Header Ads Widget

রাজশাহী তানোরে পুলিশের অভিযানে ১১জন গ্রেপ্তার

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে বিভিন্ন ঘটনায় ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (৯ই অক্টোবর) শুক্রবার বেলা ৩টার দিকে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

 

এরা হলেন, তানোর থানায় স্ত্রীর দায়ের করা ধর্ষন চেষ্টা ও সহায়তা মামলার ২ নং আসামী বাদির স্বামী তানোর উপজেলার দেউল (কালনা) গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ওসমান গনি (৪২)। অপর দিকে তানোর থানার এসআই আসাদুজ্জামান ও এসআই এখলাছুর রহমান সংগীয় ফোর্সসহ তানোর উপজেলার মালশিরা গ্রামে অভিযান চালিয়ে ৪০লিটার চোলাইমদসহ মালশিরা গ্রামের মৃত গিরীশ মুর্মুর ছেলে স্বপন মুর্মু (২৫), একই গ্রামের মৃত শ্যাম মুর্মুর ছেলে হরি মুর্মু (৫৫) কে গ্রেপ্তার করেন।
 

অন্যদিকে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহাদৎ হোসেন সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী তানোর উপজেলার পাঁচন্দর উত্তরপাড়া  গ্রামের মৃত রহিম মন্ডল ছেলে শুকুর আলী (৫০) ও মুন্ডমালা মিশনপাড়া গ্রামের হুমায়ন কবিরের ছেলে সুমন ইসলাম (২৪) কে গ্রেপ্তার করেন। সেই সাথে তানোর থানার এএসআই হেলাল উদ্দিন সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানোর উপজেলার নিজামপুর মৃত প্রানেশ্বর চন্দ্র শাহার ছেলে শ্রী প্রভাস চন্দ্র শাহা (২২) কে গ্রেপ্তার করেন। 

 

সেই সাথে তানোর থানার এএসআই ইউনুছ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজামপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী ৩ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানার পলাতক আসামী রুনা লায়লা (৪০) কে গ্রেপ্তার করেন। অপর দিকে গৃহবধু আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহার ভুক্ত আসামী গোকুল গ্রামের আসাদুল ইসলাম (২৭),  রাসেল প্রামানিক (৩১), আব্বাস আলী (২৪), রহিদুল ইসলাম (৫২) কে গ্রেপ্তার করা হয়। 

 

তানোর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, শুক্রবার বিকাল ৩টায় গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে অদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ