Header Ads Widget

দীঘির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা (দরগাপাড়া)য় দীঘির পানিতে ডুবে আরাফাত হোসেন ওরফে মধু নামে চার বছর বয়সী এক শিশুর মৃুত্যু হয়েছে। বৃহস্পতিবার (২’জুলাই) দুপুর ১টার দিকে ঝিলিম ইউনিয়নের আমনুরা ( দরগাপাড়া) গ্রামে বাড়ির পাশে খেলতে খেলতে হাজেরাদীঘি নামে একটি দীঘির পানিতে পড়ে ডুবে যায় শিশু মধু। 
দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। শিশু মধু আনোয়ার হোসেনের ছেলে।ইউপি চেয়ারম্যান আশরাফুল হক মতু ও সদর থানার আমনুরা পুলিশ ক্যাম্প ইনচার্য উপপরিদর্শক(এসআই) ওসমান গণি ঘটনাটি নিশ্চিত করেছেন। 
উপপরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

Translate English/ ইংরেজি অনুবাদ পড়ুন...
Tragic death of a child drowning in a lake

Faisal Azam Apu, Special Correspondent: A four-year-old child named Arafat Hossain alias Madhu drowned in a lake in Amanura (Dargapara) of Chapainawabganj Sadar Upazila. At around 1pm on Thursday (July 2), baby Madhu fell into the water of a lake called Hajeradighi while playing near his house in Amanura (Dargapara) village of Jhilim Union.

He died on the way to the hospital. Shishu Madhu is the son of Anwar Hossain. UP Chairman Ashraful Haque Matu and Sadar Police Station Amanura Police Camp Incharge Sub-Inspector (SI) Osman Gani confirmed the incident.

Sub-Inspector (SI) Osman Gani said a GD has been lodged with the police station in this regard.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ