Header Ads Widget

রাজনীতিতে আসছেন সৌরভ?

স্পোর্টস ডেস্ক: পশ্চিমবঙ্গে সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা-কল্পন বাড়ছেই। বুধবার এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন সৌরভের সহধর্মিণী ডোনা গাঙ্গুলী। এদিন ছিল প্রিন্স অব কলকাতার ৪৮ তম জন্মদিন। জন্মদিনেই ডোনা সংবাদমাধ্যমকে বললেন, ‘এখনো জানি না সৌরভ রাজনীতিতে যোগদান করবেন কি না। তবে এটুকু বলতে পারি, সৌরভ রাজনীতিতে যোগ দিলে টপেই থাকবেন।’


আর ডোনার এই মন্তব্যের পরপরই সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে রাজ্যজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়। পশ্চিমবঙ্গের সবারই প্রশ্ন, তবে কি সত্যি সত্যি সৌরভ এবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন? সৌরভ যদি সত্যিই রাজনীতিতে নাম লেখান, তবে তিনি কোন দলে যোগ দেবেন, সে প্রশ্নটিও এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মুখে মুখে।

যদিও সৌরভ রাজনীতিতে যোগদান নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। কিন্তু তার হাবভাব আভাস দিচ্ছে, তিনি হয়তো রাজনীতিতে পা রাখতে চলছেন। আগামী বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির জোর লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে। তৃণমূল সেই নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদে তৃতীয়বারের জন্য মুখ করবে মমতাকেই। তবে বিজেপি এখনো সিদ্ধান্ত নেয়নি তাদের মুখ্যমন্ত্রী পদের কে মুখ হবেন নির্বাচনী প্রচারে?

কলকাতা বধে বিজেপি কি সৌরভকে মুখ্যমন্ত্রীর প্রচারের মুখ করবে? সেই প্রশ্নটিই এখন ঘুরপাক খাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এর অন্যতম কারণ বিজেপির সঙ্গে সৌরভের সখ্য। আবার মমতার সঙ্গেও সৌরভের মধুর সম্পর্ক রয়েছে। কদিন আগে মমতার সঙ্গে সৌরভ দেখাও করেছিলেন। ওই সাক্ষাতের পর অনেকেই মনে করেছিলেন, সৌরভ কি তবে তৃণমূলে যোগ দিচ্ছেন? সৌরভ অবশ্য এই সাক্ষাতের পর জানিয়েছিলেন, সেই সাক্ষাৎ ছিল নেহাত সৌজন্যমূলক।

সৌরভ সত্যিই রাজনীতিতে নামবেন কি না, নামলে বিজেপি না তৃণমূলে যোগ দেবেন, সেটি এখনো তিনি স্পষ্ট করেননি। তবে তার স্ত্রী ডোনার কথায় মনে হচ্ছে, তিনি রাজনীতি করলে এমন দলে যোগ দেবেন, যেখানে থাকবেন টপে।

ক্রিকেটের ময়দানেও অধিনায়ক হিসেবে টপে ছিলেন সৌরভ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবির সভাপতি হিসেবেও ছিলেন টপে। আরও এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের সভাপতি হিসেবেও রয়েছেন টপে। তাই রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, যা মনে যাচ্ছে, তাতে সৌরভের বিজেপিতে যোগদানের পাল্লাই ভারী।

সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের সময় থেকেই জল্পনা চলছে। ওই সময় বিজেপি সৌরভকে প্রস্তাব দিয়েছিল তাকে গুজরাটের একটি আসন থেকে জিতিয়ে এনে ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী করবে। এ নিয়ে বিজেপি নেতা বরুণ গান্ধীর সঙ্গে কথাও হয়েছিল সৌরভের। কিন্তু শেষ পর্যন্ত বিজেপির প্রস্তাবে সায় দেননি সৌরভ।

এরপর সৌরভ সিএবির সভাপতি থেকে বিসিসিআইয়ের সভাপতির পদে বসেছেন। বিসিসিআইয়ের সভাপতির পদে বসার আগে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহর সঙ্গে সৌরভের সুসম্পর্ক। সেই সুবাদে অমিত শাহর সঙ্গেও তার সম্পর্ক গড়ে ওঠে।

এ ছাড়া ভারতের বর্তমান অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গেও সৌরভের রয়েছে অত্যন্ত সুসম্পর্ক। রাজনৈতিক মহলের খবর, অনুরাগ ঠাকুর ও অমিত শাহের ইচ্ছাতেই সৌরভ হন বিসিসিআইয়ের সভাপতি। এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়, সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে। যদিও বারবার বিজেপিতে যোগদানের প্রশ্নটি এড়িয়ে যান সৌরভ।

সৌরভ এবার আম্পানের ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে আসেন। রাজ্যপালের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গেও। এসব ঘটনার পর রাজনীতিতে তার যোগদানের বিষয়টি আরও জোরদার হয়। তবে তিনি রাজনীতিতে যোগদান করলে কোন দলের হয়ে ব্যাট করবেন, তা এখনো অস্পস্ট। তবে আপাতত একটা সংকেত মিলেছে তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর কথায়।- ব্রেকিংনিউজ/






নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English






Sourav is coming to politics?

Sports Desk: Speculation is growing in West Bengal about Sourav Ganguly joining politics. Sourav's wife Donna Ganguly further fueled the speculation on Wednesday. It was the 46th birthday of the Prince of Calcutta. "I don't know yet whether Saurabh will join politics or not," Donna told reporters on her birthday. However, I can say that if Saurabh joins politics, he will remain in the top. '

And soon after Donner's remarks, new discussions began across the state about Sourav's involvement in politics. Everyone in West Bengal has a question, but is Saurabh really going to enter politics this time? If Saurabh really makes a name for himself in politics, the question of which party he will join is also circulating in people's mouths.

However, Sourav has not yet commented on joining politics. But his demeanor suggests he may be stepping into politics. Elections for 294 seats in the West Bengal state assembly are scheduled for March-April next year. The main opposition BJP is expected to fight the ruling Trinamool in this election. Trinamool will face Mamata for the third time as the Chief Minister in that election. However, the BJP has not yet decided who will be the next Chief Minister in the election campaign?

Will the BJP face Saurabh as the Chief Minister's campaign after the Kolkata massacre? That question is now revolving in the politics of West Bengal. One of the reasons is Saurabh's friendship with the BJP. Saurabh also has a sweet relationship with Mamta. A few days ago, Saurabh also met Mamata. After that meeting, many people thought, is Saurabh joining the grassroots? Sourav, however, said after the meeting that the meeting was very courtesy.

He has not yet clarified whether Sourav will really enter politics, whether he will join the BJP or the grassroots. However, according to his wife Donna, it seems that if he does politics, he will join a party where he will be in the top.

Saurabh also topped the cricket field as a captain. He was also the President of the Cricket Association of Bengal or CAB. He is also currently the President of the Board of Control for Cricket in India (BCCI). So political observers think that, in hindsight, Sourav's chances of joining the BJP are heavy.

There has been speculation about Sourav's involvement in politics since the 2014 Lok Sabha elections in India. At the time, the BJP had offered Saurabh a seat in Gujarat to make him India's Union Sports Minister. Saurabh also talked to BJP leader Varun Gandhi about this. But in the end, Saurabh did not agree to the BJP's proposal.

Sourav has since moved from CAB president to BCCI president. Even before he took over as BCCI president, Sourav had a good relationship with Union Home Minister Amit Shah's son Joy Shah. In that respect, his relationship with Amit Shah also developed.

Apart from this, Saurabh also has a very good relationship with the present Minister of State for Finance, Anurag Tagore. According to political sources, Sourav became the BCCI president at the behest of Anurag Tagore and Amit Shah. After this incident, rumors started circulating in the political arena about Sourav joining the BJP. However, Saurabh repeatedly avoided the question of joining the BJP.

This time Sourav came forward with relief to help the affected people of Ampan. Talked to the governor. He also met Chief Minister Mamata. After these incidents, his involvement in politics became even stronger. However, it is unknown at this time what he will do after leaving the post. But for now, there is a hint in the words of his wife Donna Ganguly.-Breaking News /

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ