decided to cancel the camp.


Board 6 has announced that IPL 2020 will be held in the United Arab Emirates from September to November The Emirates Cricket Board has received a letter from the BCCI to organize the IPL The ECB (Emirates Cricket Board) on Monday said in an official statement that it has received an official "Letter of Intent" from the Indian Cricket Board for the 2020 IPL. But they are waiting for the final direction from the Indian government.


IPL matches are scheduled to be played at the International Cricket Stadium in Abu Dhabi, Sharjah and Dubai. Board 6 is going to take a bunch of steps in Corona alert Which is not discussed in the meeting on Sunday These are, the matches will be in a stadium with no spectators At least for the beginning, no cricket fans will be allowed inside the stadium. The dug-out cannot be overcrowded There can be no more than 15 players in the dressing room The rules of social distance will be followed by the post-match award ceremony.

Room 6 to sit six feet away from Commentator Studio Besides, all the cricketers will have four Covid-19 Tests four times in two weeks.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ