প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ক্ষেত থেকে হাছেন বাবু (৩২) নামের এক রিকশাভ্যান চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বড়নগর বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হাছেন বাবু ওই ইউনিয়নের সৈয়দপুরের দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর রশিদের জ্যেষ্ঠ ছেলে এবং পেশায় রিকশাভ্যান চালক।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের নিজ বাড়িতে খাওয়া শেষে রিকশাভ্যান নিয়ে বেড়িয়ে পড়েন হাছেন বাবু। গভীর রাত নেমে এলেও হাছেন বাবু বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁশি শুরু করেন। সকালে জানা যায় একটি মরদেহ হাছেন বাবুর বাড়ির ১ কিলোমিটার দক্ষিণের একটি ধান ক্ষেতে পড়ে আছে। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি শনাক্ত করেন। তবে তার রিকশাভ্যানটি ওইখানে পাওয়া যায়নি।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। হাছেন বাবুর রিকশাভ্যানটি পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা থেকে উদ্ধার করে বিরামপুর থানার হেফাজতে দিয়েছে স্থানীয়রা।
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ