Header Ads Widget

শিবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার।।স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন লাপাত্তা



ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মরদেহ ফেলে পালিয়ে যায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। নিহত গৃহবধূ উপজেলার চককির্ত্তী ইউনিয়নের দুবলিভান্ডার গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রায় ১৭ বছর আগে শ্যামপুর ইউনিয়নের পারুলের সঙ্গে রবিউল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া লেগে থাকত। বৃহস্পতিবার বিকেলে ঘরের ভেতরে পারুলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এ সময়ের মধ্যে শ্বশুরবাড়ির লোকজনকে খুঁজে পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ইকবাল পাশা জানান, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




 Translate English.





Body of housewife recovered in Shibganj .. In-laws missing including husband

Faisal Azam Apu, Special Correspondent: Police have recovered the body of a housewife named Parul Akhter (35) in Shibganj of Chapainawabganj. The body was recovered on Thursday (July 2) afternoon. Earlier, the in-laws along with their husbands fled leaving the body behind. The deceased was identified as Rabiul Islam of Dublibhandar village under Chakkirti union of the upazila.


According to locals, Rabiul Islam got married to Parul of Shampur Union about 18 years ago. They have two children. After marriage, there were quarrels in their family. Locals found Parul's body inside the house on Thursday afternoon. Then the police was informed. Police recovered the body and sent it to the morgue of Chapainawabganj Sadar Modern Hospital for autopsy. The in-laws could not be found during this period.

Shibganj Police Officer-in-Charge (Operation) Iqbal Pasha said the body had marks of injuries on its neck. Family members are on the run. Legal action will be taken in this case.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ