Header Ads Widget

সাংবাদিক তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ

প্রেসবিজ্ঞপ্তি : রাজশাহী প্রেসক্লাবের সাবেক সদস্য, রাজশাহী ক্রীড়া লেখক পরিষদের সভাপতি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুমের মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। 

গত রোববার রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি....রাজিউন। করোনা সন্দেহে গেল শুক্রবার তিনি এবং তার স্ত্রী রেবেকা সুলতানা নমুনা দেন। কিন্তু রোববার রাতে মাসুমের মৃত্যুর পর দেয়া রিপোর্টে তাদের দুজনেরই করোনা নেগেটিভ আসে। 

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা শোক বার্তায় বলেন, সাংবাদিক তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন। বিশেষ করে রাজশাহীর ক্রীড়া সাংবাদিকতাকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিক হিসেবে সাফ গেমস এশিয়ান গেম্স ও অলিম্পিক গেমসও কাভার করেছেন। 

তার মৃত্যুতে ক্রীড়া সাংবাদিকতা অঙ্গনের বড় ক্ষতি হয়ে গেল। করোনা উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। সঠিক চিকিৎসা পেলে হয়তো এই গুণী সাংবাদিককে আমরা অকালে হারাতাম না। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনাজ্ঞাপন করছি।



Translate English.



Rajshahi Press Club mourns the death of journalist Tabibur Rahman Masum

Press Release:
Rajshahi Press Club has expressed deep grief over the death of Tabibur Rahman Masum, former member of Rajshahi Press Club, President of Rajshahi Sports Writers' Council and Treasurer of Rajshahi Journalists Union.


He died at the Christian Mission Hospital in Rajshahi at around 9.15pm on Sunday night (Innalillahi .... Rajyun. Corona was suspected and he and his wife Rebecca Sultana gave samples on Friday.

Rajshahi Press Club President Saidur Rahman and General Secretary Aslam-ud-Daulah said in their condolence message, "We are saddened by the death of journalist Tabibur Rahman Masum." He was a talented journalist. He especially promoted sports journalism in Rajshahi. As a sports journalist at various times, Saf Games has also covered the Asian Games and the Olympic Games.

His death caused great damage to the field of sports journalism. He was admitted to the hospital with corona symptoms. Later in the sample report corona came negative. With the right treatment, we might not have lost this talented journalist prematurely. We extend our heartfelt condolences to the bereaved family and seek forgiveness of the soul of the deceased.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ