Header Ads Widget

এবার ওয়ারীতে লকডাউন, শনিবার শুরু


ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউনের পর এবার ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত ওয়ারী এলাকার ভেতরে-বাইরের ৮টি রোডে লকডাউন শুরু হচ্ছে আগামী শনিবার। এদিন সকাল ছয়টা থেকে শুরু হবে এ লকডাউন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের ৮টি এলাকার মধ্যে বাইরের রোডগুলো হলো টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা–সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন এবং ভেতরের রোডগুলো হলো লারমিনি স্ট্রিট, হরী স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‍্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।

মঙ্গলবার (৩০ জুন) লকডাউন বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে ডিএসসির মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, আগামী শনিবার (৪ জুলাই) ভোর ছয়টা থেকে লকডাউন বাস্তবায়ন করা হবে। এসব এলাকা ২১ দিন লকডাউন থাকবে।

তিনি বলেন, এই এলাকায় কেবলমাত্র দু’টি সড়ক হয়ে যাতায়াত থাকবে। বাকি সড়কগুলোর মুখগুলো আমরা বন্ধ করে দেয়া হবে। সেখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। নমুনা সংগ্রহ করার জন্য বুথ স্থাপন করা হবে।

এর আগে গতকাল সোমবার এই ‘রেড জোন’-এ লকডাউন বাস্তবায়নের জন্য ডিএসসিসিকে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। তারও আগে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।




Translate English.


This time the lockdown in Wari, starts on Saturday

After the lockdown in Dhaka's East Rajabazar, this time the lockdown will start next Saturday on 6 roads inside and outside the Wari area identified as 'Red Zone'. The lockdown will start from 6 in the morning.

Out of the 8 areas of Ward 41 of Wari under Dhaka South City Corporation (DSCC), the outer roads are Tipu Sultan Road, Jahangir Road, Bulldha Garden from Joykali Mandir on Dhaka-Sylhet Highway and the inner roads are Larmini Street, Warrior Street, Harry Street and Hari Street. Nawab Street.

After an emergency meeting of the Central Management Committee to implement the lockdown on Tuesday (June 30), DSC Mayor Sheikh Fazle Noor Taposh said the lockdown would be implemented from 6 am next Saturday (July 4). These areas will be locked down for 21 days.

He said there would be only two roads in the area. We will close the mouths of the rest of the roads. A control center will be set up there. Booths will be set up to collect samples.

Earlier on Monday, the local government department sent a letter to the DSCC to implement the lockdown in the 'red zone'. Earlier, the Ministry of Health sent a letter to the local government department.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ