Header Ads Widget

আত্রাইয়ে মৃত্যুর ৮দিন পর করোনার পজেটিভ রিপোর্ট; নওগাঁয় নতুন শনাক্ত ৬৭ জন


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে করোনা উপসর্গ নিয়ে মফিজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর ৮দিন পর করোনায় আক্রান্তের রিপোর্ট এসেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় আরও নতুন করে ৬৭ ব্যক্তির শরীরে করোনায় শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫১ জন। আর মোট মৃত্যুর হয়েছে ৬ জনের।

সিভিল সার্জন ডা. আলাউদ্দিন আলাল জানান, আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের মফিজ উদ্দিন করোনার উপসর্গ জ্বর ও পেটের সমস্যা নিয়ে ১৯ জুন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর করোনার সন্দেহ দেখা দেয়ায় পরদিন ২০ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। হাসপাতালে চিকিৎসা সেবা দেয়ায় জ্বর ও পেটের সমস্যা ভাল হয়ে যাওয়ায় পরদিন সকালে গ্রামের বাড়ি চলে যান। ২১ জুন সন্ধ্যায় তিনি মারা যান। গত রবিবার ২৮জুন রাতে আসা করোনার রিপোর্টে তিনি আক্রান্ত ছিলেন এমন রিপোর্ট হাতে আসে। ইতিমধ্যে মফিজ উদ্দিনের সংস্পর্ষে আসা সকল ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে সিভিল সার্জন আরও বলেন, সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেন। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে ৩ জন পুলিশ, ২ জন নার্স, ২ জন মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট এবং ১ জন স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন। 

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানান, রবিবার বিকেলে ও রাতে ঢাকার আইইডিসিইআর থেকে ২৩২টি নমুনার রিপোর্ট আসে। এতে নতুন করে ৬৭ ব্যক্তির শরীরে করোনায় শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় ২৬ জন, রাণীনগরে ১ জন, আত্রাইয়ে ৩ জন, মহাদেবপুরে ৯ জন, বদলগাছিতে ৮ জন, পত্নীতলায় ২ জন, ধামইরহাটে ২ জন এবং পোরশায় ১৬ জন। 

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২৪২ জনকে। এদের মধ্যে সদরে ৯১ জন, রাণীনগরে ৩ জন, মহাদেবপুরে ১৩ জন, মান্দায় ২১ জন, বদলগাছিতে ১৯ জন, পত্নীতলায় ১৪ জন, ধামইরহাটে ২৭ জন, নিয়ামতপুরে ২ জন, সাপাহারে ৪১ জন এবং পোরশায় ১১জন।  

এই সময়ে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬০১ জন। মোট সুস্থ্য হয়েছেন ২১৪ জন।





 Translate English.



Corona positive report 7 days after death in Atrai; 7 newly identified people in Naogaon

Naogaon Correspondent:
7 days after the death of a person named Mofiz Uddin (70) with corona symptoms in Atrai of Naogaon, there was a report of corona infection. There has been panic among the locals. Meanwhile, the number of coronavirus infections and deaths is increasing day by day. In the last 24 hours, 6 new bodies have been identified in the district. The total number of infected people in the district is 451. And a total of 6 people have died.


Civil Surgeon Dr. Alauddin Alal said Mofiz Uddin Corona of Bhabanipur village in Atrai Upazila was admitted to Atrai Upazila Health Complex on June 19 with symptoms of fever and stomach problems. The next day, on June 20, his samples were collected due to the suspicion of Corona. He went home to the village the next morning as his fever and stomach problems got better after receiving medical treatment at the hospital. He died on the evening of June 21.

Coroner's report on the night of June 26 came to light that he was infected. In the meantime, all those who came in contact with Mofiz Uddin have been instructed to stay in quarantine. Advising the locals not to panic, the civil surgeon further requested them to abide by the government instructions.


According to the Civil Surgeon's Office, the new identities include 3 policemen, 2 nurses, 2 medical assistants and 1 health inspector.

Naogaon Deputy Civil Surgeon Dr Manjur Morshed said 232 samples were reported from Dhaka IEDCER on Sunday afternoon and night. The body of the person has been newly identified in the corona. In the last 24 hours, 28 people were killed in Sadar upazila, one in Raninagar, three in Atrai, nine in Mahadevpur, six in Badalgachhi, two in Patitila, two in Dhamairhat and 18 in Porsha.

In the last 24 hours, 242 people have been newly quarantined in the district. Of these, 91 are in Sadar, 3 in Raninagar, 13 in Mahadevpur, 21 in Manda, 19 in Badalgachhi, 14 in Patitila, 28 in Dhamairhat, 2 in Niamatpur, 41 in Sapahar and 11 in Porsha.

At this time, 63 people got clearance from Home Quarantine. At present there are 1601 people in quarantine. A total of 214 people have recovered.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ