Header Ads Widget

ভুলবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা: গ্রেফতার ২


আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় ২জন আহত হয়েছেন। আহতরা হলেন মো. শিখন প্রাং ও তার পিতা হাবিবুর রহমান প্রাং। এ ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. বাকী প্রাং ওরফে কালা বাকী, পিতা- অয়েন উদ্দিন এবং মো. আলিম ওরফে শিবির আলিম, পিতা মৃত- আবুল খাঁ ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে মো. শিখন প্রাং ও তার পিতা হাবিবুর রহমান ডেমরা-গারুলিয়া সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব শক্রতার জের ধরে ভুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা করে। আহতবস্থায় মো. শিখন প্রাং কে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় বাদী মো. শিখন প্রাং এর ভাগ্নে উজ্জল মৃধা বাদী হয়ে আতাইকুলা থানায় এজাহার দায়ের করে। ঘটনার সত্যতা স্বাকীর করে আতাইকুলা থানার ওসি জানান, এই মামলায় মো. বাকী প্রাং ও মো. আলিম নামে দুজনকে গ্রেফতার করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।




নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
  Translate English






Attack on Bhulbaria due to previous hostilities: 2 arrested

RK Akash, Pabna Correspondent: Two people were injured in an attack in Bhulbaria Union of Santhia Upazila of Pabna due to previous hostilities. The injured are Md. Shikhan Prang and his father Habibur Rahman Prang. Ataikula police have arrested two people in the incident. The arrested are- Md. Baki Prang alias Kala Baki, father- Ain Uddin and Md. Alim alias Shibir Alim, father deceased- Abul Khan.


According to the case statement, Md. On a motorcycle after business on Friday night. Shikhan Prang and his father Habibur Rahman were returning home via Demra-Garulia road. At that time, a group of terrorists led by Imran Hossain, the president of Bhulbaria Union Chhatra League, launched a surprise attack on them. Injured Md. Shikhan Prang was treated at Pabna General Hospital.

In this case, the plaintiff said. Shikhan Prang's nephew Ujjal Mridha became the plaintiff and lodged a complaint with the Ataikula police station. Ataikula police chief said the truth of the incident, said in the case. The rest of Prang and Md. Two persons named Alim were arrested and sent to Pabna District Jail.




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ