Header Ads Widget

আম উৎপাদনে শীর্ষে নওগাঁ জেলায় ৪ লাখ ২০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা


রায়হান আলম, নওগাঁ থেকেঃ  চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ছাড়িয়ে আম উৎপাদনে শীর্ষে এখন নওগাঁ। চলতি মৌসুমে নওগাঁয় ৪ লাখ ২০ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে প্রায় সাড়ে ১২শত কোটি টাকার আম কেনা-বেচা হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে আম উৎপাদনে শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিচিত হলেও বর্তমানে সারাদেশে আম উৎপাদনে শীর্ষে নওগাঁ রয়েছে। ফলে আমের ‘রাজত্ব’ শুরু করেছে এবং ‘আমের রাজধানী’ হিসেবে নওগাঁ পরিচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

চলতি বছরে নওগাঁয় ১১টি উপজেলায় ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। নওগাঁয় গত বছরের তুলনায় চলতি বছরে ৬ হাজার হেক্টরেরও বেশি জমিতে আম চাষ করা হয়েছে। আগামীতেও বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত পোরশা, সাপাহার, নিয়ামতপুর ও পত্নীতলায় হাজার হাজার বিঘা জমিতে আম গড়ে ব্যাপক সম্ভবনা দেখা দিয়েছে।

চলতি মৌসুমে নওগাঁর আম চাষিরা কনোরা ভাইরাসের কারণে বিপাকে পারেন। আম চাষিদের নায্যমূল্য কেনা-বেচা নিশ্চিত করতেই খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি আম পাকার আগে থেকেই জেলা, পুলিশ, স্থানীয় প্রশাসন, আম চাষি, ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একাধিকবার ভিডিও কনফারেন্স করেছেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, যে সব জায়গা থেকে আম ও লিচু যাবে রাস্তায় কোন ট্রাক যেন প্রতিবন্ধকতার মুখে না পড়ে, সে জন্য দৃষ্টি রাখবে সরকার। অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র আমের বাজারের সাথে নয়, পরিবহনের সাথেও যোগাযোগ থাকবে। সরকারী পরিবহনের সাথে, এমনকি বন্দরে ট্রাক কাভার্ড ভ্যানের সাথেও যুক্ত থাকবে। এছাড়াও ৮টি সংস্থার সাথে সংযুক্ত থাকবে। তাদের বললেই সেখানে চলে গিয়ে নিয়ে আসবে এসব পণ্য। আম নিয়ে ঢাকায় পৌঁছে দেয়ার পর খালি ট্রাক ফিরে গেলে যমুনা সেতুতে টোল ৫০ ভাগ নেয়া হবে। পাশাপাশি হাসপাতালে রোগীদের খাদ্যে কলার পরিবর্তে আম দেয়া, পুলিশ ব্যারাকে আমের বাজার গড়ে তোলা, সেনাবাহিনীতে আমের বাজার গড়ে তোলা ইত্যাদি ব্যবস্থা করা হচ্ছে, যাতে আম চাষীরা আমের নায্য মূল্য পায়। সে জন্য নওগাঁর জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এ ছাড়াও ইতিমধ্যে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীতে খাদ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আম কেনার হাট-বাজারের উদ্বোধন করেন। ফলে পোরশা উপজেলার শতশত আম চাষিদের আম কেনা-বেচার কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। পোরশা উপজেলার আম চাষিরা আগে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাপাহার উপজেলায় আসতেন। ফলে তাদের পরিবহণ খরচ বৃদ্ধি পেতো।

নওগাঁ কৃষি বিভাগের সূত্রে জেলায় আমপানসহ কয়েকটি ছোট ঝড়ে কাঁচা আমের ৫ ভাগ ক্ষতি হলেও সেটি আম পোক্ত হওয়ার সাথে সাথে ক্ষতি পুষিয়ে গেছে। তবে কৃষকরা বলছেন, ঝড়ে তাদের আমের প্রায় ২০ ভাগ ক্ষতি হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে চলতি আম মৌসুমে ৩৩ হাজার ৩৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। আমপান ও ঝড়ের কারণে আমের ক্ষতি হওয়ায় ২ লাখ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ৩১ হাজার হেক্টরের একটু বেশি জমিতে আম চাষ করা হয়। গত বছর আম চাষে আবহাওয়া অনুকূলে থাকায় ২ লাখ ৩৯ হাজার মেট্রিকটন আম উৎপাদন হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, গত বছরের তুলনায় মাত্র ২ হাজার হেক্টরের মতো বেশি জমিতে আম চাষ করা হয়েছে। দিনদিন কৃষি জমিতে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিল্প কারখান গড়ে তোলায় কৃষি জমির পরিমাণ কমছে। এ কারণে আগামিতে জেলায় আম বাগন গড়ে উঠার তেমন লক্ষণ নেই। এ ছাড়াও অন্য কারণ হিসেবে তিনি উল্লেখ করেন প্রতি বছর আমের ভালো ফলন হয় না। যার কারণেই কৃষকরা ধান, ভুট্টা, গমসহ অন্যান্যে ফসল চাষ করে থাকেন। তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জে আমের গাছগুলো বেশি ভাগই বড়। সেই সব গাছ কেটে এবং নতুন আম বাগান গড়ে তুলতে আগ্রহী চাষিদের লেইট ভেরাইটিজ (দেরিতে পাকা) বারি-৪, গৌড়মতি ও যাদুভোগ জাতের আম লাগানোর জন্যে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এই সকল আম গুলো দেরিতে পাকে। ফলে কৃষকরা আমের বেশি দাম পেয়ে থাকেন।
লেইট ভ্যারাইটিজের মধ্যে ‘যাদুভোগ’ বিশেষ ধরণের অর্থাৎ টক-মিষ্টি বারোমাসি জাতের আম। জেলায় গত ৩/৪ বছর থেকে ইত্যে মধ্যে ‘যাদুভোগ’ ৭/৮শ’ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। নজরুল ইসলাম আরো বলেন, নওগাঁয় ৫ বছর আগে কিছু দিন চাকুরী করেছি। তখন সেখানে দেখেছি নওগাঁয় বরেন্দ্র ভূমিতে হাজার হাজার বিঘা বছরের বেশি ভাগ সময় পানির অভাবে পরে থাকে অর্থাৎ তেমন কোন আবাদ হয় না। যার কারণে নওগাঁয় আগামীতে আরো হাজার হাজার বিঘা জমিতে আম বাগান গড়ে উঠার সম্ভবনা রয়েছে। 

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সাহা জানান, ছোট জেলা নাটোরে গত বছরের তুলনায় তেমন উল্লেখ্যযোগ্য ভাবে আম বাগান গড়ে উঠেনি। চলতি বছর জেলায় ৫ হাজার ৫শ’ ২০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। ঝড়ে ক্ষতি হলেও এ থেকে ৭৭ হাজার ৩শ’ ৭ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার মধ্যে লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর ও নাটোর সদর উপজেলাতেই বেশি আম চাষ করা হয়ে থাকে। আর সিংড়া উপজেলা চলন বিল হওয়ায় তেমন আমের বাগান গড়ে উঠেনি। আম চাষিদের বারোমাসি, বারি-৪ ও ১১ নতুন জাতের আম চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক জানান, রাজশাহীতে গত ২/৩ বছর থেকে তেমন আম বাগান গড়ে উঠছে না। গত বছরের তুলনায় মাত্র ১২৫ হেক্টর বেশি জমিতে আম বাগান গড়ে উঠেছে। অর্থাৎ চলতি বছরে ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে থেকে ২ লাখ ১০ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, রাজশাহীর আম বাগান গুলো অনেক পুরাতন অর্থাৎ বড়বড় গাছ। যে সকল কৃষকরা আম বাগান কেটে নতুন বাগান গড়ে তুলতে চাইছেন তাদের লেইট ভ্যারাইটিজ বারি-৪ ও গোড়মতি জাতের আম চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইত্যে মধ্যে রাজশাহীতে ৫০ হেক্টর জমিতে গোড়মতি জামের আম বাগান গড়ে তোলা হয়েছে। শামছুল হক জানান, গোড়মতি জামের আমের বিশেষত্ব হলো, আমের রাজা ল্যাংরার মিষ্টাতা এবং আশ্বিনা আমের সময় নিয়ে গোড়মতি আম উদ্ভাবন করা হয়েছে। ফলে আশ্বিনার আমের পরেও এই গোড়মতি আম পাকে। এ সময় দেশে অন্য কোন জাতের আম থাকে না। ফেলে গোড়মতি প্রতি মণ আম ৮/৯ হাজার টাকায় কেনা বেচা হয়ে থাকে।

নওগাঁ কৃষি বিভাগ ও কৃষকরা বলছেন, ধানসহ অন্যান্য ফসল চাষ করার চেয়ে আম চাষে বেশি লাভ হওয়া ও কম পরিশ্রম লাগায় বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত পোরশা, সাপাহার, নিয়ামতপুর ও পত্নীতলার কৃষকরা আম চাষে ঝুঁকে পরেছেন। ফলে প্রতি বছরই হাজার হাজার বিঘা জমিতে আম বাগান গড়ে উঠছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর নওগাঁয় ১৮ হাজার ৬৬৬ হেক্টর জমিতে গোপালভোগ, ল্যাংরা, খিরাশাপাতি, অরুপালি, নাগফজলি, বারি-৪, মল্লিকা, গুটিসহ বিভিন্ন জাতের আম চাষ করা হয়। 

নওগাঁয় চলতি মৌসুমে পোরশায় ১০ হাজার হেক্টর, সাপাহারে ৮ হাজার ২৫০ হেক্টর, পত্নীতলায় ৩ হাজার ১৫ হেক্টর, নিয়ামতপুরে ১ হাজার হেক্টর, ধামইরহাটে ৬৭০ হেক্টর, মহাদেবপুরে ৬২৫ হেক্টর, নওগাঁ সদরে ৪৪০ হেক্টর, মান্দায় ৪০০ হেক্টর, বদলগাছীতে ৩৩৫ হেক্টর, আত্রাইয়ে ৩৫ হেক্টর ও রাণীনগরে ৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। 

পোরশা উপজেলার আম চাষি রইচ উদ্দিন জানান, এক বিঘা জমিতে উন্নত জাতের আরুপালি আম (ছোট জাতের) গাছ ৬০টি লাগানো যায়। এরমধ্যে আবার বড় জাতের আম গাছ যেমন- গোপালভোগ, খিরাশাপাতি ১৬টি লাগানো হয়। কয়েক বছর আরুপালি নামানো পর সেগুলো কেটে বড় জাতের আমগাছ গুলো রাখা হয়। এতে তাদের বেশি লাভ হয়ে থাকে।

আরেক আম চাষি আমির উদ্দিন জানান, গাছ লাগানো পর প্রথম বছর আমের মুকুল ভেঙ্গে দেওয়া হয়। পরের বছর থেকে আম নেওয়া হয়। এক বিঘায় আম গাছ লাগাতে প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হয়। দ্বিতীয় থেকে তেমন কোন খরচ হয় না অপরদিকে সামান্য লাভ দেখা দেয়। তৃতীয় বছর এক বিঘা জমি প্রায় ৭০/৮০ টাকার আম বিক্রি হয়ে থাকে।

পোরশা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই জানান, পোরশা ও সাপাহারে পানির স্তর মাটির অনেক নীচে। ফলে সারা বছর অনেক জমিতে ফসল হয় না। যার কারণে কৃষকরা আম চাষে বেশি লাভ হওয়ায় আম চাষে ঝুঁকে পারেছেন জমির মালিকরা। 

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, গত ২৫ মে সরকারি ভাবে গোপালভোগ আম সংগ্রহ শুরু করার নির্ধারিত দিনক্ষণ থাকলেও আম পরিপক্ক না হওয়ায় তিনদিন পর আম সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়েছে। এঁটেল মাটির কারণে এখানকার আম অন্য জেলার চেয়ে সুস্বাদু ও মিষ্টি। সেখানে কোন রকম রাসায়নিক দ্রব্য ও বিষ দেন না আম চাষিরা। ১০ বছর আগেও আগাম জাতের ল্যাংরা, গোপাল ভোগ, গুটি, খিরশাপতি চাষে ঝুঁকে পরেন আম চাষিরা। সারাদেশে এ সময় আম বাজারে সরবরাহ হওয়ায় বাজারে দাম ভালো পান না। ফলে লেইট জাতের আম আশ্বিনা, আরুপালি, বারি-৪, গৌড়মতি, ঝিঁনুক চাষে ঝুঁকে পরেছেন। এ জাতের আমের রোগবালাই অন্যান্যে আমের চেয়ে কম অন্যদিকে ফলনোও ভালো। আগাম জাতের বাজারে আম না থাকায় আশ্বিনা, বারি-৪, গৌড়মতি, আম আগষ্ট মাসের শেষ বাজারে বিক্রি শুরু হয়। এই লেইট জাতের প্রতি মণ বাজারে বিক্রি হয় ৪ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা দরে। 

জুলাই-আগষ্ট মাস পর্যন্ত আশ্বিনা, আরুপালি, বারি-৪, গৌড়মতি আম পাওয়া যায়। বাজারে এই জাতের আমের চাহিদা থাকায় কৃষি বিভাগ থেকে এই লেইট জাতের আম চাষের জন্যে কৃষকদের পরামর্শ ও উদ্বুদ্ধ করা হচ্ছে।

সরজমিনে জানা গেছে, চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের কারণে অন্য বছরের মতো নওগাঁয় আম চাষিরা আম বাগান আগেই বিক্রি করতে পারেননি। অন্যদিকে আমপানসহ ছোট ৪/৫টি ঝড়ে আমের ক্ষতি হওয়ায় ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তাই ছিলেন।

নওগাঁয় তবে ঈদের পর থেকে আম কেনা-বেচা শুরু হওয়ার সাথে সাথে থেকে ল্যাংরা ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা ও গোপাল ভোগ ১৮০০ টাকা থেকে ২২শ’ টাকায় কেনা বেচা শুরু হয়। গত বছরের তুলনায় আমের ভালো দাম পেয়ে কৃষকরা খুশি হয়েছেন।

নওগাঁর আরেকটি বিশেষ সুস্বাদু আম নাগফজলি। এই আমগুলো বিশেষ পত্নীতলা, বদলগাছী, ধামইরহাট ও মহাদেবপুরে করে চাষ হয়ে থাকে।

এদিকে আম চাষিরা আম যাতে যথাযথ ভাবে আম বিক্রি ও ব্যবসায়ীরা আম কিনতে নিশ্চিন্তে পারেন সেই লক্ষে ১৯ মে সাপাহারে পুলিশের উদ্যোগে আম ব্যবসায়ী ও চাষিদের সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়। শেষে পুলিশী হয়রানি বন্ধে শতভাগ আশ্বাস দেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম।

জেলায় এই প্রথম আম ব্যবসায়ী ও চাষিদের সাথে পুলিশের মত বিনিময়কে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। আম ব্যবসায়ী ও চাষিরা বলছেন, পুলিশের সহযোগিতায় বিভিন্ন জেলা থেকে আম ব্যবসায়ী এসেছেন। ফলে নওগাঁর আম ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। ইত্যে মধ্যে পুলিশের উদ্যোগে সাপাহারে পুলিশী কন্ট্রোল রুম স্থাপন করা করা হয়েছে। যাতে আম চাষি ও ব্যবসায়ীদের কোন হয়রানি না হয়। 

সাপাহারের আম চাষি তছলিম উদ্দিন, ফারুক হোসেনসহ অন্য আম চাষিরা জানান, গত বছরের চেয়ে এ বছর আমও ভালো হয়েছে। বিগত বছর গুলোতে নওগাঁ থেকে বিদেশেও আম রপ্তানি করা সম্ভব হয়েছে। এ বছর তা করোনা ভাইরাসের কারণে সম্ভব হয়নি।
জানা গেছে, জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলার আমের কেনাবেচা মূল্য কেন্দ্র সাপাহার। সাপাহারে প্রতি বছর দেড়শ’ থেকে ২শ’ আড়ৎঘরের মাধ্যেমে শতশত আম ব্যবসায়ী দেশের বিভিন্ন জেলা থেকে এসে আম কিনে নিয়ে যান। প্রতি বছর মে মাসের মাঝামাঝি থেকে আম কেনা বেচা শুরু হলেও চলতি আম মৌসুমে আম না পাকায় নওগাঁয় দেরিতে শুরু হয় কেনাবেচা। 

সাপাহার আমের আড়ৎদার ওমর ফারুক, জহির উদ্দিন জানান, ইত্যে মধ্যে আড়ত ব্যবসায়ীরা তাদের আড়তের মাধ্যমে পুরোদমে আম কেনা বেচা শুরু হয়েছে। সাপাহার আম আড়ত ব্যবসায়ী সমিতির সাবেক নেতা ও সদস্য জাহাঙ্গীর আলম জানান, ইত্যে মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আম ব্যবসায়ীরা যাতে নায্য মূল্য পান এবং রাস্তায় কোন হয়রানি না করা হয় সে জন্যে বিভিন্ন দিক নির্দেশণা দেওয়ায় তারা হয়রানি হচ্ছে না। ফলে আমের ব্যবসা সুষ্ঠু ভাবে করতে পারছেন।

পোরশা আম ব্যবসায়ী সমিতির সভাপতি সামাদ শাহ চৌধুরী জানান, পোরশায় আমপানসহ কয়েকটি ঝড়ে আমের কিছুটা ক্ষতি হলেও অন্য জেলাতে আম না থাকায় নওগাঁর আম ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়া সম্ভব হচ্ছে। পোরশার সারাইগাছীতে আম কেনা-বেচার হাট স্থাপন করায় উপজেলার শতশত লোক সহজেই আম কেনা-বেচা করতে পারছেন। আগে সকল আম চাষিদের সাপাহারে যেতে হতো।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা জানান, আম ব্যবসার জন্যে অনলাইন, পরিবহণ, ট্রেনসহ সরকারি ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান জানান, এ উপজেলায় ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এসব বাগান থেকে প্রায় ৯৯ হাজার মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাজার অনুযায়ী ৬শ’ কোটি টাকার মতো আম বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে।

সাপাহার আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা জানান, প্রতি বছর শুধু সাপাহারে ৭০০ কোটি টাকা থেকে সাড়ে ৭০০ কোটি টাকার আম কেনা বেচা হয়। তবে এ বছর পোরশায় আমের নতুন হাট-বাজার করা সাপাহারে সরবরাহের কোন ঘাটতি নেই।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এএফএম গোলাম ফারুক হোসেন জানান, ঠাঁঠাঁ বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত নওগাঁয় অন্যান্য ফসলের চেয়ে আম চাষে বেশি লাভ হওয়ায় আম চাষ ঝুঁকে পরেছেন। জেলার ১১টি উপজেলার মধ্যে পোরশা, সাপাহার, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার শিশু থেকে বৃদ্ধ সবাই আম চাষ করে থাকেন। চলতি বছর ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। যা থেকে নওগাঁয় ৪ লাখ ২০ হাজার মেট্রিকটন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

বর্তমানে কৃষকদের আরুপলী, বারী-৪, বারী-১১, ঝিনুক, গৌড়মতি, ব্যানানা ম্যাংগসহ নতুন অর্থাৎ উন্নত জাতের আম চাষের পরামর্শ এবং চারা সংগ্রহ করা হচ্ছে। ফলে কৃষকরা আম চাষে বেশি লাভবান হচ্ছেন অন্যদিকে কৃষকদের মধ্যে আম চাষে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। জেলায় আমের মধ্যে আগাম পাকা জাতের ল্যাংরা, গোপাল ভোগ, গুটি, খিরশাপতি জাতের ৭০ ভাগ আম চাষ করা হয়ে থাকে। এই আগাম জাতের আম বাজারে ১ হাজার টাকা থেকে সবোর্চ্চ আড়াই ২ হাজার টাকা দরে প্রতি মণ বিক্রি হয়ে থাকে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জানান, ঠাঁঠাঁ বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত নওগাঁয় অন্যান্য ফসলের চেয়ে আম চাষে বেশি লাভ হওয়ায় আম চাষ ঝুঁকে পরেছেন। জেলার ১১টি উপজেলার মধ্যে সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার কৃষকরা শিশু থেকে বৃদ্ধ সবাই আম চাষ করে থাকেন। চলতি বছর ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের মধ্যে সবচেয়ে চাাঁপাইনবাগঞ্জ জেলা আম উৎপাদনে শীর্ষে ছিল। তবে এ বছর আম উৎপাদনে নওগাঁ শীর্ষে রয়েছে। প্রতিদিন যে ভাবে শতশত বিঘা আম বাগান গড়ে উঠতে তাতে নওগাঁ আমের রাজধানী হিসেবে খ্যাত হবে।

নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল হোসেন শাহারিয়া জানান, চলতি আম মৌসুমে গত বছরের তুলনায় আম বেশি চাষ হওয়ায় নওগাঁয় প্রায় সাড়ে ১২ শত কোটি টাকার আম কেনা-বেচার সম্ভাবনা রয়েছে। নওগাঁয় যে ভাবে প্রতিদিন আম বাগান গড়ে উঠছে তাতে সারাদেশে আমের ‘রাজত্ব’ করবে ‘নওগাঁ জেলা’।



 Translate English.



Naogaon district is at the top in mango production with a target of 4 lakh 20 thousand metric tons of mango production

Raihan Alam, from Naogaon: Naogaon is now at the top in mango production beyond Chapainawabganj district. A target of 4 lakh 20 thousand metric tons of mango production has been set in Naogaon this season. From which there is a possibility of buying and selling mangoes worth around Tk 12 billion. Although Chapainawabganj district is known as the top producer of mango in the whole country, at present Naogaon is at the top of mango production in the whole country. As a result, the 'kingdom' of mango has started and those concerned think that Naogaon will be known as the 'capital of mango'.


Mango has been cultivated in 24,065 hectares of land in 11 upazilas of Naogaon this year. Mango has been cultivated in more than 6,000 hectares of land in Naogaon this year as compared to last year. Thousands of bighas of land in Porsha, Sapahar, Niamatpur and Patnitala, also known as Barind lands, have huge potential in the future.

Mango growers in Naogaon may be suffering due to Conora virus this season. Food Minister and General Secretary of Naogaon District Awami League Sadhan Chandra Majumder MP has held video conferences with district, police, local administration, mango farmers, traders and local people's representatives more than once to ensure fair buying and selling of mango farmers.

Food Minister Sadhan Chandra Majumder said the government would take care that no truck would be obstructed on the road from where mango and litchi would go. Through the apps, there will be communication not only with the mango market, but also with transportation. It will be associated with government transport, even with truck covered vans at the port. It will also be associated with 6 organizations. If you tell them, they will go there and bring these products.

If the empty truck returns after delivering the mango to Dhaka, 50 percent toll will be levied on the Jamuna bridge. Besides, mango is being given to the patients in the hospital instead of bananas, mango market is being set up in the police barracks, mango market is being set up in the army, etc., so that the mango farmers get a fair price for mango. He instructed the administration officials including the deputy commissioner of Naogaon for that.

Besides, the food minister has already inaugurated a mango buying hat-bazaar at Saraigachhi in Porsha upazila of Naogaon through video conference. As a result, the difficulty of buying and selling mangoes of hundreds of mango farmers in Porsha Upazila has been alleviated. Mango farmers of Porsha upazila used to come to Sapahar upazila, about 16 km away. As a result, their transportation costs would increase.

According to the Naogaon Agriculture Department, a few small storms in the district, including Ampan, caused 5 per cent loss of raw mangoes, but it was compensated as soon as the mangoes matured. But farmers say the storm has damaged about 20 percent of their mangoes.

According to the Chapainawabganj Agriculture Department, mango has been cultivated in 33,035 hectares of land in the current mango season in Chapainawabganj. A target of 2 lakh metric tonnes of mango production has been set due to mango damage due to storms and hurricanes. Last year, mango was cultivated in a little more than 31,000 hectares of land. Last year, 2 lakh 39 thousand metric tons of mango was produced due to favorable weather conditions.

Nazrul Islam, deputy director of the Chapainawabganj Agriculture Extension Department, said mangoes have been cultivated on only 2,000 hectares more than last year. The amount of agricultural land is decreasing day by day due to construction of houses, roads, ghats and factories on agricultural land. Due to this, there are no signs of mango orchards in the district in future. Apart from this, as another reason, he mentioned that mango does not yield well every year.

Due to which farmers cultivate paddy, maize, wheat and other crops. He added that most of the mango trees in Chapainawabganj are big. Farmers interested in cutting down those trees and setting up new mango orchards are advised to plant late varieties (late ripening) Bari-4, Gaurmati and Jadubhog varieties. Because all these mangoes ripen late. As a result, farmers are getting higher price of mango.

Among the late varieties, ‘Jadubhog’ is a special type of sour-sweet Baromasi variety of mango. In the last 3/4 years in the district, ‘Jadubhog’ has been cultivated in 6/700 hectares of land. Nazrul Islam further said, I worked in Naogaon 5 years ago. Then I saw that thousands of bighas in the Barind land in Naogaon are left behind due to lack of water for most of the year, i.e. no cultivation is done. Due to which there is a possibility of developing mango orchards on thousands of bighas of land in Naogaon in future.
Subrata Kumar Saha, deputy director of Natore's Department of Agricultural Extension, said mango orchards in the small district of Natore had not grown significantly in comparison to last year. Mango has been cultivated in 5,520 hectares of land in the district this year. Despite the damage caused by the storm, the production target has been set at 7,308 metric tons. Among the districts, Lalpur, Bagatipara, Baraigram, Gurudaspur and Natore Sadar upazilas have the highest mango cultivation.And as Singra Upazila was a challan bill, not many mango orchards were developed. Mango farmers are being encouraged to cultivate Baromasi, Bari-4 and 11 new varieties.

Shamsul Haque, deputy director of Rajshahi Agriculture Extension Department, said that mango orchards have not been developed in Rajshahi for the last two-thirds of the year. Mango orchards have been established on only 125 hectares of land as compared to last year. In other words, the target has been set to produce 210,000 metric tons of mango from 16,008 hectares of land this year. He also said that the mango orchards of Rajshahi are very old i.e. big trees.

Farmers who want to cut down mango orchards and build new orchards are being encouraged to cultivate late varieties Bari-4 and Gormati. Meanwhile, a mango orchard of Gormati Jam has been set up on 50 hectares of land in Rajshahi. Shamsul Haque said that the specialty of Gormati Jam Mango is that it is the sweetness of Mango King Langra and Gormati Mango has been invented with the time of Ashwina Mango. As a result, even after Ashwina's mango, this orthodox mango ripens. At this time there is no other variety of mango in the country. Mangoes are bought and sold at 8/9 thousand rupees per ounce.

The Naogaon Agriculture Department and farmers say that farmers in Porsha, Sapahar, Niamatpur and Patnitala, known as Barind lands, have resorted to mango cultivation as it is more profitable and less labor intensive than other crops including paddy. As a result, mango orchards are being developed on thousands of bighas of land every year.

According to the Agriculture Department, various varieties of mangoes including Gopalbhog, Langra, Khirashapati, Arupali, Nagfazli, Bari-4, Mallika and Guti were cultivated in 16,006 hectares of land in Naogaon last year.

In the current season in Naogaon 10,000 hectares in Porsha, 8,250 hectares in Sapahar, 3,015 hectares in Patnitala, 1,000 hectares in Niamatpur, 80 hectares in Dhamairhat, 625 hectares in Mahadevpur, 340 hectares in Naogaon Sadar, 4 hectares in Mandai, 3 hectares in Mandai. Mango has been cultivated in 5 hectares of land in Raninagar.

Reich Uddin, a mango farmer from Porsha upazila, said 60 Arupali mango (small varieties) of improved variety can be planted in one bigha of land. Of these, 16 large varieties of mango trees such as Gopalbhog and Khirashapati were planted. After a few years of transplanting, the big varieties of mangoes are cut and kept. It benefits them more.

Another mango farmer, Amir Uddin, said mango buds were broken in the first year after planting. Mango is taken from next year. It costs around Rs 40,000 to plant a mango tree in one bigha. There is no cost from the second, on the other hand there is little profit. In the third year, one bigha of land is sold for about 60/70 rupees.

Abdul Hai, deputy assistant agriculture officer of Porsha upazila, said the water level in Porsha and Sapahar was far below ground. As a result, many lands are not harvested throughout the year. Due to which the farmers are more profitable in mango cultivation and the land owners are inclined to cultivate mango.

Porsha Upazila Agriculture Officer Mahfuz Alam said the collection of mangoes was started three days later as the mangoes were not ripe even though the official date of Gopalbhog Mango was set for May 25. Due to the clayey soil, the mango here is tastier and sweeter than other districts. Mango farmers do not give any chemicals and poisons there. Even 10 years ago, mango farmers used to cultivate Langra, Gopal Vhog, Guti and Khirshapati varieties in advance.

Mango is not getting good price in the market as it is being supplied in the market at this time all over the country. As a result, late varieties of mangoes like Ashwina, Arupali, Bari-4, Gaurmati and oysters are being cultivated. Diseases of this variety of mango are less than other mangoes and yield is also good. As there is no mango in the advance variety market, Ashwina, Bari-4, Gaurmati, mango started selling in the market in the last month of August. This late variety is sold in the market at a price of Rs 4,000 to Rs 6,000 per ounce.

Ashwina, Arupali, Bari-4, Gaurmati mangoes are available till July-August. Due to the demand for this variety of mango in the market, the Department of Agriculture is advising and motivating the farmers to cultivate this late variety of mango.


It has been learned on the spot that despite the bumper crop of mangoes this season, mango growers in Naogaon could not sell their mango orchards earlier due to the corona virus. On the other hand, he was worried about whether he would be able to overcome the loss due to the loss of mango in 4/5 small storms including Ampan.

In Naogaon, however, mangoes were bought and sold after Eid and Langra was sold at Rs 2,000 to Rs 3,000 and Gopal Vog at Rs 1,800 to Rs 2,200. Farmers are happy to get better price of mango as compared to last year.


Another special delicious mango from Naogaon is Nagfazli. These mangoes are cultivated in Patnitala, Badalgachhi, Dhamairhat and Mahadevpur.

Meanwhile, an exchange of views was held with the mango traders and farmers on May 19 at Sapahar on the initiative of the police so that the mango farmers could sell mangoes properly and the traders could buy mangoes safely. In the end, Superintendent of Police Abdul Mannan BPM assured to stop police harassment.

This is the first mango trader and farmer in the district to be exchanged with the police. Mango traders and farmers say that mango traders have come from different districts with the help of police. As a result, mango traders of Naogaon are benefiting. Meanwhile, a police control room has been set up at Sapahar on the initiative of the police. So that there is no harassment of mango growers and traders.

Sapahar mango growers Taslim Uddin, Faruk Hossain and other mango growers said, this year the mango has been better than last year. In the last few years, it has been possible to export mangoes from Naogaon to foreign countries. This year it was not possible due to the corona virus.

It is learned that Sapahar, Porsha, Niamatpur and Patnitala mango trading centers of the district are Sapahar. Hundreds of mango traders from different districts of the country come to Sapahar every year to buy mangoes through 150 to 200 warehouses. Although the buying and selling of mangoes starts from the middle of May every year, the trade starts late in Naogaon due to non-ripening of mangoes in the current mango season.

Sapahar mango storekeeper Omar Farooq and Zahir Uddin said that in the meantime, the store traders have started buying and selling mangoes in full swing through their storerooms. Jahangir Alam, a former leader and member of the Sapahar Mango Warehousing Traders' Association, said Food Minister Sadhan Chandra Majumder, meanwhile, was not harassing mango traders as they were given various directions to get a fair price and no harassment on the streets. As a result, he is able to do mango business smoothly.

Samad Shah Chowdhury, president of Porsha Mango Traders' Association, said that although some storms including Ampan in Porsha had caused some damage to mangoes, it was possible to make up for the loss of mango traders in Naogaon due to lack of mangoes in other districts. Hundreds of people of the upazila are able to buy and sell mangoes easily as a mango buying and selling market has been set up at Saraigachhi in Porsha. Earlier, all mango farmers had to go to Sapahar.

Porsha Upazila Nirbahi Officer Nazmul Hamid Reza said various initiatives have been taken by the government including online, transport and train for mango business.

Sapahar Upazila Agriculture Officer Mojibur Rahman said mango has been cultivated in 6,250 hectares of land in the upazila. A target has been set to collect about 99,000 metric tonnes of mangoes from these orchards. At present, according to the market, mangoes are expected to fetch around Rs 600 crore.

Kartik Saha, president of the Sapahar Arat Business Association, said mangoes worth between Tk 600 crore and Tk 800 crore are bought and sold in Sapahar alone every year. However, there is no shortage of supply in Sapahar, the new mango market in Porsha this year.

AFM Golam Faruk Hossain, Additional Deputy Director, Department of Agriculture Extension, Naogaon, said mango cultivation in Naogaon, known as Thanthan Barind Bhumi, is more profitable than other crops. Among the 11 upazilas of the district, Porsha, Sapahar, Niamatpur and Patnitala upazilas cultivate mangoes from children to the elderly. Mango has been cultivated in 24,065 hectares of land this year. From which the agriculture department expects to produce 4 lakh 20 thousand metric tons of mango in Naogaon.

At present, farmers are being advised to cultivate new and improved varieties of mango including Arupali, Bari-4, Bari-11, Oyster, Gaurmati, Banana Mang and seedlings are being collected. As a result, farmers are getting more profit from mango cultivation. On the other hand, there is a huge interest in mango cultivation among the farmers. Mangoes of Langra, Gopal Bhog, Guti and Khirshapati varieties of pre-ripened varieties are cultivated in the district. This advance variety of mango is sold in the market at a price ranging from Tk 1,000 to a maximum of Tk 2,000 per ounce.

Naogaon Agriculture Extension Department Acting Deputy Director. Rabia Nur Ahmed said that mango cultivation in Naogaon, known as the land of Thanthan Barind, has become more profitable than other crops. Among the 11 upazilas of the district, farmers of Sapahar, Porsha, Niamatpur and Patnitala upazilas cultivate mango from children to the elderly. Mango has been cultivated in 24,075 hectares of land this year.

He added that Chapainawaganj district was at the top in mango production in the country. However, Naogaon is at the top in mango production this year. Naogaon will be known as the capital of mangoes in the way hundreds of bighas of mango orchards are developed every day.

Iqbal Hossain Shahria, president of Naogaon Chamber of Commerce and Industry, said there is a possibility of buying and selling mangoes worth around Tk 1,200 crore in Naogaon as more mangoes are being cultivated in the current mango season than last year. In the way mango orchards are being developed in Naogaon every day, 'Naogaon district' will 'rule' mangoes all over the country.
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ