Header Ads Widget

ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানে, ১০ সেনা নিহত


যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান আবারও রক্তাক্ত হলো। রাস্তার ধারে পড়ে থাকা বোমার ভয়াবহ বিস্ফোরণে মারা গেলেন ১০ জন আফগান ন্যাশনাল আর্মির সেনা। এছাড়া বিস্ফোরণে আরও মারা গেছেন ৩ জন বেসামরিক মানুষও। বেশ কয়েকজন আহত হয়েছেন এই বিস্ফোরণে। 



আফগানিস্তানের শের ই পাল প্রদেশে সেনা কনভয়কে নিশানা করা হয়েছিল। যদিও তালেবান বা অন্য কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রালয় সূত্রে খবর, দেশটির বাঘলানে আরও একটি মাইন উদ্ধার করা হয়েছে। সেটি নিষ্ক্রিয় করা হয়েছে।



এদিকে, কয়েকদিন আগেই লাঘমানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৮ জনের। লাঘমানের প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের কনভয় লক্ষ্য করে এদিন বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রাদেশিক গভর্নর। ৮ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন ৩০ জনেরও বেশি মানুষ। 



প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের সামান্য আঘাত লাগলেও, তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান গভর্ণর এখন সুস্থ রয়েছেন।

 

 

 

 

 

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ