Header Ads Widget

এক তরফা না বলা প্রেম

 

  এক তরফা না বলা  প্রেমের গল্প


আমি এমন একজন অসহায় যে নিজের ভালোবাসার কথা বলতে পারিনি। বলতে পারিনি আমি শুধু চেয়েছি তোমায়---------------
 

আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলে। যার রোজ সকাল শুরু  হতো মা- বাবার আদরে আর ভালোবাসায়, যাকে পরিবারের সকলেই ভালোবাসত। পরিবারে হাজার সংকট এবং অভাব থাকলেও বুঝতে দেইনি  মা- বাবা ।


তারা বৃক্ষের ছায়ার মত আগলে রেখেছে আমায়। এবং যা চেয়েছি তাই পেয়েছি। আমার জীবনে ছিল শুধু পড়া লেখা, আর একটাই স্বপ্ন বড় হয়ে পুলিশ হব। কোন দুঃখ ছিলনা আমার জীবনে। কিন্তু আমার  যত বন্ধু ছিল তারা একটু বদমাস টাইপের ছিল। তারপরও তারা আমার কাছে ভালো ছিল তারা অধিকাংশ্যই প্রেম করত এবং আমায় বলতো ভাই তুই একটা প্রেম কর। আমি ওদেরকে বোলতাম না ভাই প্রেম আবার কী? জীবনে আমি এইসব প্রেম-টেম করব না। বন্ধুরা বলত সালা তুই প্রেমতো একদিন না একদিন করবিই আর সেই দিন আমরা মজা নেব আমি বলতাম আরে না জীবনে আমি প্রেমের মধ্যে জড়াব না তোরা দেখে নিস। 


হঠাৎ এক সকালে একটি মেয়েকে দেখলাম খোলা চুল, নীল ড্রেস পরা স্কুল ব্যাগ নিয়ে আমার সামনে দিয়ে হেটে যাচ্ছে। হঠাৎ কী যে, হলো মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আর সেই দিন থেকে,মেয়েটির সাথে রোজ সকালে দেখা হতে লাগলো। একদিন হঠাৎ এক বন্ধু কে বল্লাম দোস্ত আমি বিয়ে করব---
 


সবাই আমার  মুখের দিকে তাকালো তারপর আমি বল্লাম আমার মুখের দিকে তাকাচ্ছিস কেন তোরা, একজন হঠাৎ করে  বলে উঠল ভাই পাবনা যাবি নাকি। আমি ওকে বল্লাম ভাই আমি আমি প্রেমে পড়ে গেছি।


আর সেই থেকে শুরু হলো আমার স্বপ্নের শেষ, দূঃখের শুরু। মনে ধরে গেছে মেয়ে টাকে। আমার মনে হতে লাগল মেয়েটি যেন আমার  জন্যই পৃথিবীতে আসছে। আমি সেই থেকে প্রতিদিন সকালে সেই মেয়েটির জন্য রাস্তার পাশে দাড়িয়ে থাকতাম আর তার অপেক্ষা করতাম। সেই মেয়েটি যখন আসতো মনে হত আমার শরীরের সব রক্ত ঠান্ডা হয়ে যেত হাত পা ¯িথর হয়ে যেত আমি বোবা হয়ে যেতাম আর বুকের বাম পাশে ধুক ধুক ধুক করত মনে হতো আমি যেন পাথরের মূর্তি তাকে দেখা ছাড়া আমার কিছুই বলার নাই ।


এভাবেই যেন দুটি বছর কেটে গেল তাকে দেখা ছাড়া আমি কিছুই বলতে পারিনি । হঠাৎ একদিন আমাদের বাসার পাসের বাসার একটি মেয়ের মুখে ওর কথা শুনি। পরে মেয়েটিকে আমি আমার কথা গুলো বলি এবং তার হাত দিয়ে একটি চিঠি পাঠায়। এভাবে আমি প্রতিদিন একটা করে চিঠি দিতাম আর সেই চিঠি গুলার উত্তর আমি কোন দিন পাই নাই ।
 

আমি চিঠি দেই সে জানতে পারে এবং সে ঐ রাস্তা দিয়ে আসা বন্ধ করে দিল। আমার মনে হতে লাগল যেন আমি ওকে একদিন না দেখলে মরইে যাব। এভাবে অনেক দিন কেটে গেলো আমি ও পাড়ায় যাওয়া শুরু করলাম। তখন আবার রোজ বিকেলে দেখা হতে লাগলো। 


আর ওর সাথে যখন আমার দেখা হতো ও শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকতো। আর আমার লজ্জা লাগতো। এভাবে কয়েক মাস কেটে গেলো আমার পরীক্ষা টাইম। আমি সকালে ওর বাসার  সামনে চলে যেতাম আর ওর মুখ দেখে গিয়ে পরীক্ষা হলে বসতাম।


হঠাৎ একদিন ওর বাসা থেকে ওর কাকা এবং একজন পাড়ার প্রতিবেশী আমাদের বাসায় আসে। আমি ঘাবড়ে গেলাম আমার বাবা- মা কে ডেকে তারা অপমান করল। এবং তারা বল্লো আমি তাদের মেয়েকে নাকি ডিস্টাব করতাম। এবং সেই মেয়ে নাকি এগুলা সহ্য করতে না পেরে তার কাকা কে বলছে। আর আমাকে মেরে হাত-পা ভেঙ্গে দেবে বলে সাসিয়ে গেল । আমার মাথার উপর বাজ ভেঙ্গে পড়ল। রাতে ঘুম আসেনা এখনো একলা কাদি তার জন্য। 


আর সেই কষ্ট সহ্য করতে পারিনা আমি একদিন এক বন্ধুর সাথে সিগারেট খাওয়া শুরু করলাম। আমার যত স্বপ্ন ছিলো সব ভেঙ্গে গেলো। এসএসসি পরীক্ষা শুরু হলো তেমন ভালো পরীক্ষা হয়নি। আমি ১ সাবজেক্ট এ ফেল করলাম। আমার সব আপন মানুষ গুলো যেন আমার থেকে দূরে চলে যেতে লাগল। আমি একা হয়ে পড়লাম। 


আমি এই কষ্টের পৃথিবীতে শুধুই একা একটা অতিথি পাখি কষ্টের কোন শেষ নেই জীবন কখন কাকে কোন পর্যায়ে নিয়ে যায় তা কেউ যানে না । প্রেম কখনো কাউকো কবি বানিয়ে দেয় আবার কখনো নিস্ব আমি এক নিস্ব প্রেমিক যে, কখনো মেয়েটি কে বলতে পারেনি ভালোবাসি, তারপরও আজও সে প্রেমের জন্য সবকিছু হারিয়েছে স্বপ্ন গুলো মাটির নিচে পুতে নিস্ব হয়ে গেছে। আজও ভালোবাসি তাকে, নিষ্পাপ আমার ভালো বাসা তাই এতো কষ্ট আমার ভালোবাসায়। বলতে পারিনি ভালো বাসি শুধু তোমায়। 


আর মেয়েটাকে দেখতে ইচ্ছে করলেও মনটাকে মানিয়ে নিই এই  ভেবে যে গরিবের ভালোবাসা সকল বড় লোক মেয়েদের কাছে মুল্যহীন। এখন মেয়েটিকে দেখলে মাথা নিছু করে হেটে যাই। দুঃখ গুলো বুকের বা পাশে নিয়ে।


আজও ইচ্ছে করে বলতে তাকে ভালোবাসি তোমাকে । আর হয়তো জিবনের শেষ নিশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো সেতু , আমি শুধু চেয়েছি তোমায়.......................
 


জীবনটা অনেক ছোট তাই জীবনে কাউকে ভালোবাসলে বলে দিও মনের মধ্যে রেখো না হয়তো মনের কথা মনে চাপা থাকলে একদিন সেই কথা কালসাপ হয়ে তোমাকে কামড় দেবে সেইটা সহ্য করার ক্ষমতা তোমার থাকবে না।


 জীবনের গল্পটা অনেক বড় তাই লিখে শেষ করা সম্ভব নই ?

...সত্য ঘটনা অবলম্বনে...


মেয়েটি ছিল বড় পরিবারের ,আর আমি মধ্যে বৃত্ত পরিবারের------
মেয়েটির নাম :  না হয় অজানাই থাক।
আর আমি : আকাশ ঘোষ।





 One sided love
 

I am a helpless person who could not speak of my own love. I can't say I just wanted you ---------------
 

I am the youngest son of a middle class family. Whose morning started with the caress and love of parents, whom everyone in the family loved. Despite thousands of crises and shortages in the family, the parents did not understand.

They have guarded me like the shadow of a tree. And I got what I wanted. All I had in my life was reading and writing, and the only dream was to grow up to be a policeman. There was no sorrow in my life. But all my friends were a little naughty. Even then they were good to me. They loved me most of the time and told me to make a love, brother. I did not tell them, brother, what is love again? I will not do these love-tems in life. Friends used to say, "Sala, you will make love one day or another and we will have fun that day.

Suddenly one morning I saw a girl walking in front of me with her school bag open hair, wearing a blue dress. Suddenly, it seemed like I was dreaming. And from that day on, I started seeing the girl every morning. One day I suddenly told a friend, friend, I will get married ---

Everyone looked at my face and then I said why are you looking at my face, one of them suddenly said brother go to Pabna or not. I told him brother I fell in love.

And from that began the end of my dreams, the beginning of sorrow. I remember the girl. I felt like the girl was coming to earth for me. Every morning since then, I have stood on the side of the road waiting for the girl. When that girl came, it seemed as if all the blood in my body was cold, my hands and feet were numb, I was dumb and my left side of my chest was throbbing. It was as if I had nothing to say but look at the stone statue.

It was as if two years had passed and I could say nothing but seeing him. Suddenly one day I heard her talking in the face of a girl in the house next to our house. Later I told the girl my words and sent a letter with her hand. In this way I used to send a letter every day and I never got a reply to that letter.

I gave him the letter so he could find out and he stopped coming down that road. I felt like I would die if I didn't see him one day. So many days passed and I started going to the neighborhood. Then we started seeing each other again in the afternoon.

And when I met him, he just looked me in the eye. And I was ashamed. Thus, my test time passed a few months. I would go in front of his house in the morning and see his face and sit for the test.

Suddenly one day his uncle and a neighbor came to our house from his house. I panicked and called my parents and they insulted me. And they said I would disturb their daughter. And that girl can't stand these things or who is telling her uncle. He threatened to kill me and break my arms and legs. Lightning struck my head. Kadi still can't sleep at night for him alone.

And I can't stand that pain. One day I started smoking with a friend. All my dreams were shattered. The SSC exam started but it was not a good exam. I failed in 1 subject. All my own people seemed to move away from me. I was left alone.

I am the only guest bird in this world of misery. There is no end to misery. No one knows when life will take anyone to any stage. Love sometimes makes Kauko a poet and sometimes Nisb I am a Nisb lover who never said that he loves the girl, but even today he has lost everything for love, his dreams have been buried under the ground. I still love him, innocent is my good home so there is so much trouble in my love. I couldn't say good stale only to you.

And even if I want to see the girl, I adjust my mind thinking that the love of the poor is worthless to all the big men and girls. Now when I see the girl, I walk with my head bowed. The sorrows are on the chest or side.

Even today I want to tell you that I love you. And maybe I'll love you until the last breath of life Bridge, I just wanted you .......................

Life is too short, so if you love someone in life, tell them not to keep it in your mind.




The story of life is so big that it is not possible to finish writing?


... based on true facts ...





The girl belonged to a large family, and I belonged to a circle family ------
Girl's name: Or stay unknown.
And me: Akash Ghosh.


 

 

 

 

 

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা

 

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ