Header Ads Widget

প্রতিভা অন্বেষণে ধ্রুব মিউজিকের ব্যতিক্রমী আয়োজন


বিনোদন প্রতিবেদক : প্রতিষ্ঠার পর থেকেই দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জনপ্রিয় সব শিল্পীদের পাশাপাশি নতুন এবং প্রতিভাবানদের নিয়ে কাজ করছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সঙ্গীত প্রতিভাকে তুলে এনেছে। এতে করে একজন প্রতিভাবান যেমন নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন, সেই সাথে দেশে সঙ্গীতাঙ্গন পেয়েছে নতুন কন্ঠশিল্পী।

এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে খুঁজছে সঙ্গীত প্রতিভাদের। আমাদের দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে, যারা নিজে গান লিখে, নিজে সুর করে এবং নিজেই গায়। কিন্তু সুযোগের অভাবে নিজের সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। এই অলরাউন্ডারদের জন্য  ধ্রুব মিউজিক স্টেশন আয়োজন করেছে ‘ধ্রুব মিউজিক আমার গান’।

৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত যে কোন মাধ্যমে গান রেকর্ড করে যে কেউ পাঠাতে পারবেন ধ্রুব মিউজিক স্টেশনের ঠিকানায়। সেখান থেকে জুরিবোর্ড প্রাথমিক ভাবে সেরা ৩০জনকে বাছাই করবেন। তাদের নিয়েই শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরা ৩ গান অবলম্বনে নির্মিত হবে নাটক। আর সেরা দশ জনের ১০ টি মৌলিক গান প্রযোজনা করবে ধ্রুব মিউজিক স্টেশন। আরও জানতে চোখ রাখতে হবে ধ্রুব মিউজিক স্টেশনের অফিসয়াল ফেসবুক পেইজে। 

প্রতিষ্ঠানটির কর্ণধার সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ জানালেন,- ‘গত মার্চের প্রথম সপ্তাহে আমরা এই আয়োজন করার সিদ্ধান্ত নেই। মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। এরই মধ্যে শুরু হলো করোনার ভয়াল থাবা। স্থবির হয়ে গেল জনজীবন। আমরাও আমাদের কার্যক্রম স্থগিত করলাম। এখন স্বাভাবিক কর্মকান্ডে ফিরতে শুরু করেছে মানুষ। তাই আবার শুরু করলাম। 

অডিও অঙ্গনকে আরও সরব করতে এবং সঙ্গীতের প্রতি দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। বাংলা সঙ্গীতের উৎকর্ষ সাধন তথা, সুযোগের অভাবে যারা এতদিন নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারেনি তাদের যোগ্যতা তুলে ধরার লক্ষ্যেই প্রতিভা অন্বেষণের এই আয়োজনটি করা।’ 




নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
  Translate English






Prohibition of constant music in search of talent

Entertainment Reporter: Since its inception, Dhruv Music Station, one of the country's leading audio video production companies, has been working with all popular artists as well as new and talented ones. They have brought out the musical talents scattered in different parts of the country. In this way, as a talented person has been able to develop his own talent, at the same time, a new vocalist has found a music scene in the country.


This time the company is officially looking for music talent. There are many hidden talents in our country who write songs themselves, compose their own tunes and sing by themselves. But due to lack of opportunity, he cannot develop his own talent. For these all-rounders, Dhruv Music Station has organized 'Dhruv Music Amar Gaan'.

From July 5 to July 25, anyone can record songs and send them to Dhruv Music Station. From there, the jury will initially select the top 30. The main competition will start with them. The drama will be based on the best 3 songs in the competition. And Dhruv Music Station will produce 10 original songs of the top ten. To know more, keep an eye on the official Facebook page of Dhruv Music Station.

Musician Dhruv Guha, the head of the organization, said, "We have not decided to hold this event in the first week of March. I arranged it fairly well. In the meantime, Corona's terrible claw began. Public life came to a standstill. We also suspended our activities. Now people have started returning to normal activities. So I started again.

We are organizing this to make the audio arena louder and with a sense of responsibility and obligation towards music. The purpose of this talent search is to showcase the talents of those who have not been able to develop their talents so far due to lack of opportunities.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ