Header Ads Widget

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপি অনলাইন ডিজিটাল মেলার উদ্বোধন


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী (২৮-৩০ জুন) অনলাইন ডিজিটাল মেলা। রোববার (২৮ জুন) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ ডিজিটাল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও জেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়-মেলায় ডিজিটাল বাংলাদেশের গত ১১ বছরের কার্যক্রম, প্রযুক্তিগত উদ্ভাবন ও সম্প্রসারণ ব্যানার-পোষ্টারসহ অনলাইনের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপণ করা হবে। জেলা প্রশাসনের ওয়েবসাইটে এ মেলার কার্যক্রম বিশ্বের যেকোন প্রান্ত হতে যে কেউ অংশ নিতে পারবে।

জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটের (www.chapainawabganj.gov.bd) ‘ডিজিটাল মেলা-২০২০’নামের একটি মেনুবারে এ অনলাইন ডিজিটাল মেলার কার্যক্রম পরিচালিত হবে। মেলায় বিভিন্ন প্রতিযোগিতারও ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে  ২৯ জুন বিকাল ৩ টার কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কুইজে প্রশ্ন করা হবে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধুকে জানি’ বইটি থেকে (বইটির লিংকঃ www.chapainawabganj.gov.bd/…/dba02eff-674e-40f4-bc25…)। ২৯ জুন দুপুর তিনটায় কুইজ এর প্রশ্ন উন্মুক্ত করা হবে, পুরণ করে বিকাল ৪.১৫ এর মধ্যে chapaidigitalfair2020@gmail.com এই ইমেইলে উত্তর পাঠাতে হবে।

‘তথ্য প্রযুক্তিই নাগরিক সেবা উন্নতকরণের মূল হাতিয়ার’ বিষয়ে সেমিনার ২৯জুন বিকাল ৩ টায়। জুম আপসের মাধ্যমে যে কেউ সেমিনারে অংশগ্রহন করতে পারবে। (Meeting ID: 788 2342 5828 Password: 12345678)।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩০ জুন বিকাল ৩ টায়। ঘরে বসেই প্রত্যেকে এ মেলায় অংশগ্রহণ করতে পারবে।
মেলার বিভিন্ন প্যাভিলিয়নে জেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ও উদ্যোক্তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে “মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার’ প্রতিপাদ্যে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হবে।




Translate English.



Inauguration of three-day online digital fair in Chapainawabganj

Faisal Azam Apu, Special Correspondent: A three-day (June 26-30) online digital fair is going to start in Chapainawabganj. Deputy Commissioner AZM Nurul Haque inaugurated the digital fair at a press briefing in the conference room of the district administration on Sunday (June 26).

Additional Deputy Commissioner (Overall) Tajkir-uz-Zaman and officials of other departments and journalists of the district were present at the time.


According to the district administration, the activities of the last 11 years of Digital Bangladesh, technological innovation and expansion will be presented to the people online along with banners and posters at the fair. Anyone from any part of the world can take part in the fair activities on the website of the district administration.

The online digital fair will be conducted in a menu bar named 'Digital Mela-2020' on the official website of the district administration, Chapainawabganj (www.chapainawabganj.gov.bd). Various competitions have also been arranged in the fair. The quiz competition will be held on June 29 at 3 pm. Questions will be asked from the book 'I know Bangabandhu' published by the district administration Chapainawabganj (link to the book:www.chapainawabganj.gov.bd/…/dba02eff-674e-40f4-bc25…). The quiz questions will be unveiled on June 29 at 3 pm], Will have to fill and send a reply to chapaidigitalfair2020@gmail.com by 4.15 pm.Seminar on 'Information Technology is the Key Tool for Improving Citizen Services' on June 29 at 3 p.m. Anyone can participate in the seminar through Zoom Aps. (Meeting ID: 788 2342 5828 Password: 12345678).


The book review competition for Bangabandhu's unfinished autobiography will be held on June 30 at 3 pm. Everyone can participate in this fair sitting at home.

Various activities of different departments of the district, educational institutions and entrepreneurs will be displayed in different pavilions of the fair.

The digital fair will be organized by the Department of Information and Communication Technology and the district administration of Chapainawabganj under the theme "Our Commitment is a tool to advance technology in the year of Mujib".

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ