Header Ads Widget

তেজপাতার পুষ্টিগুণ শারীরিক নানা সমস্যা থেকে মুক্ত রাখে

স্বাস্থ্য ডেস্ক: তেজপাতার পুষ্টিগুণ শারীরিক নানা সমস্যা থেকে মুক্ত রাখে৷ শুধু তাই নয়, তেজপাতার রয়েছে আরও বেশ কিছু অসাধারণ ব্যবহার। আর তা হচ্ছে রূপচর্চায়। অবাক হওয়ারই কথা৷ জেনে নিন রূপচর্চায় তেজপাতার অসাধারণ তেজের কথা৷

১. একটি প্যানে ২ কাপ জলে ৫ টি শুকনো তেজপাতা নিয়ে ঢেকে জ্বাল দিন। এরপর ঢাকনা খুলে ২ মিনিট জ্বাল দিয়ে একটি সসপ্যানে নামিয়ে নিন। এরপর একটি তোয়ালে দিয়ে মাথাসহ সসপ্যানটি ঢেকে ভাপ আপনার ত্বকে নিন। এভাবে মিনিট দশেক ভাপ নিলেই যথেষ্ট। সপ্তাহে দু’বার এভাবে করুন, ব্রণ ও রিংকেল সমস্যার সমাধান থাকবে না।

২. তেজপাতার অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যে কোনও ইনফেকশন দূর করতে বিশেষভাবে কার্যকরী। ছোটখাটো কাটা ছেঁড়া, জখমের দাগ এবং পোকামাকড়ের কামড়ের সমস্যা সহজেই দূর করতে পারেন কাঁচা তেজপাতার রসের মাধ্যমে।

৩. জলে তেজপাতা ভালো করে ফুটিয়ে তা ছেঁকে নিয়ে চুল ধোয়ার কাজে ব্যবহার করা যেতে পারে৷  এতে চুল পড়ার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। এছাড়াও তেজপাতার তেল মাথার ত্বকে লাগালে চুলের খুশকি সমস্যা থেকেও দ্রুত রেহাই পাবেন।

৪. ৫০ গ্রাম তেজপাতা গুঁড়ো করে নিয়ে ৪০০ মিলি জলে জ্বাল দিতে থাকুন, যতক্ষণ না ১০০ মিলিতে পৌঁছায়। শুকিয়ে এলে ছেঁকে জল আলাদা করে নিন। সেই জল চুলের গোঁড়ায়, মাথার ত্বকে ভালো করে ম্যাসেজ করে নিন। ৩-৪ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। ব্যস, উকুন সমস্যা দূর হয়ে যাবে।


৫. তেজপাতা গুঁড়ো করে টুথপেস্টের সঙ্গে মিশিয়ে তা দিয়ে দাঁত ব্রাশ করে নিন। দেখবেন খুব দ্রুত দাঁতের হলদেটে দাগ একেবারেই দূর হয়ে গিয়েছে। তবে ঘন ঘন এই পদ্ধতি অবলম্বন করবেন না।

৬. কাঁচা তেজপাতা অলিভ অয়েলে ফুটিয়ে তেজপাতার তেল তৈরি করে নিতে পারে। এই তেল দেহে ব্যবহার করলে মশা থাকবে দূরে এবং মশার কামড়ের জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়া যাবে।





নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English





The nutritional value of bay leaves keeps it free from various physical problems

The nutritional value of turmeric leaves it free from various physical problems Not only this, with the help of bay leaves you can do wonders. And that is in beauty. 7 to be surprised Find out about the extraordinary energy of bay leaves in beauty treatment


1. In a pan, cover with 5 cups of dried bay leaves in 2 cups of water. Then open the lid and put it in a saucepan with fire for 2 minutes.Then cover the saucepan with the head with a towel and take steam on your skin. Thus, steaming for ten minutes is enough. Do this twice a week, acne and wrinkles will not go away.


2. The antifungal, antibacterial ingredient in bay leaves is especially effective in eliminating any skin infections. The problem of minor cuts, bruises and insect bites can be easily removed with raw bay leaf juice.

3. Boil the bay leaves well in water and strain it and it can be used for washing hair This will completely eliminate the problem of hair loss. Also, if you apply bay leaf oil on the scalp, you will get relief from dandruff problem quickly.


4. Grind 50 gms of bay leaves and continue to burn in 400 ml of water till it reaches 100 ml. When it is dry, separate the filtered water. Massage the water well into the hair follicles and scalp. Leave it for 3-4 hours and wash your hair. Yes, the lice problem will go away.

5. Mix bay leaf powder with toothpaste and brush your teeth with it. You will see that the yellowish stain of the teeth is completely removed very quickly. However, do not use this method frequently.


6. Raw bay leaves can be boiled in olive oil to make bay leaf oil. Using this oil on the body will keep mosquitoes away and protect you from mosquito bite burns.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ