Header Ads Widget

২৩ দিন পর বরিশালের মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র্র্যাব


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ ২৩ দিন নিখোঁজের পর বরিশালের মাদ্রাসা শিক্ষার্থীকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাজবাড়ী থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। উদ্ধারকৃত শিক্ষার্থী এ্যানি আক্তার (১৭)। র‌্যাব জানায়, নাবালিকা মাদ্রাসা শিক্ষার্থী এ্যানি আক্তার গত ৬ জুন বরিশাল থেকে নিখোঁজ হয়। 

এরই প্রেক্ষিতে গত ২৬ জুন বরিশাল বানারিপাড়া থানায় জিডি করে পরিবার। জিডি নং-৯০১। পরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন মাধ্যমে ভিকটিম সমন্ধে খোঁজখবর অব্যাহত রাখে। এক পর্যায়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নাচোলের হাট রাজবাড়ী থেকে এ্যানিকে উদ্ধার করা হয়। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ্যানি আক্তার স্বীকার করেন যে, মাসুদ রানা নামে একজন ব্যক্তি ঢাকা ও অন্যান্য স্থানে আটকিয়ে রেখে নাচোল নিয়ে আসে।






 Translate English.




After 23 days, RAB rescued a madrasa student from Barisal

Faisal Azam Apu, Special Correspondent:
A team of RAB-5 and CPC-1 Chapainawabganj camp rescued a Madrasa student from Barisal in Nachol upazila of Chapainawabganj after he went missing for 23 days. Rescued student Annie Akhter (18). According to the RAB, the minor madrasa student Annie Akhter went missing from Barisal on June 8.


In this context, the family lodged a GD with the Barisal Banaripara police station on June 26. GD No. 901. Later, RAB-5, CPC-1 of Rajshahi, continued to search for the victim through various means in the responsible area of ​​Chapainawabganj camp. At one stage, Annie was rescued from Hat Rajbari in Nachole around 7.30 pm on Monday.



During the RAB's preliminary interrogation, Annie Akhter admitted that a man named Masud Rana had detained her in Dhaka and other places and brought her to Nachol.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ