Header Ads Widget

জঙ্গিবাদ দমনে সফল হলেও ‘আত্মতুষ্টিতে নেই’: র‌্যাব


‘দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে’ বলে উল্লেখ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতা ধরে রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।’

বুধবার (১ জুলাই) সকালে গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে দুই হাজারের অধিক জঙ্গি গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশের এই এলিট ফোর্সটির মহাপরিচালক বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি জঙ্গিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। দ্রুতই তাদের রায় কার্যকর হবে।’

করোনাকালে জঙ্গিরা সু-সংগঠিত হবার সম্ভাবনা আছে কি-না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘করোনা একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বই জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। জঙ্গি দমনে আমরা ঈর্ষণীয় সফলতা পেয়েছি। এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। গোয়েন্দা কার্যক্রম, অপারেশনাল কার্যক্রম, অব্যাহত আছে বলেই সম্প্রতিকালেও আমরা জঙ্গিদের ধরেছি। তারা যখনই পরিকল্পনা করছে তখনই আমরা অ্যাক্টিভলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যার কারণে আমাদের দেশে জঙ্গি কার্যক্রম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে।’

সাংবাদিকদের প্রশ্নে র‌্যাব প্রধান বলেন, ‘হলি আর্টিজানে হামলার আগে ও পরে জঙ্গিবাদ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করেছে।  এসব অভিযানে অনেক জঙ্গি গ্রেফতার এবং মারা গেছে।  জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।  এ কারণে তাদের আর আগের মতো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই।  আমরা সার্বক্ষণিক কাজ করছি।’

জঙ্গিদমনে দেশবাসীসহ সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানান র‌্যাব ডিজি।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ ২২ জন নিহত হন। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন পুলিশের একজন সহকারী কমিশনার ও একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ঘটনার পরদিন ভোরে (২ জুলাই) সকালে সেনা কমান্ডোদের অভিযানে ৫ জঙ্গি নিহত হয়।



 Translate English.



Although successful in suppressing militancy, 'not complacent': RAB

We are not complacent," said Chowdhury Abdullah Al Mamun, director general (DG) of the Rapid Action Battalion, noting that "militancy is under control in the country." All the units of law enforcement including RAB are working to maintain the success that we have achieved in suppressing militancy. '

He was speaking to reporters on Wednesday (July 1) morning as he paid tribute to those killed in the attack on the Holy Artisan in Gulshan.

More than 2,000 militants have been arrested since the establishment of the RAB, said the director general of the elite police force. The chargesheet of the case against them has been submitted to the court. Their verdict will take effect soon. '

Asked if militants were likely to be well-organized during the Corona era, Chowdhury Abdullah Al Mamun said, "Corona is a global problem. The whole world is working to eradicate militancy. Different law enforcement agencies are working together with our intelligence agencies. We have had enviable success in suppressing militancy. This success will continue. We have recently caught the militants as intelligence activities, operational activities, continue.

We are actively taking action against them whenever they are planning. Due to which militant activities in our country are under considerable control. 'Asked by reporters, the RAB chief said, "Before and after the attack on the Holy Artisan, the law enforcement agencies conducted a massive operation against militancy." Many militants were arrested and killed in these operations. Huge quantities of weapons and explosives were recovered from the militants. For this reason, they do not have the opportunity to get up like before. We are working all the time. '

Everyone, including the countrymen, has cooperated with the law enforcement agencies in the fight against militancy. RAB DG thanked everyone for this.

On the night of July 1, 2016, 22 people, including 18 foreigners, were killed in a militant attack on the Holy Artisan Bakery in Gulshan. An Assistant Commissioner of Police and an Officer-in-Charge (OC) were killed while trying to resist the militants. The next morning (July 2), five militants were killed in an operation by army commandos.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ