Header Ads Widget

আফগানিস্তানে সরকারি বাহিনী-তালেবান সংঘর্ষ, নিহত ৫০




আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) প্রাদেশিক সরকারের মুখপাত্র আবদুল মারুফ আজার এ কথা জানান। খবর সিনহুয়া।  

সিনহুয়া জানায়, সোমবার (২৯ জুন) বিকালে তালেবান বিদ্রোহিরা জাওজান প্রদেশের কারকিন জেলার ডেনার গ্রামে নিরাপত্তাবাহিনীর এক চৌকিতে হামলা চালালে এই সংঘর্ষ শুরু হয়। পরে সেনা ও পুলিশসহ সরকারি বাহিনী পাল্টা হামলা চালালে দুই তালেবান কমান্ডারসহ ৩৫ বিদ্রোহী নিহত হয়। এ সময় বাকিরা পালিয়ে যেতে বাধ্য হয়।

দেশটির কর্মকর্তারা আরও জানিয়েছেন, এ সংঘর্ষে আরো ২৫ জন বিদ্রোহী আহত হয়। এছাড়া এ সময় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও অপর তিন জন আহত হন বলেও জানানো হয়।

আজার নামের আরেক কর্মকর্তা নিশ্চিত করেন যে, সোমবার রাতে জাওজান প্রদেশের সীমান্তবর্তী খামিয়াব জেলায় তালেবান আস্তানাগুলোতে কয়েক দফা বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত ও অপর ১৭ আহত হয়েছে।

তবে তালেবানরা হতাহত বা সংঘর্ষের এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সিনহুয়া।




Translate English.




At least 50 people have been killed in clashes between government forces and the Taliban in Afghanistan

International Desk: Massive clashes between government forces and the Taliban have broken out in Afghanistan's northern province of Jawzjan. At least 50 people, including two members of the security forces, were killed in the incident. Provincial government spokesman Abdul Maruf Azar made the announcement on Tuesday (June 30th). News Xinhua.


The clashes erupted on Monday (June 29th) afternoon when Taliban insurgents attacked a security checkpoint in the village of Denar in Karkin district of Jawzjan province, Xinhua reported. Later, government forces, including the army and police, retaliated, killing 35 insurgents, including two Taliban commanders. At this time the rest were forced to flee.



The country's officials said 25 more rebels were wounded in the clashes. It was also reported that two members of the security forces were killed and three others were injured.

Another official, Azar, confirmed that 13 militants had been killed and 16 others wounded in a series of airstrikes on Taliban strongholds in the Khamiab district bordering Jawzjan province on Monday night.

However, the Taliban have not yet commented on the casualties or the clashes, Xinhua reported.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ