Header Ads Widget

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলসি স্টেশনে ভারতীয় ট্রাকে ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ-শিয়ালমারা সীমান্তে বিজিবির সীমান্তে ৩৯ বোতল ফেনসিডিল, এক ভারতীয় নাগরিক ও পাথর বোঝাই ট্রাক আটক করা হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিক মালদা জেলার কাঞ্চন টাওয়ার নরেন্দ্রপুর গ্রামের মো. খলিল শেখের ছেলে টনিক শেখ (৩২)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুলাই শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনস্থ শিয়ালমারা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহিনুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল এলাকায় টহল দিচ্ছিলো।
এ সময় সীমান্ত পিলার ১৮৬/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানামা ৫নং গেইটের সামনে ভারত থেকে আসা পাথর বোঝাই ট্রাক (ওহফ-ডই-৫৯ ই-৩১৬৩) তল্লাশী করে ৩৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক টনিককে আটক করা হয়।
আটককৃত ফেন্সিডিল, ট্রাক, পাথর এবং ভারতীয় ২ হাজার ৮৫০ রুপিসহ আনুমানিক সিজার মূল্য ৩৭ লাখ ১৮ হাজার ৭৩৫ টাকা। পরে ভারতীয় ট্রাক চালককে ট্রাক ও মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে শনিবার দিবাগত রাত ৫ জুলাই রোববার। যার মামলা নং-১৫। এ ঘটনার ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেনসিডিলসহ ভারতীয় ট্রাক ও চালক আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 
এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি। 





নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English





BGB recovered Fencidil from an Indian truck at Sonamasjid LC station in Chapainawabganj

Faisal Azam Apu, Special Correspondent: 39 bottles of Phensidyl, an Indian national and a truck loaded with stones have been seized at the BGB border at Sonamasjid-Shialmara border in Shibganj upazila of Chapainawabganj. Detained Indian citizen of Malda district Kanchan Tower Narendrapur village. Tonik Sheikh (32), son of Khalil Sheikh.


According to the BGB, on the basis of secret information, Shialmara BOP Commander Naib Subedar Md. A patrol team led by Shahinur Rahman was patrolling the area.

At that time, about 300 yards from the border pillar 16/2-S in front of Panama Gate No. 5 inside Bangladesh, a stone loading truck (OHF-DE-59E-3163) from India was searched and an Indian national tonic with 39 bottles of Phensidyl was seized.

The seized Caesar, including the seized phencidyl, truck, stone and Indian rupees 2,650, was valued at Rs 38,17,835. Later, the Indian truck driver was handed over to Shibganj police station along with the truck and goods.

A case has been filed with Shibganj Police Station in this regard on Saturday night. Whose case No. 15. 59 BGB Rahanpur Battalion Commander Lt. Colonel Mahmudul Hasan confirmed the fact of arrest of Indian truck and driver including PSC Phensidyl.

Besides, Border Guard Bangladesh will continue its operation against all kinds of smuggling at the border, he said. Colonel Mahmudul Hasan PSC.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ