Header Ads Widget

প্রফ দ্রুততম সময়ের মধ্যে গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে রামেকের শিক্ষার্থীরা


অজয় ঘোষঃ যুদ্ধের সময় যোদ্ধা নিয়োগ বন্ধ রাখবেন না শ্লোগানে স্থগিত ফাইনাল প্রফ মে-২০২০ দ্রুততম সময়ের মধ্যে গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে এই কর্মসূচি পালন করে।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শরীফ আহম্মেদ, শাকিল আহম্মেদ, তাপসী সরকার, প্রাপ্ত সরদার এবং মাউসুমই নীতি উপস্থিত ছিলেন।


 ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=aggcgcvvMBM


তিন দফা দাবী গুলো হল- বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ঐক্যমত তথা বিএমডিসির সার্বিক সহায়তায় অনতিবিলম্ব এমবিবিএস মে ২০২০ ফাইনাল প্রফ অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ। চলমান করোনা সংকট মোকাবেলায় দ্রুত আসন্ন ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি সংস্কারণ।

বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা সমাধানে আপাতত মেডিকেল কলেজের তত্ত্ববধায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ।



 
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English
 
 



Proof is the human chain in demanding the fastest time

Aujoy Ghosh:
The students of Rajshahi Medical College have organized a human chain to demand that the final proof of May-2020 be postponed as soon as possible. The program was held in front of the gate of Rajshahi Medical College around 11 am on Sunday.


Among the students of Rajshahi Medical College, Sharif Ahmed, Shakil Ahmed, Tapsi Sarkar, Prapta Sardar and Mausum were present.


The three-point demand is to take measures to hold the final proof of MBBS May 2020 with the consensus of the University and Medical College and with the overall support of BMDC. Reform the examination system as needed to address the impending intern shortage quickly to address the ongoing corona crisis.


To take maximum measures under the supervision of the Medical College for the time being to resolve the complexities and delays regarding the approval by the University.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ