Header Ads Widget

কোরবানির হাটে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা কাদেরের


রাজনীতি ডেস্ক: সারা দেশে চলমান করোনা মহামারি পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যত্রতত্র পশুর হাটের অনুমতি দেয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, ‘কোরবানির পশুর হাটে করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দেয়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করতে হবে।’

বুধবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের আরও বলেন, ‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকির ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি।’

মহাসড়ক ও মহাসড়কের আশেপাশে পশুর হাটের অনুমতি দেয়া যাবে না বলেও জানান সড়কমন্ত্রী।

দেশের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই বন্যার পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি, কৃষকের ফসল ও মানুষের স্বপ্ন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত জেলাসমূহে পাঠানো হচ্ছে ত্রাণ সহায়তা।
আমাদের আস্থার প্রাচীর, মনোবলের আলোকশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে মনিটরিং করছেন।’

সকলকে ঐক্য এবং সাহসিকতার সাথে এসকল দুর্যোগ উত্তরণে কাজ কারারও আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম হবো, ইনশাআল্লাহ্।’



Translate English.




Kader fears an increase in corona infection at the Kurbani market


Politics Desk: Awami League General Secretary and Bridges Minister Obaidul Quader has said that cattle markets will not be allowed on the occasion of Eid-ul-Azha in the current Corona epidemic situation across the country.

He said, "There is a risk of further increase in the rate of corona infection in the sacrificial animal market, so we need to think about this and create effective guidelines."

In a video message on Wednesday (July 1st), Obaidul Quader added, "If the hygiene rules are not strictly followed, the sacrificial animal market can lead to serious health risks." If necessary, the number of cattle markets should be reduced. I urge those concerned to decide what to do in this regard. '

The road minister also said that animal markets would not be allowed on the highways and in the vicinity of the highways.

Regarding the flood situation in the country, the bridge minister said, "Flood situation has occurred in 9 districts of the northern part of the country." Homes, farmers 'crops and people's dreams are drowning in the flood waters without cutting off the remnants of cyclone Ampan along with the corona.'

He said, "Relief aid is being sent to the flood-hit districts as per the necessary instructions of Prime Minister Sheikh Hasina."
Our wall of confidence, the beacon of morale, Prime Minister Sheikh Hasina is closely monitoring every issue. '

Obaidul Quader also called upon all to work with unity and courage to overcome these disasters, saying, "In dealing with various natural disasters.
InshaAllah, I will be able to deal with disasters from the side of helpless people again in the continuity of the capacity that Bangladesh has already shown under the leadership of the Prime Minister. '


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ