Header Ads Widget

মনের ঘরে

 মনের ঘরে

 হঠাৎ একদিন তুমি এসেছিলে

 আমার মনের ঘরে,

 ভাঙ্গা ঘরটাকে নতুন করে 

সাজিয়েছিলে তোমার মনের রং তুলি দিয়ে ।

আবার নিজের ইচ্ছে মত

কেন চলে গেলে ঘরটাকে 

কালো রং এ সাজিয়ে ।

 

 

 

 

 

 

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ