Header Ads Widget

নওগাঁয় কিন্ডার গার্টেন শিক্ষকদের স্কুলের জন্য অনুদান ও ঋণের দাবীতে মানব বন্ধন ও অবস্থান কর্মসুচী পালিত


রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনা মহামারীর মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন স্কুল গুলোর জন্য প্রধান মন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও পরিচালকদের সহজ শর্তে ঋণ, সহজ প্রক্রিয়ায় নিবন্ধন তরান্বিত করা, স্কুলের ঘর ভাড়া, পানি ও বিদ্যুত বিল মওকুফ এবং আগামী ৭ আগস্ট স্বাস্থ্য বিধি মেনে প্রতিষ্ঠান গুলো খুলে দেয়ার দাবীতে অবস্থান কর্মসূচি ও মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন নওগাঁ জেলা শাখা আয়োজিত জেলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাকাল ব্যাপী অবস্থান কর্মসূচি ও মানব বন্ধন কর্মসূচি পালন করে। 

মানব বন্ধন চলাকালে জেলা এসোসিয়েশনের সভাপতি এস, এম আল মুবিন রানা, সাধারণ সম্পাদক এরফান আলীর, যুগ্ন সম্পাদক শহীদ প্রামানিক উপদেষ্টা আবু মুসা তারেক প্রমূখ বক্তব্য রাখেন।

অপরদিকে, একই সংগঠনের নামে শহরের মুক্তির মোড়ে সকাল ১০টায় একই দাবীতে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ টুটুল, সাংগঠনিক সম্পাদক ওযাজেদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এসময় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন-এর দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

 
 
 
 
 
 
 
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English









Naogaon Kindergarten Teachers Celebrate Human Bondage and Position Program in Demand for Grants and Loans for Schools

Raihan Alam, Naogaon Correspondent: Financial grants to the Prime Minister for the kindergarten schools affected by the Corona epidemic in Naogaon and loans to the directors on easy terms, expeditious registration, renting of school rooms, waiver of water and electricity bills and health on August 8. Position programs and human bonding programs have been observed to demand the opening of these.


Bangladesh Kindergarten Association Naogaon district branch organized an hour-long sit-in program and human bondage program in front of the district press club at 11 am on Wednesday.

District Association President SM Al Mubin Rana, General Secretary Erfan Ali, Joint Secretary Shahid Pramanik Adviser Abu Musa Tareq spoke on the occasion.


On the other hand, in the name of the same organization, a human bondage and position program was held at 10 am at the Mukti corner of the city with the same demand. Dr. Zahidul Islam, President of the Association, Manjur Morshed Tutul, General Secretary, Wazed Hossain, Organizing Secretary and others spoke on the occasion.

At that time, more than two hundred teachers of different kindergartens of the district were present in the human chain and position program.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ